Animal Love: রোজ ১২ কেজি ফল, ১২০ কেজি পশুখাদ্য! দেশের ‘সবথেকে রোগা হাতি’ থেকে ওভারওয়েট হওয়ার পথে লক্ষ্মী

Last Updated:

Animal Love: সে সময় তাকে ভিক্ষা করা-সহ নানা কাজে ব্যবহার করা হচ্ছিল। ক্রনিক গেঁটে বাত-সহ নানা সমস্যায় কাহিল ছিল ৩৩ বছর বয়সি লক্ষ্মী।

ক্রনিক গেঁটে বাত-সহ নানা সমস্যায় কাহিল ছিল ৩৩ বছর বয়সি লক্ষ্মী
ক্রনিক গেঁটে বাত-সহ নানা সমস্যায় কাহিল ছিল ৩৩ বছর বয়সি লক্ষ্মী
মথুরা: ছিল দেশের ‘সবথেকে রোগা হাতি।’ এখন ওভারওয়েট হিসেবে চিহ্নিত হওয়ার অপেক্ষায় লক্ষ্মী। সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে এখন এই হস্তিনী। তাকে রাখা হয়েছে বিশেষজ্ঞদের নজরে। প্রসঙ্গত ২০২১ সালের ডিসেম্বরে মধ্যপ্রদেশ থেকে উদ্ধার করা হয়েছিল লক্ষ্মীকে। তখন তার ওজন ছিল ২৯০০ কেজি। সে সময় তাকে ভিক্ষা করা-সহ নানা কাজে ব্যবহার করা হচ্ছিল। ক্রনিক গেঁটে বাত-সহ নানা সমস্যায় কাহিল ছিল ৩৩ বছর বয়সি লক্ষ্মী। তাকে উদ্ধার করা হয় পিপল ফর এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস বা পেটা এবং এক স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে। রাখা হয় মথুরায় হাতিদের পুনর্বাসন কেন্দ্রে।
গত ২ বছরের যত্ন ও পরিচর্যায় লক্ষ্মীর ওজন বেড়েছে ২৪০ কেজি। এখন তার ওজন ৩১৪০ কেজি। পশু বিশেষজ্ঞ ডক্টর ইলায়ারাজা এস জানিয়েছেন দীর্ঘ দিন পর্যাপ্ত খাবার ও জল না পেয়ে হাতিটি দুর্বল হয়ে পড়েছিল। শরীরে বাসা বেঁধেছিল ক্রনিক যন্ত্রণা। এখন পুষ্টিকর খাবার ও পরিচর্যায় অনেকটাই সুস্থ সে।
advertisement
advertisement
যন্ত্রণা কমানোর জন্য বালির ঢিবি, আরামের জন্য কাদার স্তূপ, মাথা ও শুঁড়ের বিশ্রামের জন্য বাঁশের স্ট্যান্ড, উষ্ণতার জন্য বিশেষ জ্যাকেট ছাড়াও ছিল নিয়মিত ম্যাসাজ। ডায়েটে থাকত ১২ কেজি ফল, ১২০ কেজি পশুখাদ্য, ঘি, ছানা, বাদাম এবং দানাশস্য। মাল্টিভিটামিন, মিনারেল ও লিভার টনিকও দেওয়া হত দরকারে। এক সময় ভিক্ষা করানোর জন্য এতটাই হাঁটানো হত তাকে, লক্ষ্মীর পায়ের হাড় ক্ষয়ে গিয়েছে। ফলে এখন বাড়তি ওজন সহ্য করতে পারছেন দুর্বল পা। সেই সমস্যারও দেখভাল করছেন ডাক্তাররা।
advertisement
আরও পড়ুন : বাগানের গাছে ফুল নেই? পাতা নির্জীব? জলে মেশান এই জিনিস! নিমেষে পালাবে সমস্যা
উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে লক্ষ্মীর সঙ্গে বন্ধুত্ব হয়েছে পরি নামে আর এক হাতির। নির্মম অত্যাচার থেকে উদ্ধার করা হয়েছিল পরিকেও। সুস্থতার পথে উপযোগী হয়েছে দু’জনের সখ্যও। বলছেন বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Animal Love: রোজ ১২ কেজি ফল, ১২০ কেজি পশুখাদ্য! দেশের ‘সবথেকে রোগা হাতি’ থেকে ওভারওয়েট হওয়ার পথে লক্ষ্মী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement