Durga Puja fashion 2021 | Manicure: পুজোর রূপ-রুটিন, আপনাকে কোন শেপের নখ মানাবে? জানুন ম্যানিকিওয়ের রকমফের...
- Published by:Raima Chakraborty
Last Updated:
অনেকেই এখন ম্যানিকিওর (Manicure) নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। ( Durga Puja fashion 2021 | Manicure)
সামনেই উৎসবের মরসুম (Durga Puja fashion 2021)। শপিং-সাজগোজ শুরু হয়ে গিয়েছে। স্পা, সালঁ আর পার্লারগুলোয় বাড়ছে ভিড়। শুধু চুল অথবা মুখের চর্চা করলেই হবে না। নখকেও ট্রেন্ডি সাজে সাজিয়ে তুলতে হবে। অনেকেই এখন ম্যানিকিওর (Manicure) নিয়ে বেশ এক্সপেরিমেন্ট করছেন। ফলে শহরের আনাচে-কানাচে গজিয়ে উঠছে নামী-দামি নেল-পার্লার (Durga Puja fashion 2021 | Manicure)।
advertisement
আর ইনস্টাগ্রামের (Instagram) দৌলতে আজকাল সেগুলো সহজেই পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। ইনস্টাগ্রাম থেকে নামকরা নেল আর্টিস্টদের সন্ধান তো পাওয়া যায়ই, তার সঙ্গে মিলবে ট্রেন্ডি সব ম্যানিকিওরের আইডিয়াও (Durga Puja fashion 2021 | Manicure)। আসলে মজার বিষয় হল, এই ম্যানিকিওর কিন্তু সাজগোজে একটা অন্য মাত্রা যোগ করবে। আর নখের শেপ (Nail Shape) বা আকার এবং স্টাইলের উপরই নির্ভর করবে লুক। ধরা যাক, একটা স্টাইলিশ পোশাক পরা হল, আর তার সঙ্গে নখের সাজে রইল ছোট ও গোল শেপ এবং ন্যুড শেড, অথবা ন্যুড শেডের সঙ্গে স্টিলেটো শেপ। এই ধরনের ম্যানিকিওর কিন্তু ব্যক্তিত্বে একটা আলাদা মাত্রা যোগ করবে।
advertisement
তবে সমস্যাটা হচ্ছে, অনেকেই বুঝে উঠতে পারেন না যে, তাঁদের হাতে ঠিক কোন শেপের নখ মানাবে (Durga Puja fashion 2021 | Manicure)। আসলে অনেক ধরনের নখের শেপ হয়, এ বার সেই সবের থেকে নিজের জন্য কোনটা বেছে নেব, সেটা ঠিক করাই খুব কঠিন বিষয়। আর এই বিষয়টা নির্ভর করবে পছন্দ-রুচি এবং ব্যক্তিত্বের উপর। সেই সঙ্গে কেমন ধরনের জীবনযাপন, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরা যাক, হাতের কাজই বেশি করা হয়, সে ক্ষেত্রে লম্বা নখ রাখা ঠিক হবে না। আবার নখের শেপ নিয়েও অনেকের স্পষ্ট ধারণা থাকে না। তাই আজ জানানো যাক, নখের সমস্ত ট্রেন্ডি শেপের বিষয়ে।
advertisement
স্টিলেটো: যাঁরা হাই হিলস পরতে পছন্দ করেন, তাঁরা স্টিলেটো জুতোর সঙ্গে বেশ পরিচিত। কিন্তু নখের শেপের ক্ষেত্রেও স্টিলেটো কিন্তু যথেষ্ট জনপ্রিয়। নাম শুনে বোঝা যাচ্ছে যে, স্টিলেটো জুতোয় থাকা হিলের সঙ্গে এই শেপের নখের মিল রয়েছে। এই শেপের নখের ক্ষেত্রে নখগুলো একটু বেশিই লম্বা হয় এবং নখের মাথাটা বেশ ছুঁচোলো আকারের হয়। এই ধরনের নখ যে হেতু একটু লম্বা আকৃতির হয়, তাই এ ক্ষেত্রে এক্সটেনশন মাস্ট। আর সেটা করা হয়, এক্সটেনশন এবং জেল ওভারলে-র মাধ্যমে। শুধু ম্যানিকিওরের সাহায্যে নখের এই শেপটা করানো হল, তাহলে হবে না। এর যত্ন নিতে হবে। আর যতটা যত্ন নেওয়া হবে, স্টাইল তত বেশি দীর্ঘস্থায়ী হবে। আরও স্টাইলিশ লুক পেতে এই শেপের নখে গ্লিটার, রাইনস্টোন এবং অন্য মজাদার সব জিনিস যোগ করা যায়।
advertisement
গোলাকার নখ: নাম থেকেই স্পষ্ট, এই ধরনের নখের মাথাটা গোল শেপের হয়। খুবই সহজ, সাধারণ এবং মার্জিত একটা লুক দেয় এই ম্যানিকিওর। আর এই ধরনের স্টাইল ক্যারি করা এবং যত্ন করা খুবই সহজ। আর গোলাকার নখের ভেঙে যাওয়ার সম্ভাবনাও খুবই কম। এই ম্যানিকিওরের জন্য পার্লার না গেলেও চলবে, বরং নিজে বাড়িতেও খুব সহজেই করে নেওয়া যায়। কী ভাবে? যত ক্ষণ না একটা অর্ধবৃত্তকার শেপ আসছে, তত ক্ষণ নখের শেপ অনুযায়ী ফাইল করতে হবে। তা হলেই এসে যাবে এই শেপটা।
advertisement
ডিম্বাকার নখ: এটাও খুব সহজ আর সাধারণ শেপ। যা বাড়িতেও ট্রাই করা যায়। তবে অনেক সময় মনে হয়, এই স্টাইলটা খুবই সহজ, কিন্তু এটা করার জন্য ধৈর্য্যের প্রয়োজন। আর ডিমের মতো আকারের নখের স্টাইলটাই সবার নখের জন্য একেবারে আদর্শ। কারণ নখ খুব বড়ও না, আবার খুব ছোটও থাকে না। ফলে যাঁরা মাঝারি মাপের নখ রাখতে পছন্দ করেন, তাঁদের জন্য ডিম্বাকার নখ এক্কেবারে পারফেক্ট। এটা সব কিছুর সঙ্গে যায়। আর এই ম্যানিকিওরর সঙ্গে নানা রকম আকর্ষণীয় নেল আর্ট দারুণ মানাবে।
advertisement
advertisement
চৌকো: নাম শুনে সহজেই বোঝা যাচ্ছে, এই শেপের ক্ষেত্রে নখের মাথার দুই কোণ এক সরলরেখায় থাকবে। অর্থাৎ নখের মাথার অংশটা সমান থাকবে। এর ফলে নখটা সাধারণ শেপের তুলনায় অনেকটাই চওড়়া হয়। নখের মাথার দিকটা ভালো করে ফাইল করলেই এই শেপ সহজেই চলে আসে। কিন্তু নখের দু'টো কোণ এবড়ো-খেবড়ো হয়ে যেতে পারে। তাই সে ক্ষেত্রে নখের কোণ দু’টো মসৃণ রাখতে তা রোজ ফাইল করা অত্যন্ত জরুরি।
advertisement
advertisement
কফিন: দেশ-বিদেশের সেলিব্রিটিদের এখন অত্যন্ত পছন্দের শেপ এটি। ফলে ইনস্টাগ্রামে হামেশাই এই ধরনের ম্যানিকিওর দেখা যায়। যদি বোল্ড লুক পছন্দ হয়, সে ক্ষেত্রে এই ট্রেন্ডি নেল শেপ পছন্দ হয়ে যাবে। যাঁদের আঙুল সরু, তাঁদের নখে এই শেপটা দারুণ লাগবে। ঠিক কফিনের মতো আকৃতির এই শেপ লম্বা নখের জন্য একদম পারফেক্ট। নখ লম্বা হলে নখের দুই ধার সরু করে ফাইল করা হয় এবং নখের মাথাটা সমান থাকে। স্টিলেটো শেপের মতো এই শেপ পেতে গেলে এবং এর যত্নের জন্য অবশ্যই সালঁ-য় যেতে হবে।
advertisement
অ্যারোহেড: স্টিলেটোর সঙ্গে এই শেপের খানিক মিল রয়েছে। তবে স্টিলেটো শেপের ক্ষেত্রে যেমন নখের ধারগুলি ফাইল করে সরু করা হয়, অ্যারোহেডের ক্ষেত্রে ঠিক সেটা করা হয় না। নখের ধারগুলি সোজা হয়ে উঠে যায় এবং নখের মাথায় ছুঁচোলো শেপ আনে। যাঁদের নখ একটু মোটা আর লম্বা হয়, তাঁদের নখে এই শেপটা দারুণ মানায়। না হলে অ্যাক্রিলিক অথবা জেল তো আছেই!