চুল ভাল থাকবে, স্টাইলও হবে নজরকাড়া! জানুন গোল ব্রাশ কীভাবে ব্যবহার করবেন

Last Updated:

আসলে গোল ব্রাশ ব্যবহারের কিছু পদ্ধতি আছে। না হলে চুলের জট ছাড়ানো তো দূরের কথা তা দিয়ে আঁচড়ানোও যাবে না।

#কলকাতা: গোল ব্রাশ। পার্লারে হেয়ার ড্রেসাররা ব্যবহার করেন। দক্ষ হাতে ছাড়িয়ে ফেলেন চুলের জট। অনেকেই দেখেছেন এই ধরনের ব্রাশ। সেই দেখে বাড়িতে ব্যবহারের জন্য কিনেও ফেলেন অনেকে। কিন্তু তার পরে পড়তে হয় সমস্যায়। আসলে এই ধরনের গোল ব্রাশ ব্যবহার করা যে কতটা শক্ত এবং বেদনাদায়ক কাজ, সেটা হেয়ার ড্রেসারদের মুখ থেকে না শুনলে বোঝা যাবে না।
আসলে গোল ব্রাশ ব্যবহারের কিছু পদ্ধতি আছে। না হলে চুলের জট ছাড়ানো তো দূরের কথা তা দিয়ে আঁচড়ানোও যাবে না। হাত ব্যথা হয়ে যাবে। তাই কৌশলে ব্যবহার করতে হবে। হেয়ার ড্রেসারদের পরামর্শ অনুযায়ী গোল ব্রাশ কীভাবে সহজে ব্যবহার করার সুলুকসন্ধান নিয়ে আলোচনা করা হল এখানে।
advertisement
advertisement
এয়ার ড্রাই হল চাবিকাঠি: আগে চুল ৮০ থেকে ৯০ শতাংশ শুকিয়ে নিতে হবে। তারপর করতে হবে ব্লো ড্রাই। চুল শুকনোর আগে হেয়ার ড্রায়ার ব্যবহার করলে অনেক সময় লাগবে। হাত ব্যথা হয়ে যাবে। এক কথায় সময় এবং শক্তির অপচয়। তাই চুলে কোনও স্টাইল করার আগে শুকিয়ে নিয়ে তারপর ব্লো ড্রাই করা উচিত।
advertisement
এবার গোল ব্রাশ: ব্রাশের আকার, ব্রিসলের ধরন এবং তাদের ঘনত্ব, সবকিছু দেখে নিতে হবে। ভেন্টেড মেটাল রাউন্ড ব্রাশগুলোই ভাল। বোয়ার ব্রিস্টল ব্রাশগুলি প্রায়শই শক্ত এবং ঘন হয়। চুল আঁচড়ানোর সময় মাথায় লাগে। চুল উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে। ব্রাশের ব্যাসের সঙ্গে কার্লিং আয়রনের কার্ল আকারের সমানুপাতিক সম্পর্ক রয়েছে: ব্রাশ যত বড়, কার্ল তত বড়।
advertisement
চুলের অংশ: গোল ব্রাশ দিয়ে আঁচড়ানোর আগে চুল চার ভাগে ভাগ করে নিতে হবে। এবং সময় নিয়ে চুল আঁচড়ানো বা জট ছাড়ানো উচিত। না হলে হিতে বিপরীত হতে পারে।
ব্যবহারের পদ্ধতি: গোল ব্রাশ দিয়ে চুল আঁচড়ানোর সময়ে মাঝপথে থেমে গেলে চলবে না। চুলের শিকড় বা মাথা থেকে শুরু করে নির দিকে আঁচড়াতে হবে। ব্লো নাজল ড্রায়ার থাকবে মাটির সঙ্গে সমান্তরাল। কিংবা নিচের দিকে সামান্য ঝুঁকে রাখা যায়। এতে চুলের সর্বত্র সমান জোর দেওয়া যাবে।
advertisement
হিট সেটিংসে বদল: হিট সেটিংস মাঝারি রাখাই উচিত। কোঁকড়া চুল হলে একেবারে কম। চুল মসৃণ করার জন্য ব্রাশের উপরেই নির্ভর করা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুল ভাল থাকবে, স্টাইলও হবে নজরকাড়া! জানুন গোল ব্রাশ কীভাবে ব্যবহার করবেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement