Bank Holidays On Diwali: সোমবার না মঙ্গলবার ? কলকাতায় দীপাবলি উপলক্ষ্যে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Bank Holiday On Diwali: দীপাবলিতে কলকাতায় ব্যাঙ্ক কবে বন্ধ থাকবে তা নিয়ে অনেকেই দ্বিধায়। সোমবার না মঙ্গলবার? জেনে নিন আরবিআই প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী সঠিক তারিখ ও দীপাবলি সপ্তাহের ব্যাঙ্ক ছুটি সংক্রান্ত সব তথ্য।
গোটা দেশ মেতে উঠেছে আলোর উৎসবে ৷ দীপাবলি উপলক্ষ্যে চলতি সপ্তাহে ব্যাঙ্কগুলিতে একাধিক সরকারি ও আঞ্চলিক ছুটি পালন করা হবে, যা আরবিআই-এর ছুটির ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত। তবে এই ছুটিগুলি সারাদেশে একরকম নয় — রাজ্যভেদে ভিন্ন ভিন্ন। অর্থাৎ, কিছু তারিখে কিছু রাজ্যের ব্যাঙ্ক বন্ধ থাকবে, আবার অন্য রাজ্যগুলিতে ব্যাঙক স্বাভাবিকভাবে খোলা থাকবে।
advertisement
advertisement
এই সপ্তাহের ব্যাঙ্ক ছুটি-অক্টোবর ২০ (সোমবার) – দীপাবলিতে ছুটি থাকবে নিম্নলিখিত রাজ্যগুলিতে:কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা, গুজরাট, ত্রিপুরা, মিজোরাম, মধ্যপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড, সিকিম, অসম, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, নয়াদিল্লি, গোয়া, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং কেরালা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement