Jamaisasthi 2023 Rituals: জামাইষষ্ঠী পার্বণের আসল নাম কী, জামাইয়ের মঙ্গলকামনায় কোন মন্ত্র পাঠ করবেন, জানুন এই তিথির রীতিনীতি

Last Updated:

Jamaisasthi 2023 Rituals: জামাই আদরের বিষয়টি জুড়ে থাকে, তাই এর নাম হয়ে গিয়েছে জামাইষষ্ঠী

রকমারি রান্নার পাশাপাশি আহারে প্রধান ভূমিকা পালন করে গ্রীষ্মের মরশুমি ফলও
রকমারি রান্নার পাশাপাশি আহারে প্রধান ভূমিকা পালন করে গ্রীষ্মের মরশুমি ফলও
বারো মাসের পার্বণের অন্যতম জ্যৈষ্ঠের জামাইষষ্ঠী৷ এই অনুষ্ঠানে আপ্যায়ন করা হয় বিবাহিত মেয়ে জামাইকে৷ মূলত পারিবারিক বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন৷ পাশাপাশি এই উৎসবে আপন করে নেওয়া হয় জামাইকেও৷ জ্যৈষ্ঠের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত এই পার্বণের প্রকৃত নাম অরণ্যষষ্ঠী৷ যেহেতু জামাই আদরের বিষয়টি জুড়ে থাকে, তাই এর নাম হয়ে গিয়েছে জামাইষষ্ঠী৷ খাওয়াদাওয়া, আদর আপ্যায়ন ছাড়া এই পার্বণে অন্যান্য উপকরণ অত্যন্ত সাধারণ৷
কাঁঠালপাতার উপর বিছিয়ে রাখা ৫ রকম ফল, পান সুপুরি, ধান দূর্বা, করমচা ফল, তালপাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্যষষ্ঠীর ডালা৷ মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেলহলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা৷ তাঁর মঙ্গলকামনায় তেলহলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দূর্বাঘাসের বাতাস করা হয়৷ জামাইয়ের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা৷ পরে থাকে ভোজনের আয়োজন৷ সাধারণত দিনেই মধ্যাহ্নভোজের আহার হিসেবেই প্রচলিত জামাইষষ্ঠীর আপ্যায়ন৷ এখন চাকরি সূত্রে সকালে আসতে না পারলে রাতে বা উইকএন্ডেও চলে খাওয়াদাওয়া৷ রকমারি রান্নার পাশাপাশি আহারে প্রধান ভূমিকা পালন করে গ্রীষ্মের মরশুমি ফলও৷
advertisement
আরও পড়ুন :  এ বছর জামাইষষ্ঠী কবে? জানুন সে দিন কত ক্ষণ থাকবে ষষ্ঠী তিথি
বুধবার রাত ১/২৭/১৯-এ শুরু হয়েছে ষষ্ঠী তিথি৷ আজ রাত ৩/২৬/৫২ পর্যন্ত থাকবে জামাইষষ্ঠী তিথি৷ এ দিন পাখার বাতাসের সঙ্গে প্রচলিত একটি ছড়াকেই মন্ত্র হিসেবে বলা হয়৷ সেই ছড়াটি হল ‘‘জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, ষাট ষাট ষাট/ শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী, ষাট ষাট ষাট/ ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী, ষাট ষাট ষাট/ আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, ষাট ষাট ষাট/ অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী ষাট ষাট ষাট/ পৌষ মাসে পাটাই ষষ্ঠী ষাট ষাট ষাট/ মাঘ মাসে শীতল ষষ্ঠী ষাট ষাট ষাট/ চৈত্র মাসে অশোক ষষ্ঠী ষাট ষাট ষাট/ বারো মাসে তেরো ষষ্ঠী ষাট ষাট ষাট।’’
advertisement
advertisement
এই ষাট হল বালাই ষাট। যাকে বলা হয় সব রকম বিপদ থেকে সন্তান সন্ততিকে দূরে রাখা। বিভিন্ন পরিবার ভেদে উপাচার, উপকরণ ও রীতিতে পার্থক্য থাকলেও মায়ের অন্তরের প্রার্থনা একই থাকে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jamaisasthi 2023 Rituals: জামাইষষ্ঠী পার্বণের আসল নাম কী, জামাইয়ের মঙ্গলকামনায় কোন মন্ত্র পাঠ করবেন, জানুন এই তিথির রীতিনীতি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement