Jamai Sasthi 2022|| মেয়ে, জামাইয়ের জন্য জামাইষষ্ঠীর কেনাকাটা এখনও হয়নি? কী ধরণের পোশাক কিনবেন? রইল টিপস...

Last Updated:

Jamai Sasthi 2022 Fashion: জামাইষষ্ঠীর কেনাকাটার জন্য সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডগুলো জানতে এখানে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: মিষ্টির হাঁড়ি হাতে ফিনফিনে সাদা মসলিনের পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতিতে শ্বশুরঘর আলো করবেন জামাই বাবাজি। পঞ্চব্যঞ্জনে সাজবে জামাইয়ের পাত। প্রদীপ জ্বেলে শাঁখ বাজিয়ে শুরু হবে জামাইষষ্ঠী। সে দিন এখন গিয়েছে! হালে জামাইরা যদিও বা সাবেকি সাজ গায়ে তোলেন, সাদার দিকে তাঁরা বড় একটা যান না!
কিন্তু শ্বশুর-শাশুড়ির তো আর জামাইষষ্ঠীর তত্ত্বের কথা ভুললে চলবে না। সে নিয়ে অবশ্য তেমন চিন্তা করার মতো কিছু নেই। মরসুমি ফল, জামাইয়ের প্রিয় মিষ্টি- এসব তো আছেই। তবে কি না, তত্ত্বের একটা বড় জায়গা জুড়ে থাকে পোশাক-আশাক। সমস্যাটা দেখা দেয় সেখানেই। মেয়ে বড় হয়েছে নিজের কাছে, তার পছন্দ তো জানাই! কিন্তু জামাই? জামাইয়ের কেমন পোশাক পছন্দ তা নিয়ে চিন্তা করতে করতেই শ্বশুর-শাশুড়ির গলদঘর্ম অবস্থা। জামাই এদিকে খুঁতখুঁতে হলে বেশি দামের জিনিসও কিন্তু মনে ধরবে না!
advertisement
আরও পড়ুন: জামাইষষ্ঠীতে হোক নতুন পদ, শাশুড়িরা কম সময়ে বানিয়ে ফেলুন চিংড়ির আম কাসুন্দি
তা কেনাকাটা কি এখনও হয়নি? যদি না হয়ে থাকে তাহলে জামাইষষ্ঠীর কেনাকাটার জন্য সর্বশেষ ফ্যাশন ট্রেন্ডগুলো জানতে এখানে চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে। কিছু ঐতিহ্যবাহী ফ্যাশনের ট্রেন্ডও রইল যা এই আনন্দ উৎসবে উপহার হিসেবে দিয়ে স্মরণীয় করে রাখা যায় নিউ নর্মালের প্রথম জামাইষষ্ঠী।
advertisement
advertisement
ঐতিহ্যবাহী হলুদ: উৎসবের মরসুমে নিজেকে রাঙিয়ে তোলার সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী রঙ হলুদ। সুতির পাঞ্জাবির জমি জুড়ে হলুদ রঙের বুটিক। গলার কাছে লালের কাজ। সঙ্গে ডেনিম বা কনট্রাস্টিং পাজামার সঙ্গে জমবে ভালো। গোটা ব্যাপারটাই সহজ এবং স্টাইলিশ। খুশি হবে জামাইও।
হলুদে ঝলমলে: মেয়ের জন্য থাক হলুদ চান্দেরি সিল্কের শাড়ি। সাধারণ আলোর বর্ডার-সহ ঐতিহ্যবাহী হালকা ডিজাইনের আঁচল। সঙ্গে একটা জমকালো ব্লাউজ মার্জিত লুক এনে দেবে।
advertisement
নীলের মতো গভীর: ভরা জ্যেষ্ঠেই জামাইষষ্ঠী। তাই জমকালো পোশাক পরাটা বেশ কষ্টকর। নীল প্রিন্টেড জহর কোর্টের সঙ্গে সাদা ফর্মাল সুতির কুর্তা একই সঙ্গে ঐতিহ্যবাহী এবং চটকদার। এই জামাইষষ্ঠীতে জামাইয়ের জন্য এটা হতে পারে বিশেষ উপহার।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jamai Sasthi 2022|| মেয়ে, জামাইয়ের জন্য জামাইষষ্ঠীর কেনাকাটা এখনও হয়নি? কী ধরণের পোশাক কিনবেন? রইল টিপস...
Next Article
advertisement
Purba Bardhaman News: সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চুরির ঘটনায় গ্রেফতার কে? চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
সোনাদানার সঙ্গে নিয়ে গিয়েছিল কম্বলও! গুসকরায় চোরের পরিচয় জেনে তাজ্জব পুলিশ
  • গুসকরায় গৃহস্থের বাড়িতে চুরি করতে গিয়ে সোনার গয়না, নগদ টাকার সঙ্গে লেপ কম্বলও নিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনায় গ্রেফতার হলেন শাসক দলের নেতা! এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গুসকরায়৷ 

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement