Janmashtami2021 : ডুবো তেল থেকে ডুব চিনির রসে, জন্মাষ্টমীতে ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপি তালের মালপোয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
জন্মাষ্টমী (Janmashtami2021 ) উপলক্ষে তিনি দিয়েছেন তালের মালপোয়া পিঠের রেসিপি ৷
ইলামবাজার : ভাদ্রের মূল পার্বণ জন্মাষ্টমী (Janmashtami2021 ) ঘিরে নানা রূপে বিকশিত হয় তালের রূপ ৷ তালের বড়া, পুলি, পিঠ, মালপোয়া, পাটিসাপটা, তালের ক্ষীর, তালের লুচি—বাংলার হেঁসেলে ভাদ্রে তালবাদ্য ৷
এখন সময়াভাবে অনেকেই ভুলতে বসেছেন এর স্বাদ ৷ যৌথ পরিবার ভেঙে যাওয়ায় অমিল রেসিপি দেওয়ার গৃহিণীও ৷ সেই অভাব অনেক দিন ধরেই পূর্ণ করছেন বীরভূমের ইলামবাজারের বনভিলার পুষ্পরানি সরকার ৷ জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভিলফুড’-এর ঠাকুমা ৷ জন্মাষ্টমী উপলক্ষে তিনি দিয়েছেন তালের মালপোয়া পিঠের রেসিপি ৷
চার বছর আগে ‘ভিলফুড’ চ্যানেল শুরু করেছিলেন পুষ্পরানির নাতি সুদীপ সরকার ৷ তাঁর মনে হয়েছিল ইউটিউবে সাবেক বাঙালি রান্না শেখানোর কেউ নেই ৷ ঠাকুমার হাতের স্বাদকেই বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন তিনি ৷ পুষ্পরানিকে সাহায্য করেন তাঁর পুত্রবধূ কবিতা ৷ মাঝে মাঝে ক্যারামেল পুডিং-এর মতো বিদেশি রান্না করতে দেখা যায় পু্ষ্পরানির নাত-বৌকেও ৷
advertisement
advertisement
জন্মাষ্টমীতে তালের মালপো বানালেন অবশ্য পুষ্পরানির পুত্রবধূই ৷ পাশে তদারকি করলেন বৃদ্ধা ৷ অশীতিপর এই বৃদ্ধার পরিবার এখন বছরে ইউটিউবার হিসেবে উপার্জন করেন কয়েক লক্ষ টাকা ৷
মাটির নিকোনো উনুনে বাগান থেকে তোলা আনাজ, ফলপাকালি দিয়েই রান্না করেন পুষ্পরানি ৷ তালের মালপোয়া করার আগে গেলেন তাল কুড়োতে ৷ সঙ্গে পুত্রবধূ ৷ তালতলায় পড়ে থাকা অঢেল ফল থেকে বেছে বেছে কুড়িয়ে নিলেন ঘন কালো দু’টি তাল ৷ সঙ্গে বলে গেলেন, তাল ঘিরে প্রচলিত গ্রামের ছড়া ৷
advertisement
চারদিক খোলা খড়ের চালার মাটির তকতকে রসুইয়ে ফিরে প্রথমে তাল ছাড়িয়ে নিলেন কবিতা ৷ পরিষ্কার সাদা কাপড়ে ছেঁকেও নিলেন ৷ যাতে আঁশ না থাকে ৷ তার পর তাতে মেশালেন চালের গুঁড়ো, ময়দা, চিনি, এক চিমটে নুন ও গুঁড়ো দুধ ৷ কিছুটা গুঁড় দুধ গুলে রাখলেন গরম জলে ৷ সেই মিশ্রণটাও মিশিয়ে দিলেন ৷ বললেন, তালের মিশ্রণে সরাসরি জল দেওয়া যাবে না ৷ এমনভাবে মিশ্রণ করতে হবে যাতে বেশি পাতলা বা ঘন কোনওটাই না হয় ৷
advertisement
মিশ্রণটি কিছু ক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়ে করে নিলেন চিনির রস ৷ তার পর মাটির উনুনে শুকনো পাতার আঁচে বসানো কড়াইয়ে দিলেন সাদা তেল ৷ ডুবো তেলে গোল হাতায় করে দিয়ে দিলেন তালের গোলা ৷ তার পর লাল করে ভেজে তুললেন মালপোয়া ৷ জানালেন, সময় নিয়ে ঢিমে আঁচে ভাজলে এর স্বাদ ভাল হয় ৷ এর পর তালের মালপোয়াদের চিনির রসে ডুব দেওয়ার পালা ৷
advertisement
জন্মাষ্টমীর পুজো সাধারণত হয় রাতে ৷ পরের দিন নন্দোৎসবে তালের বিভিন্ন পদের চাহিদা তুঙ্গে ৷ ‘মাস্টারশেফ’ পুষ্পরানির দেখানো রেসিপি অনুযায়ী তালের স্বাদে ম’ ম’ করুক নেটিজেনদের শুধু ফোন নয়, বাড়ির হেঁসেলও ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 30, 2021 6:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Janmashtami2021 : ডুবো তেল থেকে ডুব চিনির রসে, জন্মাষ্টমীতে ‘ভিল ফুড’-এর ঠাকুমার রেসিপি তালের মালপোয়া