International Yoga Day 2023: দেড় দশক আগেই কর্পোরেট চাকরি ছেড়ে যোগচর্চা, বিশ্বজুড়ে খ্যাতি এই যুবকের
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
International Yoga Day 2023: তাঁর যোগচর্চার কেন্দ্র আজ দিকনির্দেশ করে অসংখ্য মানুষের জীবনযাপন
১৫ বছর আগে চাকরি ছেড়েছিলেন ৩৭ বছর বয়সি সন্থনম শ্রীধরন। কর্পোরেট চাকরি ছেড়ে শিখতে শুরু করেছিলেন যোগাভ্যাস। চাকরির দুনিয়ার পরিবেশ তাঁর কাছে বিষাক্ত বলে মনে হত। চাকরি ছেড়ে কার্যত মুক্তির বাতাস উপভোগ করেছিলেন। তাঁর যোগচর্চার কেন্দ্র আজ দিকনির্দেশ করে অসংখ্য মানুষের জীবনযাপন।
২৭ বছর বয়সে যোগাভ্যাস চর্চা কেন্দ্র ‘চক্র প্রজেক্ট’ শুরু করেছিলেন মুম্বইয়ে। যাতে যোগচর্চার উপকারিতা বুঝতে পেরে রূপান্তরের পথে হাঁেটন সাধারণ মানুষ। এর পর দীর্ঘ সময় ধরে তিনি নিজেও নানা গুরুর কাছে যোগাভ্যাস শিখেছেন। শিখিয়েছেন অসংখ্য মানুষকে। চিরাচরিত পথে তিনি যোগচর্চা শেখান গুণগ্রাহীদের। যাতে আধুনিক জীবনের সমস্যা মোকাবিলা করতে সুবিধে হয়।
advertisement
advertisement
শ্রীধরনের সংস্থা এখনও পর্যন্ত ৬৫ হাজারের বেশি মানুষকে যোগাভ্যাস রপ্ত করিয়েছেন। তাঁদের কর্পোরেট ক্লায়েন্টের সংখ্যা ৫০-এর বেশি। তাঁর মতে, যোগচর্চার ফলে মানুষের আসক্তি কমেছে।
ডায়াবেটিস, থাইরয়েড, পিসিওডি, হরমোনের ভারসাম্যের সমস্যা, জিনগত জটিল অসুখ-সহ নানা শারীরিক অসুস্থতা নিয়ন্ত্রণ করা যায় যোগচর্চায়। আধুনিক জীবনের জটিলতা নিয়ন্ত্রণ করা যায় যোগাভ্যাসের আধ্যাত্মিকতায়। বিশ্বাস করেন যোগগুরু সন্থনম শ্রীধরন।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 21, 2023 2:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
International Yoga Day 2023: দেড় দশক আগেই কর্পোরেট চাকরি ছেড়ে যোগচর্চা, বিশ্বজুড়ে খ্যাতি এই যুবকের







