Home Decor Cane Items: ঐতিহ্যে মিশেছে আধুনিকতা, বেতের বোনা আসবাবে আজও অপরূপ শৌখিন বাঙালির অন্দরসজ্জা

Last Updated:

Home Decor Cane Items: আধুনিক গৃহসজ্জায় বেতের নান্দনিক আসবাবপত্রের চাহিদা বাড়ছে!হাওড়ার বেশ কিছু এলাকায় বংশ-পরম্পরায় বেশ কিছু পরিবার তৈরি করে আসছে বেতের আসবাবপত্র, বর্তমান সময়ে বেতের জিনিসের দারুণ চাহিদা, এখানে তুলনামূলক কম দামে বেতের জিনিস  মেলে

+
হাওড়ার

হাওড়ার বাবুডাঙ্গা এলাকা বেতের তৈরি জিনিসের জন্য বিখ্যাত

রাকেশ মাইতি, হাওড়া: হাওড়ার বেশ কিছু পরিবার বংশপরম্পরায় বেতের জিনিস তৈরি করার ঐতিহ্য বহন করে চলেছে | এই শিল্পটি হাওড়ার স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ | এই পরিবারগুলি প্রজন্মের পর প্রজন্ম ধরে বেত দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে আসছে, যা তাদের জীবিকা নির্বাহের প্রধান উপায় | হাওড়া জটাধারী পার্ক এলাকায় বংশ-পরম্পরায় বেশ কিছু পরিবার তৈরি করে আসছে বেতের আসবাবপত্র | বাজারে বর্তমান সময়ে বেতের জিনিসের দারুণ চাহিদা, দামও মন্দ নয় | বাজারের তুলনায় কম দামে স্থানীয় দক্ষিণ কারিগরের হাতে তৈরি বেতের জিনিস এখানে পাওয়া যায় |
বেত দিয়ে আসবাব তৈরির ইতিহাস অনেক পুরনো | বেতের তৈরি আসবাব শিল্পের ইতিহাস ঘেঁটে এর নির্দিষ্ট কোনো সৃষ্টিকাল পাওয়া না গেলেও অনুমান করা হয়ে থাকে আদি চিনে ঝুঁড়ি বুনন থেকে এর শুরু| ঊনবিংশ শতাব্দীতে ডাচ ও ইংরেজদের আসবাবে বেতের ব্যবহার পরিলক্ষিত হয়| আর অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ক্যাফেগুলোতে বেতের চেয়ারের ব্যবহার হত। একটা সময় ছিল যখন আমাদের দেশেও বেতের আসবাবের ব্যবহার ছিল চোখে পড়ার মতো। তখন ঘরের আসবাবপত্র বলতে প্রথমেই আসত বেতের কথা |
advertisement
বাড়িতে বইয়ের সেলফ, বসার মোড়া, সোফাসেট, খাট-যাঁরা নান্দনিক নকশার আসবাব পছন্দ করেন, তাঁরা বেতের তৈরি জিনিস বেছে নিতে পারেন ঘর সাজানোর মাধ্যম হিসেবে| আজকাল বেতের আসবাবের চাহিদা বেশ বেড়েছে| হাওড়ার কারিগররা বেতের চেয়ার, টেবিল, ঝুড়ি, এবং অন্যান্য শৌখিন আসবাব তৈরি করেন| এই ঐতিহ্যবাহী হস্তশিল্পটি স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে | এই কারিগররা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে বেত প্রক্রিয়াকরণ এবং বিভিন্ন জিনিস তৈরির কৌশল শিখেছেন | এটি তাদের জীবনধারনের একটি মাধ্যম এবং একই সঙ্গে সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ | এখানকার দক্ষ কারিগররা বাড়িতে বা এলাকায় বসে বেতের জিনিস তৈরি করেন, সেগুলি হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্ত  বিক্রি করেন| যদিও বর্তমানে এই পেশায় যুক্ত থাকা মানুষের সংখ্যা একেবারেই কম |
advertisement
advertisement
আরও পড়ুন : আর নয় গমের আটা! এই বিশেষ গুঁড়োর মণ্ড মেখে বানান রুটি! কুপোকাত কোলেস্টেরল! জব্দ হার্টের রোগ! বিদায় হাই ব্লাড সুগার!
বেত দিয়ে নানান ব্যবহার্য আসবাবপত্র যেমন তৈরি হয়, তেমনি শৌখিন জিনিসও তৈরি হয়| যেমন – সোফাসেট ও চেয়ার বেতের আসবাবের মধ্যে সোফাসেট বেশ জনপ্রিয় | দেখতে আকর্ষণীয়, ওজনে হালকা ও সহজেই পরিষ্কার করা যায় বলে বেতের সোফা সবাই পছন্দ করে | এছাড়া রাখতে পারেন বেতের চেয়ারও | বসার ঘর, বারান্দা বা শোবার ঘরে ব্যবহার করতে পারেন বেতের মোড়া | ডাইনিং টেবিল বেতের ফ্রেমে কাচ লাগিয়ে তৈরি করা হয় বিভিন্ন আকারের চমত্‍কার সব ডাইনিং টেবিল | বেতের ডাইনিং টেবিল আপনার খাবার ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেবে বহুগুণ | দোলনা বেত দিয়ে তৈরি হয় নানা ডিজাইন ও আকারের স্ট্যান্ড দোলনা ও ঝুলন দোলনা | এই দোলনাগুলো হতে পারে আপনার অবসর কাটানোর সঙ্গী| ড্রেসিংটেবিল ও আয়না বেতের ড্রেসিংটেবিল ও আয়নার ব্যবহার বহন করবে আপনার সুরুচি ও শৌখিনতার পরিচয় | শেলফ বেত দিয়ে তৈরি হয় নানা ধরনের শেলফ | এই শেলফগুলোতে সাজিয়ে রাখতে পারেন বই অথবা শখের শোপিস| খাট ও ডিভান বেতের তৈরি খাট ও ডিভানও তৈরি হয় | শোবার ঘরে খাট ও বসার ঘরে রাখতে পারেন ডিভান | টেবিল বেতের টেবিল পাওয়া যায় বিভিন্ন আকারের, টি টেবিল, বেডসাইড টেবিল বা পড়ার টেবিলও বেছে নিতে পারেন বেতের তৈরি | ঝুড়ি ও বাক্স বেতের ঝুড়ি ও বাক্স ব্যবহার করা যায় নানান কাজে | আসবাবের জগতে প্রাচীন এই শিল্পটি আধুনিকতার ছোঁয়ায় হয়ে উঠছে আরও দৃষ্টিনন্দন ও অভিজাত | যার ফলে আধুনিক জীবনযাপনে সময়ের সঙ্গেই বাড়ছে এর ব্যবহারও | প্রায় হারিয়ে যেতে চলা শিল্পটি আবারও ফিরে পাচ্ছে তার পুরনো গৌরব |
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Home Decor Cane Items: ঐতিহ্যে মিশেছে আধুনিকতা, বেতের বোনা আসবাবে আজও অপরূপ শৌখিন বাঙালির অন্দরসজ্জা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement