রসে ভরা তুলতুলে এই বড়া খেলেই জিভে জল! নলেন গুড়ের স্বাদ, বাড়িতে বানান একদম সহজে, দেখুন রেসিপি

Last Updated:

শীতকাল মানে নলেন গুড়ের আলাদা একটা চমক আর এই নলেন গুড় দিয়ে যদি বানিয়ে ফেলেন রকমারি পিঠে পুলি। আর তবে তার মধ্যে অন্যতম একটি পিঠের কথা আজ বলবো সেটি হল নরম তুলতুলে রসে ভরা রস বড়া

+
রসবড়া 

রসবড়া 

রসবড়া: শীতকাল মানে নলেন গুড়ের আলাদা একটা চমক আর এই নলেন গুড় দিয়ে যদি বানিয়ে ফেলেন রকমারি পিঠে পুলি। আর তবে তার মধ্যে অন্যতম একটি পিঠের কথা আজ বলবো সেটি হল নরম তুলতুলে রসে ভরা রস বড়া। যে কোনও সময় বাড়িতে বানিয়ে ফেলতে পারেন।
তাহলে আপনাকে কি করতে হবে আপনার কাছে পিঠে বাজার থেকে বিউলির ডাল আপনাকে নিতে হবে এবং সেই ডাল প্রায় ছয় থেকে সাত ঘণ্টা আগে ভিজিয়ে দিতে হবে। তারপর সেই ডালটিকে মিক্সি বা সিলে ভালো করে পেস্ট করে নিতে হবে। তবে এই পিঠে গুলি উনানে করলে আরও বেশি টেস্ট পাওয়া যায়। তবে এখন কলের বিবর্তনের ফলে সেভাবে আর উনানের দেখা পাওয়া যায়। তবে এখন উনানের থেকেও গ্যাসে বানালে একই রকম টেস্ট বজায় থাকছে।
advertisement
advertisement
এরপর সেই ডাল গুলি পেস্ট হওয়ার পর গ্যাস বা উনানে আপনার যেটাতে ভালো মনে হয় সেটা দিয়েই করতে পারে। গ্যাস জ্বালিয়ে তার উপরে করা বসিয়ে রিফাইন অর্থাৎ সাদা তেল দিতে হবে । সেই তেল গরম হওয়ার পরে সেই পেস্ট হওয়া ডালটিকে হাতের সাহায্যে গোল গোল করে গরম তেলের মধ্যে ছাড়তে হবে।
advertisement
সেগুলি ভাজা হয়ে গেলে আপনাকে আরও একটি পারতে নলেন গুড় সঙ্গে হালকা জল মিশিয়ে রেখে সেই ভাজা গুলি ওই রসে মধ্যে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর সেই রস থেকে তুলে আপনি সবাইকে পরিবেশন করতে পারবেন। আর এভাবেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে রসে ভরা রসবড়া।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
রসে ভরা তুলতুলে এই বড়া খেলেই জিভে জল! নলেন গুড়ের স্বাদ, বাড়িতে বানান একদম সহজে, দেখুন রেসিপি
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement