Hyponatremia: অতিরিক্ত জলপানে হতে পারে মৃত্যুও! জানুন বিশেষজ্ঞের পরামর্শ
- Published by:Arpita Roy Chowdhury
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Hyponatremia: প্রতিদিন ঠিক কতটা জল পান করা উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা, সেটাই জেনে নেওয়া যাক!
শরীর-স্বাস্থ্য ভাল রাখার জন্য পর্যাপ্ত জল পান অপরিহার্য। তবে অতিরিক্ত জল পান কিন্তু স্বাস্থ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে! এমনই ঘটেছে কানাডার এক টিকটক তারকার সঙ্গে।
সংবাদমাধ্যমের খবর বলছে, ৭৫ দিনের ফিটনেস চ্যালেঞ্জ নিয়েছিলেন ওই টিকটকার। তার জন্য টানা ১২ দিনের মধ্যে প্রতিদিন ৪ লিটার করে জল পান করেছেন। এর পরেই স্বাস্থ্যের অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বেশি জল খাওয়ার ফলেই এই বিপত্তি বলে জানান বিশেষজ্ঞরা। তাহলে প্রতিদিন ঠিক কতটা জল পান করা উচিত? কী বলছেন বিশেষজ্ঞরা, সেটাই জেনে নেওয়া যাক!
advertisement
নয়াদিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অমরেন্দ্র পাঠকের মতে, তেষ্টা পেলেই জল পান করা উচিত। কিন্তু জোর করে তা কখনও করা উচিত নয়। সাধারণ ভাবে প্রাপ্তবয়স্কদের দিনে ১.৫ – ২.৫ লিটার জল পান করা উচিত। তবে তীব্র গরম পড়লে ৩ লিটার পর্যন্ত জল পান করা যেতে পারে। আসলে অতিরিক্ত জল খেলে রক্তে সোডিয়ামের ঘাটতি হয়। যাকে হাইপোনেট্রেমিয়া বলা হয়।
advertisement
advertisement
হাইপোনেট্রেমিয়া কী?
ডা. পাঠকের মতে, হাইপোনেট্রেমিয়া এমন একটি অবস্থা, যেখানে মানুষের রক্তে সোডিয়ামের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে কমে যায়। এর জেরে দেখা দেয় সমস্যা এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে। শুধু অতিরিক্ত জল পানই নয়, রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যাওয়ার আরও অনেক কারণ থাকতে পারে। অল্প লবণ খেলে রক্তে সোডিয়ামের মাত্রা কমে যেতে পারে। আবার অতিরিক্ত চিনি খাওয়ার ফলেও হাইপোনেট্রেমিয়া হতে পারে। কখনও কখনও কিডনির রোগ কিংবা ডায়াবেটিসে ভুগছেন, এমন রোগীরাও সোডিয়ামের ঘাটতির সম্মুখীন হতে পারেন।
advertisement
হাইপোনেট্রেমিয়ার চিকিৎসা কী?
ওই বিশেষজ্ঞ চিকিৎসকের মতে, হাইপোনেট্রেমিয়া হলে চরম দুর্বলতা, তীব্র মাথাব্যথা, বিভ্রান্তি এবং জ্ঞান হারানোর মতো উপসর্গ দেখা যায়। এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। কারণ এর চিকিৎসা হওয়া খুবই প্রয়োজন। অনেক সময় অবহেলার কারণে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সমস্যা এড়াতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আর বিশেষ করে ব্লাড প্রেসার, ডায়াবেটিস এবং হৃদরোগীদের এই বিষয়ে আরও বেশি সতর্ক হতে হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 9:22 PM IST