Jagaddhatri Puja 2024: দমদমের এই বড়মার ভোগে দেওয়া হয় চিপস চকলেট! জাগ্রত মায়ের কাহিনি জানুন

Last Updated:

Jagaddhatri Puja 2024: দমদমের এই বড়-মা খুব জাগ্রত! এখানে পুজো দিলে মা খালি হাতে ফেরান না! জানুন

+
৫৫

৫৫ বছর ধরে চলে আসছে এই প্রথাই

উত্তর ২৪ পরগনা: দমদমের এই জগদ্ধাত্রী বড়মাকে পুজোর প্রসাদ হিসেবে দেওয়া হয় চিপস ও চকলেট! ৫৫ বছর ধরে এই প্রথাই চলে আসছে এখানে। শুনতে কিছুটা অবাক মনে হলেও এই নিয়মই চলে আসছে এখানে। জানা যায়, দমদমের এই বড়মার টানা চোখ, দেবী শ্বেত শুভ্র বেশ ডাকের সাজ, প্রতিবছরই এমন রূপেই মাকে দেখে আসছেন তারা। তবে এ বছর বাড়তি পাওনা কুমারী পুজো। এই বছরই প্রথম কুমারী পুজোর আয়োজন করা হয়েছিল বড়মার পুজোয়।
যেখানে কুমারী কে বাড়ি থেকে বড়মার মন্ডপে নিয়ে আসা হয় পালকি করে। একেবারে কনের বেশে, সঙ্গে বাঁজতে শোনা গেল ঢাক, সানাই, ব্যান্ড পার্টি সহ শোভাযাত্রা। শুধু তাই নয় যে রাস্তা দিয়ে তাকে নিয়ে আসা হয়, সেই রাস্তাও ঝাড় দিয়ে পরিস্কার করা হয়। পালকি থেকে কোলে করে কুমারীকে নিয়ে এসে মণ্ডপে বসিয়ে করা হয় পুজো। টানা পাঁচ দিন ধরেই চলে এই পুজো।
advertisement
advertisement
দমদম ইউথ কর্নারের বড়মার ভোগ নিবেদনে থাকে চকলেট ও বাহারি চিপস বলেও জানা গিয়েছে। মণ্ডপটি করা হয়েছে শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মত করে। প্রান্তিক এলাকার শিল্পীদের আর্থিক সহায়তার জন্যই এমন ভাবনা বলেও জানা যায়। তবে এই জাগ্রত বড়মার ইতিহাস এখানেও ভক্তদের টেনে এনেছে বারংবার। এখানেও মন থেকে মা-র কাছে কিছু চাওয়া হলে, মা জগদ্ধাত্রী ফেরায় না খালি হাতে বলেই বিশ্বাস। অসুস্থ রোগীও সুস্থ হয়ে উঠেছে মায়ের আশীর্বাদে বলেও মনে করেন ভক্তরা। তাই দমদমের এই বড়মা জগদ্ধাত্রী এখন এলাকার মানুষদের কাছে হয়ে উঠেছেন আরাধ্যা।
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Jagaddhatri Puja 2024: দমদমের এই বড়মার ভোগে দেওয়া হয় চিপস চকলেট! জাগ্রত মায়ের কাহিনি জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement