Coffee Test for Health: আপনার কফিতে চিকোরি পাউডার নেই তো? এই সহজ পরীক্ষাটা করে যাচাই করুন

Last Updated:

আমরা প্রত্যেকেই হয় চা বা এক কাপ কফি খেয়ে দিনটা শুরু করি (Coffee Test for Health)।

ক্যাফেইনের অদ্ভুত প্রভাব রয়েছে
কফির প্রভাব বোঝার জন্য ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় গবেষণা করা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে কফিতে উপস্থিত ক্যাফেইনের কারণে, একজন ব্যক্তি বাজারে তার প্রয়োজনের তুলনায় ৫০ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে পারেন। গবেষকরা বলছেন, শপিংয়ে যাওয়ার আগে যদি এক কাপ কফি পান করা হয়, তাহলে কেনাকাটা ৩০ শতাংশ বেড়ে যায়। প্রতীকী ছবি।
ক্যাফেইনের অদ্ভুত প্রভাব রয়েছে কফির প্রভাব বোঝার জন্য ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় গবেষণা করা হয়। গবেষণায় দেখা গিয়েছে যে কফিতে উপস্থিত ক্যাফেইনের কারণে, একজন ব্যক্তি বাজারে তার প্রয়োজনের তুলনায় ৫০ শতাংশ বেশি অর্থ ব্যয় করতে পারেন। গবেষকরা বলছেন, শপিংয়ে যাওয়ার আগে যদি এক কাপ কফি পান করা হয়, তাহলে কেনাকাটা ৩০ শতাংশ বেড়ে যায়। প্রতীকী ছবি।
#কলকাতা: রোজ সকালে উঠে প্রত্যেকেরই নানা কাজ। জলখাবার তৈরি থেকে বাড়ির নানা কাজ। তারপর অফিস, বা ওয়ার্ক ফ্রম হোমের তোড়জোর। সকালটা সকলেরই চাপ থাকে কোনও না কোনও ভাবে। তবে আমরা প্রত্যেকেই হয় চা বা এক কাপ কফি খেয়ে দিনটা শুরু করি (Coffee Test for Health)। এই এক কাপ ভালোবাসাই আমাদের সারাদিনের এনার্জি জুগিয়ে দেয়। যাঁরা চা-এর বদলে কফি পান করেন, এই প্রতিবেদন তাঁদের জন্য। একেক জন একেক ভাবে কফি পান করতে পছন্দ করেন। অনেকেই দুধ চিনি দিয়ে, অনেকে শুধু চিনি দিয়ে, কেউ আবার কালো কফি ভালোবাসেন।
কিন্তু আপনি কি জানেন যে, আপনার প্রিয় কফির পাউজারে মেশানো থাকতে পারে চিকোরি গুঁড়ো। এর গন্ধ অনেকটা কফির মতো, লোমশ এবং বেগুনি ছোট ছোট ফুল এগুলি। অনেক সময়ই কফির মধ্যে এটি মেশানো হয়। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, চিকোরি গুঁড়োর অনেক উপকারিতা রয়েছে আমাদের শরীরে। তবে সকলের শরীরে তা উপকার করে না। কম্প্রিহেনসিভ রিভিউজ ইন ফুড সায়েন্স অ্যান্ড সেফটি-তে প্রকাশিত হয়েছে, চিকোরি গুঁড়ো অনেক সময়ই গ্যাস-অম্বল, ডায়েরিয়া, হজমের সমস্যা তৈরি করে (Coffee Test for Health)।
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by FSSAI (@fssai_safefood)

advertisement
আরও পড়ুন: মহারাষ্ট্রে আচমকা বার্ড ফ্লু আতঙ্ক, মেরে ফেলা হবে ২৫ হাজার মুরগি!
তাহলে কী ভাবে বুঝবেন আপনার কফিতে এই গুঁড়ো মেশানো রয়েছে কিনা? দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) থেকে ইনস্টাগ্রামে একটি সহজ পরীক্ষার ভিডিও শেয়ার করা হয়েছে (Coffee Test for Health)। যা থেকে সহজেই আপনি এটি যাচাই করতে পারবেন। প্রথমে এক গ্লাস জল নিন, উপর থেকে জলের উপর কফির গুঁড়ো দিন। নির্ভেজাল কফি জলের উপর খানিক ভাসবে এবং ধীরে ধীরে গুলে যাবে। ভেজাল কফি ভাসামাত্রই গুলতে শুরু করবে জলে।
advertisement
এর পর থেকে কফির কাপে চুমুক দেওয়ার আগে এই পরীক্ষা করে অবশ্যই যাচাই করুন আপনার কফি ভেজাল নাকি। এবং তা হলে সেটি বদলে ফেলুন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Coffee Test for Health: আপনার কফিতে চিকোরি পাউডার নেই তো? এই সহজ পরীক্ষাটা করে যাচাই করুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement