Jamai Sasthi 2024 Special: জামাইষষ্ঠীর সেরা চমক! জামাইয়ের নাম লেখা মিষ্টিতে সাজিয়ে দিন থালি! এই আদর-আপ্যায়ন সারা জীবনও ভুলবেন না জামাই বাবাজি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Write Jamai's Name on Misti: জামাইষষ্ঠীর মিষ্টিতে এবার বড় চমক! মিষ্টিতে লেখা থাকবে জামাইয়ের নাম!
উত্তর দিনাজপুর: বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী। আর জামাইষষ্ঠী মানে হরেক রকমমিষ্টির সম্ভার। এই জামাইষষ্ঠীতে কী কী মিষ্টি থাকছে জামাইদের জন্য জানেন? উত্তর দিনাজপুর জেলার একটি বিখ্যাত মিষ্টির দোকানে জামাই ষষ্ঠী উপলক্ষ্যে তৈরি হয়েছে নানান ধরনের আমের মিষ্টি যা নিয়ে কৌতুহলী সকলে।
জামাইষষ্ঠীতে খাবারের শেষ পাতে হোক বা সকালের বা বিকালের প্লেটে৷ মিষ্টি ছাড়া কী আর বাঙালি জামাইয়ের আদর যত্ন হয়? আর সেই বাঙালি সেন্টিমেন্টকে মাথায় রেখেই জামাইষষ্ঠীর জন্য বিশেষ মিষ্টির আয়োজন করা হয়েছে। আমের উপর ম্যাংগো কাপ, আমসত্ত্ব ,রোল ম্যাংগো মালাই এছাড়াও দিন দিন চাহিদা বাড়ছে শাশুড়ি ও জামাইদের জিরো ক্যালরির মিষ্টি। এই সমস্ত মিষ্টি জিরো ক্যালরির ও আম দিয়ে তৈরি ।
advertisement
আরও পড়ুনJamai Sasthi 2024: কেন পালিত হয় জামাইষষ্ঠী? জামাই ছাড়াও কি হয় এই ষষ্ঠীর উপাচার?
বর্তমান সময় প্রতিটি মানুষই প্রায় খাদ্য সচেতন৷ মিষ্টির প্রতি ভালবাসা থাকলেও শরীরের কথা মাথায় রেখেই মানুষ কিছুটা হলেও এড়িয়ে চলছে মিষ্টিকে৷ আর এই সব শরীর সচেতন মানুষের জন্যেই এবারে থাকছে জিরো ক্যালোরির আম দিয়ে তৈরি মিষ্টি ।
advertisement
advertisement
মিষ্টির দোকানের কর্ণধার রাজিব ঘোষ আরও জানান, মানুষ সাধারণ মিষ্টি খেতে খেতে একেবারে বোর হয়ে গিয়েছেন৷ প্রতিটি ক্রেতাই চান নতুন কিছু৷ তাই সেই সব ক্রেতাদের কথা মাথায় রেখেই এই মিষ্টি তৈরির সিদ্ধান্ত৷ কেউ চাইলে জামাইয়ের নাম লেখা সন্দেশও কিনতে পারেন৷ মিষ্টির পাশাপাশি রয়েছে কেকের সম্ভারও৷
পিয়া গুপ্তা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2024 5:12 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jamai Sasthi 2024 Special: জামাইষষ্ঠীর সেরা চমক! জামাইয়ের নাম লেখা মিষ্টিতে সাজিয়ে দিন থালি! এই আদর-আপ্যায়ন সারা জীবনও ভুলবেন না জামাই বাবাজি
