Ragging: হোস্টেলে থাকা সন্তানের র‍্যাগিংয়ের কথা ভেবে উদ্বিগ্ন? ‌অভিভাবকদের জন্য মনোবিদের পরামর্শ

Last Updated:

হোস্টেলে থাকা সন্তানের ragging-এর ক্ষেত্রে ‌অভিভাবকদের কী করণীয় জানালেন যাদবপুরের প্রাক্তনী তথা মনোবিদ শ্রাবস্তী মজুমদার৷


হোস্টেলে থাকা সন্তানের র‍্যাগিংয়ের কথা ভেবে উদ্বিগ্ন? ‌অভিভাবকদের জন্য মনোবিদের পরামর্শ
হোস্টেলে থাকা সন্তানের র‍্যাগিংয়ের কথা ভেবে উদ্বিগ্ন? ‌অভিভাবকদের জন্য মনোবিদের পরামর্শ
যাদবপুর, ছাত্র মৃত্যু, র‍্যাগিং-বিগত কয়েকদিন ধরেই এই শব্দগুলোই ঘোরাফেরা করছে সকলের মুখে৷ একটা ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে৷ সন্তানকে হারিয়ে চোখের জলে ভাসছেন যাদবপুর ইউনিভার্সিটির মৃত ছাত্রের মা বাবা৷ এই অবস্থায় একরাশ দুশ্চিন্তা গ্রাস করছে আরও বাবা মায়েদের৷ যাঁদের সন্তান ইতিমধ্যেই বাইরে আছেন, অজানা ভয় ভর করছে তাঁদের মনে।
আবার উচ্চশিক্ষার খাতিরে কদিন পরেই সন্তানকে বাইরে পাঠাতে হবে, ভেবে বুক কাঁপছে কিছু বাবা মায়ের৷ ‘আমার সন্তানকে র‍্যাগিংয়ের নামে মানসিক অত্যাচারের শিকার হতে হবে না তো?’ বাবা মা হিসেবে ঠিক করণীয় এক্ষেত্রে? বাবা মায়েদের মনের কোনে জমে থাকা এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন যাদবপুরের প্রাক্তনী তথা মনোবিদ শ্রাবস্তী মজুমদার৷
advertisement
advertisement
শ্রাবস্তী মজুমদার জানালেন,‘‘বাবা মার ভূমিকা শুরু হয় ছোটবেলা থেকেই। ছোট থেকেই সন্তানের মনের জোর বাড়ানো দরকার৷ সেইসঙ্গে ‘ভায়োলেন্স’ অর্থাৎ হিংসা মোটেই স্বাভাবিক নয়৷ ছোট থেকেই বোঝাতে হবে সন্তানদের৷ বাড়ি থেকেই শুরু করতে হবে এই শিক্ষা৷’’ মা বাবাদের সচেতন হতে হবে সন্তানদের সঙ্গে নিজেদের ব্যবহার নিয়েও৷ পরিবারেও যেন হিংসাত্বক পরিবেশ না থাকে, খেয়াল রাখতে হবে বাড়ির বড়দের৷
advertisement
‘‘সন্তানের আত্মবিশ্বাস বাড়ানো খুব দরকার। সন্তানের মনে যেন এই বিশ্বাস থাকে, যে বাবা মা পাশে আছেন। বাচ্চার কথা শোনাও খুব জরুরি।’’ জানালেন মনোবিদ শ্রাবস্তী৷
সন্তানকে যখন বাইরে থাকছে, বাবা মায়ের চোখের আড়ালে তাঁদের কয়েকটি জিনিস শিখিয়ে দেওয়া উচিত৷
‘বাচ্চাদের স্পিড ডায়ালে সবসময় কারও নম্বর থাকা উচিত৷ কোনও রকম বিপদের ইঙ্গিত বুঝলেই যাতে তাঁরা ত‌ৎক্ষণা‌ৎ বাবা-মাকে জানাতে পারে৷
advertisement
ভায়োলেন্স স্বাভাবিক নয়, নিজেদের আচরণে বাচ্চাদের শেখানো দরকার।
যেখানে যাচ্ছে সেখানে একটা ‘সাপোর্ট সিস্টেম’ গড়ে তোলা দরকার৷
র‍্যাগিং সম্পর্কে বলতে যাদবপুরের প্রাক্তনী শ্রাবস্তী বলেন, ‘‘র‍্যাগিংতে অপরাধ৷ এটা হওয়ার কথাই নয়। কলেজে ঢোকার সময় মুচলেকা দিতে হচ্ছে যে আমি কারও র‍্যাগিং করব না। করলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। বাবা মা যখন পড়াতে পাঠাচ্ছেন তখন তাঁরা তো এটা জেনেই পাঠাচ্ছেন। ফলে বাবা মায়ের শুরুতে এটা নিয়ে ভাবার কথাই নয়। তাঁদের নিশ্চিন্ত থাকাই স্বাভাবিক।’’
advertisement
যাদবপুরের ঘটনা মর্মান্তিক৷ কলেজ, বিশ্ববিদ্যালয়ের অন্দরে চলতে থাকা মানসিক অত্যাচারের নানা ছবি উঠে আসছে৷ এই পরিস্থিতিতে সন্তানদের ভবিষ্যত নিয়ে বাবা মায়েদের আরও সচেতন হওয়া জরুরি৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ragging: হোস্টেলে থাকা সন্তানের র‍্যাগিংয়ের কথা ভেবে উদ্বিগ্ন? ‌অভিভাবকদের জন্য মনোবিদের পরামর্শ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement