Jaggery-Health Care: গুড় কীভাবে তৈরি হয় জানেন? চিনির বদলে কেন গুড় খাবেন? জানুন

Last Updated:

Jaggery-Health Care: চিনির থেকে কেন ভাল গুড়? জেনে নিন গুড় তৈরির পদ্ধতি!

+
title=

উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার বহু কৃষক তাদের উৎপাদিত আখ দিয়ে আখের গুড় তৈরি করে থাকেন। নভেম্বর ও ডিসেম্বর মাসের শেষের দিকে তারা তাদের জমিতে আখের গুটি বপন করে আখের গাছ লাগান। এরপর দীর্ঘ দশ মাসের অপেক্ষা ও পরিচর্যার পর আখ গাছগুলি থেকে তারা আখের গুড় তৈরি করেন। এবং সেই আখের গুড় বিভিন্ন বাজারে বাজারে বিক্রি করেন। তবে এই আখের গুড় কিভাবে তৈরি করা হয় জানেন কী? কৃষক অবেন দেবশর্মা জানান আখ গাছগুলো কেটে আখ কাটার ডিজেল চালিত মেশিন দিয়ে সেই আখের রস তারা বের করে নেন। রস বের করার পরে ছাঁকনি দিয়ে ময়লা পরিষ্কার করে টিনের বড় পাত্রে ঢেলে নেন।
রস জাল দেওয়ার আগে ১৫ থেকে ২০ মিনিট স্থির অবস্থায় রসটিকে একটা পাত্রে রেখে দিতে হয়। যাতে এতে রসের মধ্যে থাকা ময়লা গুলো নিচে জমা হয়। তারপর রসের উপরে জমাকৃত নোংরা সরিয়ে কাপড় দিয়ে ছেঁকে কড়াইতে ঢেলে দিতে হয়। তারপর কড়াইয়ের রস জাল দেওয়া শুরু করতে হয়। তারপর একটা বড় উনানে একটি বড় কড়াই বসিয়ে সেই উনুনে ঘণ্টা দুয়েক ধরে আখের রস জাল দিতে হয়। রস জাল দেয়ার সময় প্রথম অবস্থায় প্রচুর পরিমাণ নোংরা ভেসে ওঠে, যা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলতে হয়।
advertisement
advertisement
ছাড়া ও নোংরা পরিষ্কার করা ও গুড়ের আঠালো ভাব আনার জন্য কিছু জিনিস সেই আখের রসে মিশাতে হয়। যেমন,বন ঢেঁড়স, উলট কম্বল, শিমুলের চাল ও ঘৃতকুমারী ইত্যাদির আঠালো নির্জাস ব্যবহার করা হয়।এগুলোর কাণ্ড থেঁতলে জলে মিশিয়ে আখের রসের মধ্যে দিলে রসের ময়লা জমাটবদ্ধ হয়। এই ময়লা খুব সহজে ছাকনি দিয়ে ছেঁকে ফেলা যায়। এরপর রস যখন ঘন এবং লাল বর্ণ হয় তখন উনুন থেকে নামিয়ে নিতে হয়। গুড় নামানোর পর ঠান্ডা করা হয় এবং ঠান্ডা গুড় মাটির কলস বা মাটির পাত্র কিংবা টিনের ছাঁচের মধ্যে রেখে সংরক্ষণ করা হয় এবং বাজারজাত করা হয়। চিনির থেকে অনেক বেশি গুণ রয়েছে এই গুড়ের। তাই চিনি ছেড়ে আজ থেকেই গুড় খাওয়া শুরু করুন।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jaggery-Health Care: গুড় কীভাবে তৈরি হয় জানেন? চিনির বদলে কেন গুড় খাবেন? জানুন
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement