British Era Nostalgia Home: আঙিনায় জলফোয়ারা, কাঠের ঘানিতে পেষা সরষের তেলের গন্ধে আমোদিত ব্রিটিশ আমলের সাবেক বাড়ি

Last Updated:

British Era Nostalgia Home: কংক্রিটের শহরে এক টুকরো নস্টালজিয়া ! শহরের চারপাশ পরিণত হয়েছে অত্যাধুনিক কংক্রিটের জঙ্গলে, তার মাঝেই মাথা উঁচিয়ে জলপাইগুড়ির মাঝখানে দাঁড়িয়ে ইংরেজ আমলের কাঠের বাড়ি। চারদিক যখন কংক্রিটের উঁচু দেওয়ালে ঘেরা, তখন

+
১৮৮২

১৮৮২ সালের কাঠের বাড়ি আজও অক্ষত,

সুরজিৎ দে, জলপাইগুড়ি: কংক্রিটের শহরে এক টুকরো নস্টালজিয়া ! শহরের চারপাশ পরিণত হয়েছে অত্যাধুনিক কংক্রিটের জঙ্গলে, তার মাঝেই মাথা উঁচিয়ে জলপাইগুড়ির মাঝখানে দাঁড়িয়ে ইংরেজ আমলের কাঠের বাড়ি। চারদিক যখন কংক্রিটের উঁচু দেওয়ালে ঘেরা, তখনও জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এক টুকরো ইতিহাস। সুব্রত পালের ইংরেজ আমলের কাঠের বাড়ি যেন সময়কে আটকে রেখেছে।
১৮৮২ সালে সুব্রতবাবুর ঠাকুরদা এই বাড়িটি কেনেন। সেই ঐতিহ্য আজও অক্ষত রেখেছেন সুব্রতবাবুর পরিবার। পেশায় আইনজীবী হলেও বাড়ির প্রতি তাঁর ভালবাসা অসীম। এই বাড়িতেই এক সময় জলপাইগুড়ির প্রথম ‘ডিট রাইটার’-এর বাস ছিল বলেও শোনা যায়। বাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে অতীতের ছোঁয়া—পুরনো দিনের টালির ছাদ, কাঠের তৈরি ঘর, এখনও সক্রিয় কাঠের ঘানি, যেখান থেকে তৈরি হয় সুস্বাদু সরষের তেল।
advertisement
আরও পড়ুন : অবাক কাণ্ড! মাটি ফুঁড়ে উঠলেন বজরংবলী! রহস্যময় মূর্তি ঘিরে ভক্তদের ঢল
এমনকি বাড়ির আঙিনায় রয়েছে একটি ছোট জলফোয়ারা, আর সকালে ঘুম ভাঙে কবুতরের বকমবকম শব্দে।একটা সময় ছিল, যখন জলপাইগুড়ির বেশিরভাগ ঘরই ছিল কাঠ আর টালির। আজ শহর জুড়ে শুধু ইট-পাথরের রুক্ষতা। অনেকেই পুরনো বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছেন আধুনিক ফ্ল্যাটে। কিন্তু সুব্রত পাল সেই ইতিহাসকে, সেই শিকড়কে ভালোবেসে আগলে রেখেছেন।শুধু একটি বাড়ি নয়, এটি একটুকরো সময়, একরাশ আবেগ—যা কংক্রিটের জঙ্গলের মধ্যেও প্রাণ জুগিয়ে যায়!
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
British Era Nostalgia Home: আঙিনায় জলফোয়ারা, কাঠের ঘানিতে পেষা সরষের তেলের গন্ধে আমোদিত ব্রিটিশ আমলের সাবেক বাড়ি
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement