Ear Rings: পুজোয় আপনিই হয়ে উঠুন ফ্যাশনিস্তা! বাড়িতে বানান ক্যাপসুল কানের দুল! জানুন পদ্ধতি
- Published by:Piya Banerjee
Last Updated:
Ear Rings: পুজোয় চাই ‘জরা হটকে’! ওই যাকে বলে ‘আউট অফ দ্য বক্স’ ভাবনা। তবেই না ফ্যাশনিস্তা হয়ে ওঠা যাবে। তৈরি করুন মেডিসিনের কানের দুল!
#কলকাতা: পুজোয় জামা-জুতোর সঙ্গে শপিং লিস্টে থাকে গয়নাও। বিশেষ করে কানের দুল। ঝুমকো থেকে স্টাডস, টিয়ার ড্রপ থেকে ড্যাঙ্গল, কি নেই। এসবই কিন্তু চিরাচরিত ডিজাইনের। কিন্তু পুজোয় চাই ‘জরা হটকে’! ওই যাকে বলে ‘আউট অফ দ্য বক্স’ ভাবনা। তবেই না ফ্যাশনিস্তা হয়ে ওঠা যাবে।
অনেকেই জানেন না কানের দুল ঘরেই তৈরি করে নেওয়া যায়। আর সে সব মোটেই সাধারণ নয়। একেবারে চমকে দেওয়া কাজ। ওষুধের ফয়েল, বোতলের ঢাকনা তো ফেলে দেওয়াই হয়। কিন্তু এসব ব্যবহার করেই বানিয়ে ফেলা যায় অত্যাশ্চর্য কানের দুল। দেখতে চমৎকার, কাজে ফ্যাশনেবল আর পয়সাও বাঁচে। কীভাবে? দেখে নেওয়া যাক সেটাই।
advertisement

advertisement
কানের দুল তৈরি করতে যা যা লাগবে এবং পদ্ধতি: এ জন্য দরকার ওষুধের ২টো ফয়েল, পাতলা তার, পাথর, উল এবং আঠা। কানের দুল তৈরি করতে ওষুধের ফয়েলে প্রথমে ফুটো করতে হবে। এ জন্য কম্পাস বা ছুঁচলো কিছু ব্যবহার করা যায়। এবার লাগবে হালকা তার। এটা কানের দুলের মতোই হবে। একদিকে তারটা পেঁচিয়ে অন্য পাশ দিয়ে গর্তের ভিতর ঢুকিয়ে দিতে হবে। এবার তারের উপরের অংশটা সামান্য বাঁকিয়ে নিতে হবে, যাতে কানে ঢোকানো যায়। এবার অল্প উলের উপর ঝকমকে কোনও পাথর বসিয়ে সেটা আঠা দিয়ে ফয়েলের উপর সেঁটে দিতে হবে। ব্যস দুল তৈরি।
advertisement
ভিন্ন লুক: মেডিসিন ক্যাপ থেকে তৈরি কানের দুলকে আলাদা লুক দিতে রঙিন পাথর, উল বা অন্য যে কোন ধরনের ট্যাসেলও ব্যবহার করা যায়। এই ধরনের কানের দুল দেখতে স্টাইলিশ হয়। তৈরিও করা যায় সহজে।
ক্যাপসুলের প্যাকেটই কানের দুল: ক্যাপসুলের প্যাকেট কেটে সেটাকে কানের দুল বানিয়ে নেওয়া যায়। তৈরি করা খুব সহজ। শুধু দুটো ক্যাপসুল কেটে নিয়ে কোণে তার পেঁচিয়ে দিলেই হল।
advertisement
কানের দুলের জন্য চাই সঠিক তার: কানের লতি খুব নরম এবং সংবেদনশীল। তাই দুল তৈরির সময় জং ধরা বা খারাপ তার ব্যবহার না করাই উচিত। কেটে গেলে টিটেনাস নিতে হবে। সংক্রমণের ভয়ও থাকে। দোকান থেকে নতুন স্ট্রিং কিনে নেওয়াই সবচেয়ে ভাল। পুরনো কানের দুলের সঙ্গে লাগানো তারও ব্যবহার করা যায়। এতে পরিশ্রম কম হবে। পয়সাও বাঁচবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 5:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ear Rings: পুজোয় আপনিই হয়ে উঠুন ফ্যাশনিস্তা! বাড়িতে বানান ক্যাপসুল কানের দুল! জানুন পদ্ধতি