Prawn Cutlet: চিকেনকে দশ গোল দেবে! চিংড়ির এই কাটলেট খেতে দারুণ, বানানোও সহজ, রইল রেসিপি
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Prawn Cutlet: কাটলেট খেতে ভিড় করছেন ক্রেতারা। ভোজন রসিকদের কাছে চিংড়ির কদরই আলাদা। খাবার পাতে চিংড়ি-র কোনও পদ থাকলে তাই জমে যায় খানা-পিনা।
মুর্শিদাবাদ: চিংড়ি মাছের যে কোনও পদ মানেই সুস্বাদু। সাবেক মালাইকারি হোক বা সাহেবি কায়দায় কাটলেট। চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসেন। কিন্তু বর্তমানে চিংড়ি মাছের কাটলেট তৈরি করা হচ্ছে। যা বিক্রি হচ্ছে ৩০ টাকা প্রতিপিস হিসেবে। আর কাটলেট খেতে ভিড় করছেন ক্রেতারা। ভোজন রসিকদের কাছে চিংড়ির কদরই আলাদা। খাবার পাতে চিংড়ি-র কোনও পদ থাকলে তাই জমে যায় খানা-পিনা।
কান্দি শহরের গার্লস হাইস্কুলের সামনে সন্ধ্যা হলেই ভিড় জমে ফাস্ট ফুড খেতে ক্রেতাদের। বিশেষ নজর কেড়েছে চিংড়ি মাছের কাটলেট। চিংড়ি মাছের কাটলেট তার মধ্যে একটি যা বাঙালি ফাস্ট ফুড হিসেবে বিবেচিত হতে পারে। চিংড়ি কাটলেট তৈরির জন্য আমাদের প্রয়োজন খোসা ছাড়ানো এবং বিভক্ত মাথাবিহীন চিংড়ি। তারপর চিংড়ির ফিলেকে ডিম, পেঁয়াজ এবং রসুনের পেস্টে মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে, তারপর ব্রেডক্রাম্বে লেপে অল্প আঁচে ভাজতে হবে।
advertisement
advertisement
বিক্রেতার কথায়, চিংড়ির খোসা ছাড়িয়ে ধুয়ে কিমা করে নিতে হয়। তারপরে বাটা মশলা, পেঁয়াজ, রসুন, কাঁচালঙ্কা ও পুদিনাপাতা দিয়ে চিংড়ির কিমা ম্যারিনেট করে রাখতে হয়। এতে শুকনো পাউরুটিগুঁড়ো, ডিম ও স্বাদমতো নুন মেশান। ময়দার গুঁড়ো ব্যবহার করে চিংড়ির কাটলেট তৈরি করে নিতে হবে। ডুবো তেলে ভেজে নিয়ে লেবুর রস অথবা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করা যাবে।
advertisement
কৌশিক অধিকারী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 27, 2024 4:07 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Prawn Cutlet: চিকেনকে দশ গোল দেবে! চিংড়ির এই কাটলেট খেতে দারুণ, বানানোও সহজ, রইল রেসিপি