Jamdani Saree: জমিন জুড়ে থোকা ফুলের বাহারি রূপ, ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে আধুনিকতার যুগলবন্দি আজ নতুন সাজ সংজ্ঞা

Last Updated:

Jamdani Saree: জামদানিকে নতুনভাবে সাজিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে কোমর বেঁধে নেমেছেন ফ্যাশন ডিজাইনিং এর একঝাঁক তরুণ তরুণী।

+
তাঁতিদের

তাঁতিদের সঙ্গে পড়ুয়ারা 

বনোয়ারীলাল চৌধুরী, কালনা: “জামদানি” শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সূক্ষ্ম নকশা, শিল্পের ছোঁয়া, আর বাংলার ঐতিহ্যের গর্ব। কিন্তু সেই ঐতিহ্য এখন হারিয়ে যাওয়ার মুখে। তবে আশার আলো জ্বলেছে পূর্ব বর্ধমানের কালনায়। জামদানিকে নতুনভাবে সাজিয়ে বিশ্বের দরবারে তুলে ধরতে কোমর বেঁধে নেমেছেন ফ্যাশন ডিজাইনিং এর একঝাঁক ফ্যাশন জিজাইনের পড়ুয়া। কালনার এক শান্ত গ্রাম দত্ত দ্বারিয়াটন। জামদানির ইতিহাস বয়ে চলা এই গ্রামে হঠাৎ ভিড় জমিয়েছিলেন এই ছাত্রছাত্রীরা। কলকাতার সল্টলেকের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির পড়ুয়া তাঁরা। বইয়ের পাতায় নয়, সকলেই হাতে কলমে শিখতে এসেছিলেন বাংলার গর্ব জামদানি কীভাবে তৈরি হয়। তবে শুধু শিখতেই নয়, এসেছিলেন জামদানিকে নতুনভাবে সাজিয়ে ফের জনপ্রিয় করে তোলার স্বপ্ন নিয়ে।
পড়ুয়া সাগ্নিক মুখোপাধ্যায় বলেন, “এই জামদানি শাড়িকে কী করে আরও আধুনিক করা যায় সেই চেষ্টা করব আমরা। এটা দিয়ে আরও অন্য কিছু তৈরি করা যায় কিনা সেটাও দেখব। এর উপরে কাজ করে সকলের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। আমরা প্রথম সামনে থেকে সব কাজ দেখলাম”। শিক্ষক হিসেবে ছিলেন কালনার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী জ্যোতিষ দেবনাথ। তিনি আজও একাগ্র মনোযোগে চালিয়ে যাচ্ছেন পুরানো তাঁত। যখন অনেকেই কাজ ছেড়ে অন্য পেশায় পাড়ি দিয়েছেন, কিন্তু জ্যোতিষবাবু রয়ে গেছেন নিজের শিকড় আঁকড়ে। তাঁর তৈরি শাড়ি বিদেশেও পাড়ি দেয়। জ্যোতিষ বাবু বলেন, “জামদানি শিল্পকে যাতে নতুন করে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কারণেই পড়ুয়ারা এখানে এসেছে। জামদানি শিল্পকে বিশ্ব দরবারে পৌঁছানোই আসল উদ্দেশ্য।”
advertisement
এই শিল্পকে আধুনিক রূপ দিতে পড়ুয়ারা কাজ করছেন নতুন ডিজাইন নিয়ে। কেমন হলে জামদানি আরও বেশি আকর্ষণীয় হবে নতুন প্রজন্মের কাছে? কীভাবে আন্তর্জাতিক বাজারে তুলে ধরা যায় এই শিল্পকে? এই সবকিছু নিয়ে গবেষণা করছেন পড়ুয়ারা। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির ফ্যাশন ডিজাইন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর অনামিকা দেবনাথ বলেন, “বই থেকে সবকিছু শেখ যায় না। হাতেকলমে শেখানোর জন্যই পড়ুয়াদের নিয়ে এখানে আসা হয়। আর ছাত্র ছাত্রীরা এই জামদানি নিয়ে কাজ করছে এবং আগামী দিনেও করবে।”
advertisement
advertisement
আরও পড়ুন : চোখেমুখে লেপ্টে যায় নোনা বাতাস, ভাঙনের মুখে ধ্বংসের গ্রাসে হারিয়ে যাবে এই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট? উদ্বিগ্ন পর্যটকরা
বর্তমানে জামদানি যেন হারিয়ে যেতে বসেছে, আগের মত সেই চাহিদা আর নেই। তবুও আশার আলো দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের এই ভালবাসা, এই আগ্রহ যদি ঠিকভাবে পথ দেখায়, তাহলে হয়ত আবার ফিরবে জামদানির হারানো দিন। তাঁতিদের মধ্যেও হয়ত বাড়বে জামদানি বোনার চাহিদা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jamdani Saree: জমিন জুড়ে থোকা ফুলের বাহারি রূপ, ঐতিহ্যবাহী জামদানির সঙ্গে আধুনিকতার যুগলবন্দি আজ নতুন সাজ সংজ্ঞা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement