Hug Day 2022: জড়িয়ে ধরলেই কমে যায় মানসিক চাপ, 'জাদু কি ঝাপ্পি' বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা!

Last Updated:

Benefits of Hug: জড়িয়ে ধরলে রাতে ভালো ঘুমও হয়।

#নয়াদিল্লি: প্রচণ্ড চাপের মধ্যে প্রিয়জনকে জড়িয়ে ধরতে পারলে নিমেষে শান্ত হয়ে যায় সব উদ্বেগ। আলিঙ্গনের (Hug Day 2022) উষ্ণতায় গলে যায় মন খারাপের জমাট অন্ধকার, গড়ে ওঠে ভরসা আর বিশ্বাসের এক নিরাপদ বলয়।
ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine's Week 2022) উদযাপনের অংশ হিসেবে আলিঙ্গন দিবস (Hug Day 2022) প্রতি বছর ১২ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারির ঠিক দুই দিন আগে পালিত হয়। রোজ ডে (৭ ফেব্রুয়ারি), প্রপোজ ডে (৮ ফেব্রুয়ারি), চকলেট ডে (৯ ফেব্রুয়ারি), টেডি ডে ( ১০ ফেব্রুয়ারি), প্রতিশ্রুতি দিবস (১১ ফেব্রুয়ারি), এবং চুম্বন দিবসও (১৩ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইন্স সপ্তাহের অংশ।
advertisement
advertisement
কাউকে জড়িয়ে ধরা (Hug Day 2022) কেবল স্বচ্ছন্দ বোধই করায় না বরং বিশ্বাসও তৈরি করে। উষ্ণ আলিঙ্গন আপনাকে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করতে পারে।
আলিঙ্গন এবং হ্যান্ডশেকের মতো আচরণ, যাতে সরাসরি শরীরের স্পর্শ রয়েছে, এই করোনা মহামারি পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিধিনিষেধের জেরে বন্ধই প্রায়। ধীরে ধীরে সত্যিই হারিয়ে যাচ্ছে শুভেচ্ছা বিনিময়ের উষ্ণতা। অন্যদিকে, মানসিক চাপ এবং উদ্বেগ মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলছে। কবে পরিস্থিতি ফের স্বাভাবিক হবে তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। জড়িয়ে ধরতে পারলে মানসিক চাপ ও উৎকণ্ঠা অনেকখানি লাঘব পেত এই ভয়াবহ সময়ে। দেখে নিন আলিঙ্গনের (Hug Day 2022) নানান উপকারিতা।
advertisement
১. আলিঙ্গন স্ট্রেস হরমোন কর্টিসলের মাত্রা হ্রাস করে। ফলে চাপযুক্ত পরিস্থিতিতেও রক্তচাপ এবং হৃদস্পন্দন স্বাভাবিক হয়। জড়িয়ে ধরলে রাতে ভালো ঘুমও হয়।
২. আলিঙ্গন মস্তিষ্কে অক্সিটোসিন বা ফিল-গুড রাসায়নিকের মাত্রা বাড়ায় যা আমাদের মন ভালো করে, মেজাজ চনমনে করে এবং মানসিক শান্তি জোগায়।
advertisement
৩. জড়িয়ে ধরলে অন্য ব্যক্তির সঙ্গে সংযোগস্থাপন অনেক সহজ হয়ে যায়।
৪. জড়িয়ে ধরলে অনুভূত হয় যে আমরা নিরাপদ রয়েছি, কেউ আমাদের ভালোবাসে এবং আমরা একা নই।
৫. আলিঙ্গন ব্যাথা কমায় এবং রক্ত ​​সঞ্চালনের উন্নতি করে শরীরের উত্তেজনা হ্রাস করে ফলে পেশীর আরাম হয়।
৬. জড়িয়ে ধরলে লিম্ফোসাইট এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী কোষের মাত্রা বৃদ্ধি পায় যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hug Day 2022: জড়িয়ে ধরলেই কমে যায় মানসিক চাপ, 'জাদু কি ঝাপ্পি' বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement