Independence Day Special: জমজমাটি ভূরিভোজ স্বাধীনতা দিবসে; এলাহি আয়োজন শহরের এই নামী পাঁচতারায়, থাকছে বিশেষ অফারও

Last Updated:

ওই ঐতিহাসিক উৎসবকে পালন করতে অতিথিদের জন্য বিশেষ অফার আনতে চলেছে আইএইচসিএল।

Independence Day Special Offers at IHCL Hotels
Independence Day Special Offers at IHCL Hotels
কলকাতা: সামনেই তো স্বাধীনতা দিবস। আর ৭৮-তম স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছে ভারত। ওই ঐতিহাসিক উৎসবকে পালন করতে অতিথিদের জন্য বিশেষ অফার আনতে চলেছে আইএইচসিএল (IHCL)। তহলে কী কী বিশেষ মেন্যু আর অফার থাকতে চলেছে, একবার চোখ বুলিয়ে নেওয়া যাক।
তাজ বেঙ্গল
ক্যাল ২৭
advertisement
স্বাধীনতা দিবস স্পেশাল ব্রাঞ্চ – ১৫ অগাস্ট ২০২৪
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: জনপ্রতি ২৫০০ টাকা + কর**
জনপ্রতি ৩৫০০ টাকা + কর** (বাছাই করা পানীয়-সহ)
advertisement
মেন্যু হাইলাইটস:
চিকেন মাপ্পাস-সহ কুট্টু পরাঠা, অন্ধ্র স্টাইল প্রণ কারি, মুম্বই চৌপাট্টি, বড়া পাও, ভাজি পাও, মিস্সল পাও, গাট্টা কারি, আলু পিঁয়াজ কে সবজি, কষা মাংস, লুচি ছোলার ডাল, তেলে ভাজা এবং আরও নানা কিছু।
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-33-6612 3310
advertisement
**শর্তাবলী প্রযোজ্য
তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা
শামিয়ানা
স্বাধীনতা দিবস উপলক্ষে স্পেশাল ব্রাঞ্চ – ১৫ অগাস্ট, ২০২৪
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ১৫ মিনিট
মূল্য: জনপ্রতি ২৫০০ টাকা + কর**
advertisement
জনপ্রতি ৩৫০০ টাকা + কর** (বাছাই করা পানীয়-সহ)
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-6292288563
**শর্তাবলী প্রযোজ্য
ভিভান্তা কলকাতা ইএম বাইপাস
মিন্ট
স্বাধীনতা দিবস স্পেশাল ব্রাঞ্চ – ১৫ অগাস্ট ২০২৪
advertisement
সময়: দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ৩টে ০০ মিনিট
মূল্য: ১২০০ টাকা (সব কিছুই অন্তর্ভুক্ত)**
মেন্যু হাইলাইটস:
চাট ফ্রম ভিক্টোরিয়া মেমোরিয়াল, অমৃতসরি ছোলে, মুর্শিদাবাদী দম বিরিয়ানি, অওয়াধি দম কা মুর্গ, ট্রাই কালার সন্দেশ এবং আরও নানা কিছু।
সংরক্ষণের জন্য কল করুন এই নম্বরে- + 91-33-6292274003
**শর্তাবলী প্রযোজ্য
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Independence Day Special: জমজমাটি ভূরিভোজ স্বাধীনতা দিবসে; এলাহি আয়োজন শহরের এই নামী পাঁচতারায়, থাকছে বিশেষ অফারও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement