South Indian Food: মাত্র ১০ টাকায় ইডলি! উপচে পড়ছে ক্রেতাদের ভিড়! জানুন কোথায় এই দোকান
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
South Indian Food: মাত্র ১০ টাকা মূল্যে ইডলি পাওয়া যাচ্ছে এই দোকানে। কোচবিহারে রাস্তায় দক্ষিণের এই খাবার কোথাও আগে পাওয়া যেত না।
সার্থক পণ্ডিত, কোচবিহার: নিত্যনতুন পদ খেতে কে না ভালবাসে! বিশেষত বাঙালি মানেই ভোজনরসিক। বাঙালিরা বাঙালির খাবারের তালিকায় বিভিন্ন ধরনের অবাঙালি খাবার দেখতে পাওয়া যায়। এবার কোচবিহারে দক্ষিণের খুবই জনপ্রিয় এবং মুখরোচক আরও একটি খাবার পাওয়া যাচ্ছে। কোচবিহারের রাস্তায় সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে তার বিক্রি। এই খাবারের স্বাদ নিতেই একবারের জন্য হলেও দোকানের সামনে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। এমন ছবিই দেখা যাচ্ছে কোচবিহারের এয়ারপোর্ট সংলগ্ন রেল গুমটির এই দোকানে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এক নাগাড়ে এই দোকান চলছে।
দোকানের কর্ণধার শশীকান্ত রায় জানান, তিনি আগে এই খাবার তৈরি করতে পারতেন না। সবার আগে এই খাবারটি দেখেন অন্য একটি জায়গায়। পরে তিনি বাড়িতে এসে এই ইডলি বাড়িতেই সবার আগে বানান। সেই ইডলি তিনি তাঁর বাড়ির আশেপাশের লোকেদের খাওয়ান। তাঁদের কাছ থেকে তিনি প্রচুর প্রশংসা পান। ঠিক সেখান থেকেই তাঁর এই যাত্রাপথ শুরু। সব ক্রেতা তাঁর তৈরি ইডলি খেয়ে দারুণ প্রশংসা করেন। তবে তিনি দাম রেখেছেন সকলের সাধ্যের মধ্যেই। মাত্র ১০ টাকায় একটি ইডলি বিক্রি করেন তিনি। কোচবিহারের রাস্তায় দক্ষিণের এই খাবার কোথাও পাওয়া যেত না আগে। তাই সন্ধ্যা নামলেই অনেক মানুষের ভিড় জমতে শুরু করে তাঁদের এই দোকানে। যাঁরা একবার এই ইডলি খাচ্ছেন, তাঁরা প্রতিদিনই আসছেন এই ইডলি খেতে।”
advertisement
আরও পড়ুন : জলখাবারেই ২৭৫ পদ! মাঝরাতের মেনু ৮৫ রকম খাবার! অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে রাঁধবেন ৬৫ জন রন্ধনশিল্পী
দোকানে আসা দু’জন ক্রেতা অভীক বর্মণ ও অভিপ্রিয়া পাল জানান, “দক্ষিণের এই জনপ্রিয় খাবার ইডলি আগে কোচবিহারে সেরকম ভাবে রাস্তার দোকানে মিলত না। তবে এই নতুন দোকানে খুবই ভাল মানের ইডলি পাওয়া যাচ্ছে। দাম রয়েছে সকলের সাধ্যের মধ্যেই। ইতিমধ্যেই বহু ক্রেতারা এই দোকানের খাবারের স্বাদ নিতে ভিড় করছেন দোকানে।”
advertisement
advertisement
কোচবিহারের খাদ্যরসিকদের জন্য এই নতুন খাবারের দোকান আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। বহু মানুষ দূর থেকেও আসছেন এই দোকানের ইডলির স্বাদ নিতে। সন্ধ্যা নামলেই ছোট থেকে বড় বহু মানুষকে দেখা যাচ্ছে এই দোকানে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 28, 2024 1:16 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
South Indian Food: মাত্র ১০ টাকায় ইডলি! উপচে পড়ছে ক্রেতাদের ভিড়! জানুন কোথায় এই দোকান