Inspiration: ব্লেড আর বাতিল কলম দিয়ে গাছের পাতায় কাটুমকুটুমের জাফরিতে অনবদ্য সৃষ্টি ছাত্রের
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Creativity: শিক্ষককে দেখেই শেখা, অবসরে বসে পড়ে এই কাজে, পাতা কেটে যা তৈরি করে এই ছাত্র, দেখলে চমকে যাবেন।
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: ফেলে দেওয়া তিন টাকার পেন, আর এক টাকার ব্লেড দিয়ে বানিয়েছে পেন নাইফ। তার কাছে নেই কোনও কাটিং ম্যাট, নেই প্রয়োজনীয় ধারালো ছুরি। সামান্য এক টাকার ব্লেড এবং শেষ হয়ে যাওয়া পেন দিয়ে বানিয়ে ফেলেছে সার্জিকাল নাইফ। গৃহ শিক্ষককে দেখেই তার এত কিছু। এই বয়সে যা করে এই স্কুল ছাত্র জানলে অবাক হবেন। শিক্ষককে দেখে পত্রশিল্পে অনুপ্রেরণা, সেইমত পড়ার অবসরে হাতে তুলে নেন তার নিজের বানানো ছুরি। টেবিলের উপর পাতা রেখে তাকে হাতের নিপুণতায় তৈরি করেন এই জিনিস। তার হাতের স্পর্শে প্রাণবন্ত হয়ে উঠে নানা প্রতিকৃতি।ছাত্রের গুণ অবাক করবে।
ভগৎ সিং থেকে গণিতজ্ঞ রামানুজন, বিরাট কোহলি থেকে এসআরকে–সকলের অবয়ব তিনি তৈরি করেছেন শুধুমাত্র পাতা কেটে।সে অর্থে নেই পেশাগত তালিম। নিজের ইচ্ছে, শিক্ষকের থেকে শিখে তৈরি করেন এই পাতা কেটে শিল্প। শৈল্পিক কর্মকাণ্ডে গর্বিত তার মা থেকে গ্রামের সকলে। প্রথাগত তালিম না থাকলেও তা এই শিল্প ভাবনা এবং কঠোর অধ্যবসায়কে সাধুবাদ জানিয়েছেন সকলে। বাড়িতে মা ছেলের সংসার। সারাদিন কিছুটা চাপ থাকলেও পড়ার পর নিজের চাপ মুক্তি দিতে ভরসা তার এই হাতে বানান ছুরি আর কয়েকটা পাতা। এতেই চলে তার অবসর যাপন।
advertisement
গৃহ শিক্ষক সঞ্জয় পয়ড়্যার পত্র শিল্প এবং পত্র প্রতিকৃতি দেখে নিজেও চেষ্টা করা শুরু করে দশম শ্রেণীর এই ছাত্র। পড়ার অবসরে তাই গাছের পাতা এনে তাকে শুকিয়ে বিভিন্ন ধরনের মানুষের মুখ, ভারতের পতাকা, ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা তৈরি করার চেষ্টা করে। তবে সেভাবে সম্মুখ ধারণা না থাকার কারণে, সামান্য ব্লেড নিয়ে তাকে ভেঙে পেনের এক প্রান্তে তাকে চিঠিয়ে বানিয়ে ফেলেছে সার্জিক্যাল নাইফ। সেভাবেই প্রায় দশেরও বেশি পত্র প্রতিকৃতি তৈরি করেছে সে। শিক্ষকের দেখে অনুপ্রাণিত এই ছাত্র আগামীতে পত্র শিল্প নিয়ে এগোতে চায়।
advertisement
advertisement
আরও পড়ুন : দার্জিলিঙের কাছে পাকদণ্ডীর কোলে এই বাড়িতেই লিখেছিলেন অসংখ্য গান, কবিতা, চিঠি…ঐতিহাসিক শান্তা ভবন আজ রবীন্দ্রস্মৃতি শূন্য
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বামনদা এলাকার দশম শ্রেণীর ছাত্র অহংজিৎ ঘোষ। সে স্থানীয় মধুসূদন বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র। ছোট থেকেই তালিম ছিল না ছবি আঁকায়। নিজের ইচ্ছেতেই ছবি আঁকত সে। তবে পরবর্তীতে, টিউশন পড়ার সুবাদে শিক্ষকের দেখেই তার এই পত্রশিল্পে প্রেরণা জাগে। সেই মত নিজের বাড়িতেই চেষ্টা করে সে। তার এই শিল্প প্রতিভার প্রশংসা করেছেন তার মা। আগামীতে পত্র শিল্প নিয়ে এগিয়ে যেতে চায় দশম শ্রেণীর এই ছাত্র।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2025 12:56 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Inspiration: ব্লেড আর বাতিল কলম দিয়ে গাছের পাতায় কাটুমকুটুমের জাফরিতে অনবদ্য সৃষ্টি ছাত্রের