Anant Ambani-Radhika Merchant Pre-wedding Menu: জলখাবারেই ২৭৫ পদ! মাঝরাতের মেনু ৮৫ রকম খাবার! অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে রাঁধবেন ৬৫ জন রন্ধনশিল্পী
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Pre-wedding Menu: অতিথিদের জন্য চার বেলা ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাতে থাকবে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার।
জামনগর : বিয়ের পিঁড়িতে বসছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির ছোট ছেলে ২৮ বছর বয়সি অনন্ত আম্বানি। শীঘ্রই শিল্পপতি বীরেন মার্চেন্ট এবং শায়লা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। তার আগে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত গুজরাতের জামনগরে বসছে প্রাক বিবাহ বাসর। সেই অনুষ্ঠানের মেনুই এবার সামনে এল।
দ্য জার্ডিন হোটেল প্রধানকে উল্লেখ করে সংবাদমাধ্যম জানিয়েছেন, অতিথিদের জন্য চার বেলা ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাতে থাকবে থাই, জাপানিজ, মেক্সিকান, পার্সি এবং প্যান এশিয়ান খাবার।
সকালের জলখাবারে আতিথির সামনে সাজিয়ে দেওয়া হবে ৭৫টি ডিশ। তাতে থাকবে ২৭৫ রকমের পদ। রাতেও তাই। ২৭৫ রকমের পদের এলাহি আয়োজন থাকছে অতিথিদের জন্য। সারারাত অনুষ্ঠান চলবে। তাই মিডনাইট মিলেরও আয়োজন থাকছে। তবে এতটা গুরুপাক নয়। মিডনাইট মিলে ৮৫ রকমের পদ রাখা হচ্ছে। খুব একটা কমও নয়।
advertisement
advertisement
আরও পড়ুন : বিলুপ্তপ্রায় প্রাণীকল্যাণে তৈরি Vantara-র জন্য অনন্ত অম্বানিকে কুর্নিশ করিনার, পোস্ট সোশ্যাল মিডিয়ায়
এই পদগুলি বিদেশি অতিথিদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রতিটি পদ তৈরির সময় মানা হবে প্রোটোকল। নিরাপত্তা সবার আগে। কোনও পদই দ্বিতীয়বার রান্না হবে না। অর্থাৎ জলখাবারের মেনু আর ডিনারের মেনু সম্পূর্ণ আলাদা।
advertisement
৬৫ জন রাঁধুনির (২০ জন মহিলা রাঁধুনি) একটি দল আনাজপাতি ভর্তি ৪টি ট্রাক নিয়ে ইনদওর থেকে জামনগরে আসছেন। প্রাক বিবাহ বাসরে ইন্দোরের স্পেশাল সারাফা ফুড কাউন্টারও থাকবে। সেখান থেকে ইনদওরি কচুরি, পোহা জিলিপি, ভুট্টে কি কিস, খোপরা প্যাটিস, উপমার মতো পদ পরিবেশন করা হবে।
তিন দিনের প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনকে ‘ইভনিং ইন এভারল্যান্ড’ নাম দেওয়া হয়েছে। এই দিনের ড্রেস কোড হল ‘এলিগ্যান্ট ককটেল’। দ্বিতীয় দিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। অন্তিম দিনে দুটি ইভেন্ট। প্রথমটি ‘টাস্কার ট্রেইলস’, ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। জামনগরের সবুজ পরিবেশের সঙ্গে মানানসই। দ্বিতীয় ইভেন্ট ‘হস্তাক্ষর’। ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সাজবেন অতিথিরা।
advertisement
প্রাক বিবাহ বাসরে দেশি-বিদেশি অতিথিদের চাঁদের হাট। রিপোর্ট অনুযায়ী আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মরগান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনির সিইও বব ইগার, ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের, ইএল রথসচাইল্ডের চেয়ারম্যান লিন ফরেস্টার ডি রথসচাইল্ড ছাড়াও আর অনেক ভিভিআইপি, বিশেষ করে ভারতের টাইকুন এবং বিনোদন জগতের খ্যাতনামীরা।
advertisement
প্রাক-বিবাহ অনুষ্ঠানে গান গাইবেন পপ তারকা রিহানা। ম্যাজিক দেখাবেন বিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন। এছাড়াও আসর জমাবেন অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্জের মতো দেশি ও আন্তর্জাতিক শিল্পীরা।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2024 11:45 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Anant Ambani-Radhika Merchant Pre-wedding Menu: জলখাবারেই ২৭৫ পদ! মাঝরাতের মেনু ৮৫ রকম খাবার! অনন্ত-রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে রাঁধবেন ৬৫ জন রন্ধনশিল্পী








