প্রথম ডেটে ঠিক কতটা কথা বলা দরকার, কতটা কাছে আসা যায়— এ নিয়ে আমাদের সকলেরই একটা দ্বন্দ্ব কাজ করে। বিশেষত, পছন্দের নারীর কাছে যেতে গেলে পুরুষের হৃদয় একটু ভয় পায় বই কি! ভ্যালেন্টাইন সপ্তাহের একেবারে শেষের দিকে, পঞ্চম দিনে আসে ‘হাগ ডে’ বা আলিঙ্গন দিবস। কিন্তু সত্যিই কি এত তাড়াতাড়ি আলিঙ্গনাবদ্ধ হওয়া যায়? ভালোবাসার মানুষের সঙ্গে কতটা মানসিক ঘনিষ্ঠতা হওয়ার পর তাঁকে জড়িয়ে ধরা উচিত, দেখে নেওয়া যাক—
আসলে এটি খুবই জটিল একটি বিষয়।
প্রথমত, যদি খুব তাড়াতাড়ি কেউ আলিঙ্গন বা ঘনিষ্ঠতার দিকে এগিয়ে যান তা হলে উল্টোদিকের মানুষটি অস্বস্তি অনুভব করতে পারে।
আবার, একেবারেই কোনও স্পর্শ ইঙ্গিত না থাকলে উল্টোদিকের মানুষটি ভাবতে পারেন, বন্ধুত্বের বাইরে অন্য কোনও ভাললাগা হয়তো নেই।
সাধারণত, মহিলারা প্রথম দেখার দিনেই অনেকটা এগিয়ে যেতে ভয় পান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাঁরা চান প্রথম স্পর্শ পুরুষের তরফ থেকেই আসুক। কিন্তু খুব বেশি আগ্রাসী হয়ে পড়লে আবার মুশকিল।
আরও পড়ুন: সিনেমায় জাদু কি ঝাপ্পি! ভারতে প্রকাশ্যে জড়িয়ে ধরা যায়? চুমু খাওয়া যায় কি, জানুন
তাই পছন্দের নারী প্রথম ডেটে কতটা শারীরিকতা পছন্দ করছেন তা বুঝতে হবে। সেই মতো এগিয়ে যাওয়া প্রয়োজন। কারণ, দ্বিধা থাকলেও মহিলারা কাঙ্ক্ষিত পুরুষের তরফ থেকে খানিকটা সাহসিকতা আশা করেন।
আর শুধু মানসিকতা নয়, ডেটে গিয়ে আলিঙ্গন করার অন্য কিছু বিষয় রয়েছে যেমন কোথায়, কোন পরিস্থিতিতে আলিঙ্গন করা হচ্ছে ইত্যাদি।
ধরা যাক যদি কোনও রেস্তরাঁর টেবিল বুক করা হয় প্রথম সাক্ষাতের জন্য তাহলে ধরে নেওয়াই যায় পরস্পর মুখোমুখি বসেছেন। সেক্ষেত্রে খুব আবেগপ্রবণ ভাবে জড়িয়ে ধরার মতো পরিস্থিতি প্রায় তৈরি হবেই না। তাই সেদিকে বিবেচনা করে সোফা জাতীয় আসন নির্বাচন করা যেতে পারে, যাতে পাশাপাশি বসা যায়। কিন্তু সেই আলিঙ্গন এমন হতে হবে, যাতে তা অন্যদের কাছে দৃষ্টিকটূ না হয়।
গাড়িতে বা খুব পরিশ্রম করে এসে, ঘর্মাক্ত শরীরে জড়িয়ে ধরার মধ্যে ভাল লাগার চেয়ে খারাপ লাগা তৈরি করতে পারে বেশি।
আরও পড়ুন: আজ হাগ ডে, আলিঙ্গনে প্রকাশ পাবে প্রেম! তবে কোথায় কীভাবে জড়িয়ে ধরা যায় জানেন কি
কিছু টিপস মাথায় রাখা যেতে পারে।
১. রেস্তোরাঁয় যদি পছন্দের মানুষের জন্য অপেক্ষা করতে হয় তবে তিনি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে দুই বাহু প্রসারিত করে দেওয়া যেতে পারে।
২. যদি তিনি খানিকক্ষণ অপেক্ষা করে থাকেন তাহলে তাঁর চেয়ারের সামনে গিয়ে কিছু কথা বলে দেখতে হবে। যদি তিনি উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করতে চান, সে সময় আলিঙ্গন করা যেতে পারে।
৩. কোনও কথার প্রেক্ষিতে তাঁকে গুরুত্ব দেওয়ার মতো করে আলিঙ্গন করা যেতে পারে।
৪. কোনও মজার কথা বলে প্রথমে তাঁকে রাগিয়ে দেওয়া যেতে পারে, তারপর ক্ষমা প্রার্থনার কৌশল হিসেবে জড়িয়ে ধরা যায়।
৫. সাক্ষাৎ শেষে বিদায় বেলায় সরাসরি দু’বাহু প্রসারিত করে আলিঙ্গন প্রার্থনা করে নেওয়াও যেতে পারে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hug Day