British Era Nostalgia Home: আঙিনায় জলফোয়ারা, কাঠের ঘানিতে পেষা সরষের তেলের গন্ধে আমোদিত ব্রিটিশ আমলের সাবেক বাড়ি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
British Era Nostalgia Home: কংক্রিটের শহরে এক টুকরো নস্টালজিয়া ! শহরের চারপাশ পরিণত হয়েছে অত্যাধুনিক কংক্রিটের জঙ্গলে, তার মাঝেই মাথা উঁচিয়ে জলপাইগুড়ির মাঝখানে দাঁড়িয়ে ইংরেজ আমলের কাঠের বাড়ি। চারদিক যখন কংক্রিটের উঁচু দেওয়ালে ঘেরা, তখন
সুরজিৎ দে, জলপাইগুড়ি: কংক্রিটের শহরে এক টুকরো নস্টালজিয়া ! শহরের চারপাশ পরিণত হয়েছে অত্যাধুনিক কংক্রিটের জঙ্গলে, তার মাঝেই মাথা উঁচিয়ে জলপাইগুড়ির মাঝখানে দাঁড়িয়ে ইংরেজ আমলের কাঠের বাড়ি। চারদিক যখন কংক্রিটের উঁচু দেওয়ালে ঘেরা, তখনও জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে এক টুকরো ইতিহাস। সুব্রত পালের ইংরেজ আমলের কাঠের বাড়ি যেন সময়কে আটকে রেখেছে।
১৮৮২ সালে সুব্রতবাবুর ঠাকুরদা এই বাড়িটি কেনেন। সেই ঐতিহ্য আজও অক্ষত রেখেছেন সুব্রতবাবুর পরিবার। পেশায় আইনজীবী হলেও বাড়ির প্রতি তাঁর ভালবাসা অসীম। এই বাড়িতেই এক সময় জলপাইগুড়ির প্রথম ‘ডিট রাইটার’-এর বাস ছিল বলেও শোনা যায়। বাড়ির প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে অতীতের ছোঁয়া—পুরনো দিনের টালির ছাদ, কাঠের তৈরি ঘর, এখনও সক্রিয় কাঠের ঘানি, যেখান থেকে তৈরি হয় সুস্বাদু সরষের তেল।
advertisement
আরও পড়ুন : অবাক কাণ্ড! মাটি ফুঁড়ে উঠলেন বজরংবলী! রহস্যময় মূর্তি ঘিরে ভক্তদের ঢল
এমনকি বাড়ির আঙিনায় রয়েছে একটি ছোট জলফোয়ারা, আর সকালে ঘুম ভাঙে কবুতরের বকমবকম শব্দে।একটা সময় ছিল, যখন জলপাইগুড়ির বেশিরভাগ ঘরই ছিল কাঠ আর টালির। আজ শহর জুড়ে শুধু ইট-পাথরের রুক্ষতা। অনেকেই পুরনো বাড়ি ছেড়ে পাড়ি দিয়েছেন আধুনিক ফ্ল্যাটে। কিন্তু সুব্রত পাল সেই ইতিহাসকে, সেই শিকড়কে ভালোবেসে আগলে রেখেছেন।শুধু একটি বাড়ি নয়, এটি একটুকরো সময়, একরাশ আবেগ—যা কংক্রিটের জঙ্গলের মধ্যেও প্রাণ জুগিয়ে যায়!
advertisement
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2025 8:53 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
British Era Nostalgia Home: আঙিনায় জলফোয়ারা, কাঠের ঘানিতে পেষা সরষের তেলের গন্ধে আমোদিত ব্রিটিশ আমলের সাবেক বাড়ি