Gardening Tips: বাগানের গাছে ফুল নেই? পাতা নির্জীব? জলে মেশান এই জিনিস! নিমেষে পালাবে সমস্যা

Last Updated:
Gardening Tips: বাগান হোক বা ব্যালকনি গার্ডেন, বাড়ির গাছে অনেক সময়েই ফুল আসা বন্ধ হয়ে যায়। আবহাওয়ার খামখেয়ালিপনা, মাটির সমস্যা-সহ নানা কারণে দেখা দিতে পারে এই অসুবিধে। শুধু জল দিয়েই দূর হবে এই সমস্যা।
1/7
বাগান হোক বা ব্যালকনি গার্ডেন, বাড়ির গাছে অনেক সময়েই ফুল আসা বন্ধ হয়ে যায়। আবহাওয়ার খামখেয়ালিপনা, মাটির সমস্যা-সহ নানা কারণে দেখা দিতে পারে এই অসুবিধে। শুধু জল দিয়েই দূর হবে এই সমস্যা।
বাগান হোক বা ব্যালকনি গার্ডেন, বাড়ির গাছে অনেক সময়েই ফুল আসা বন্ধ হয়ে যায়। আবহাওয়ার খামখেয়ালিপনা, মাটির সমস্যা-সহ নানা কারণে দেখা দিতে পারে এই অসুবিধে। শুধু জল দিয়েই দূর হবে এই সমস্যা।
advertisement
2/7
নিমতেল মিশিয়ে নিন জলে। তার পর স্প্রে করুন গাছে। এতে গাছে পোকামাকড়ের উপদ্রব দূর হবে। বজায় থাকবে গাছের নিয়মিত বৃদ্ধি।
নিমতেল মিশিয়ে নিন জলে। তার পর স্প্রে করুন গাছে। এতে গাছে পোকামাকড়ের উপদ্রব দূর হবে। বজায় থাকবে গাছের নিয়মিত বৃদ্ধি।
advertisement
3/7
ব্যবহৃত চাপাতা, আনাজপাতির খোসা, ফলের খোসা মিশিয়ে তৈরি করুন কমপোস্ট। ছেঁকে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করুন। বজায় থাকবে গাছের স্বাস্থ্য।
ব্যবহৃত চাপাতা, আনাজপাতির খোসা, ফলের খোসা মিশিয়ে তৈরি করুন কমপোস্ট। ছেঁকে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করুন। বজায় থাকবে গাছের স্বাস্থ্য।
advertisement
4/7
জলে এপসম সল্ট গুলে স্প্রে করুন গাছের পাতায়। এর ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের যোগান বজায় রাখে। গাছের স্বাস্থ্য ঝলমল করে।
জলে এপসম সল্ট গুলে স্প্রে করুন গাছের পাতায়। এর ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের যোগান বজায় রাখে। গাছের স্বাস্থ্য ঝলমল করে।
advertisement
5/7
কলার খোসায় প্রচুর পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম আছে। কলার খোসা ফেলে না দিয়ে জলে মজিয়ে মিশ্রণ তৈরি করুন। তার পর গাছের মাটিতে দিন। বাড়বে উর্বরতা।
কলার খোসায় প্রচুর পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম আছে। কলার খোসা ফেলে না দিয়ে জলে মজিয়ে মিশ্রণ তৈরি করুন। তার পর গাছের মাটিতে দিন। বাড়বে উর্বরতা।
advertisement
6/7
কফি বিনস মেশান জলে। এতে প্রচুর নাইট্রোজেন, পটাশিয়াম ও অন্যান্য খনিজ আছে। গাছের পাতায় স্প্রে করলে জৈব কীটনাশক হিসেবে কাজ করে।
কফি বিনস মেশান জলে। এতে প্রচুর নাইট্রোজেন, পটাশিয়াম ও অন্যান্য খনিজ আছে। গাছের পাতায় স্প্রে করলে জৈব কীটনাশক হিসেবে কাজ করে।
advertisement
7/7
চাল ধোওয়া জল বা চাল ভেজানো জলও গাছের জন্য অত্যন্ত উপকারী। রাসায়নিক সারের বদলে এই জৈব উপাদানেই গাছের সুস্থতা বজায় থাকবে। ফুলে ঝলমল করবে গাছ। দেখা যাবে না পাতা।
চাল ধোওয়া জল বা চাল ভেজানো জলও গাছের জন্য অত্যন্ত উপকারী। রাসায়নিক সারের বদলে এই জৈব উপাদানেই গাছের সুস্থতা বজায় থাকবে। ফুলে ঝলমল করবে গাছ। দেখা যাবে না পাতা।
advertisement
advertisement
advertisement