Howrah News:পুকুর ঘিরে শতাব্দীপ্রাচীন গাছ, শহুরে ব্যস্ততার মাঝে প্রকৃতির কোলে শান্তির ঠিকানা এই মঠ

Last Updated:

Howrah News: দুয়ারের দুই প্রান্ত যেন দুটি আলাদা পৃথিবী। মঠের  প্রবেশ দুয়ারের আগেই ব্যস্ত সড়ক যেখানে, মানুষের কোলাহল যানজট লেগেই থাকে। আর এই দুয়ার পার করলেই ছবি বদল।

+
শহরের

শহরের মানুষের মন ভালো করার জায়গা বালিটিকুরি সদানন্দমঠ 

রাকেশ মাইতি, হাওড়া: শহরের মানুষের মানসিক শান্তির ঠিকানা সদানন্দ মঠ! বর্তমান সময়ে মানুষের মধ্যে ব্যস্ততা বেড়েছে দারুণ ভাবে। এই ব্যস্ততা ছোট থেকে বড় সকলকেই গ্রাস করেছে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রী থেকে কর্মজীবী সমস্ত বয়সের মানুষের মধ্যে চরম ব্যস্ততা। এমন সময়, শান্ত প্রকৃতির মাঝে সময় কাটাতে বেশি পছন্দ করেন মানুষ। তবে হাওড়া শহরের মধ্যে এমনই মন ভাল করা ছোট্ট একটি স্থান বালিটিকুরি ‘শ্রী শ্রী সদানন্দমঠ ‘।
হাওড়া-আমতা রাজ্য সড়ক ঘেঁষে মঠের দুয়ার। দুয়ারের দুই প্রান্ত যেন দুটি আলাদা পৃথিবী। মঠের  প্রবেশ দুয়ারের আগেই ব্যস্ত সড়ক যেখানে, মানুষের কোলাহল যানজট লেগেই থাকে। আর এই দুয়ার পার করলেই ছবি বদল। একপ্রান্তে ব্যস্ত সড়ক যানজট, ভিড়, আর অন্য প্রান্তে বড় বড় গাছে ঘেরা একটা স্থান। নেই যানজট, নেই ভিড়, বড় বড় গাছ ও কংক্রিটের প্রাচীর বাইরের কোলাহল যেন আটকে দিচ্ছে। শতাব্দী প্রাচীন আকাশ চুম্বনকারী গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।
advertisement
দুয়ার থেকে সোজা মন্দিরের পথ। এই মন্দিরে রয়েছে নানা দেব দেবীর মূর্তি এবং সাধক সদানন্দর গুরুর মূর্তি। মন্দির পার করলেই একটি পুকুর। মঠের নানা স্থানে ও গাছের নীচে বসার জায়গা। নাটমন্দির এবং আলাদা কক্ষ রয়েছে যেখানে মানুষ চাইলেই বসতে পারেন। বড় বড় গাছে ঘেরা একটা স্থান যেখানে ঠিকমত সূর্যের আলো পৌঁছতে পারে না। এখানে পৌঁছলে মনে মিলবে মানসিক তৃপ্তি। তাই সারা বছর এখানে মানুষ আসেন মানসিক শান্তি পেতে। এই বর্ষাতেও মানুষের উপস্থিতি এখানে।
advertisement
advertisement
সপ্তাহ শেষে বা কিছুদিন অন্তর সময়ক কাটানো বহু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। ঠিক তেমনই সারাদিনের ব্যস্ততা শেষে বা অবসর সময় একটু মন ভাল করতে বালুটিকরি সহ বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে ঠিকানা ‘ সদানন্দমঠ’। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা সমস্ত বয়সের মানুষ এখানে এসে সময় কাটান। এই স্থান মন ভাল করার ওষুধ তাঁদের কাছে।
advertisement
আরও পড়ুন : তুলোয় মাখিয়ে জাস্ট কয়েক ফোঁটা দাঁতের কালো গর্তে! মুহূর্তে ভ্যানিশ চোখে জল আনা যন্ত্রণা!
কেউ বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন। কেউ করছেন গল্পগুজব। আবার কেউ ভক্তিগীতি বা হরিনাম করছেন নাটমন্দিরে বসে। ব্যস্ত শহরের মাঝে অন্য একটা স্থান যেটি মানুষের খুব প্রিয়। এখানে আসা মানুষজন জানান, অধিকাংশ মানুষ প্রায় প্রতিদিন আসেন। কমবয়সি থেকে বৃদ্ধ-সকলেই হাজির হন এখানে। শহরের মধ্যে প্রকৃতি সৌন্দর্যে ভরা মন ভাল করে তোলার স্থান সদানন্দ মঠ।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Howrah News:পুকুর ঘিরে শতাব্দীপ্রাচীন গাছ, শহুরে ব্যস্ততার মাঝে প্রকৃতির কোলে শান্তির ঠিকানা এই মঠ
Next Article
advertisement
Iran: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসা করলেই ঘাড়ে চাপবে ট্যারিফের বোঝা! ভারতের উপর কী প্রভাব পড়বে? জানুন
ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সঙ্গে ব্যবসায় চাপবে ট্যারিফ! ভারতের উপর এর কী প্রভাব পড়বে
  • ইরানের সঙ্গে কেউ বাণিজ্য করলে তার উপরেও শুল্ক আরোপ করবে আমেরিকা

  • ২৫% ট্যারিফের বোঝা চাপাবে আমেরিকা

  • মঙ্গলবার ঘোষণা করলেন ট্রাম্প

VIEW MORE
advertisement
advertisement