Green Peas Luchi Recipe: কড়াইশুঁটির কচুরি নয়, লুচি খেয়েছেন কখনও? একবার খেলেই মুখে লেগে থাকবে, রইল রেসিপি

Last Updated:

Green Peas Luchi Recipe: গরম গরম কড়াইশুটির লুচি-মাংস বাঙালির অন্যতম প্রিয় একটি জিনিস। খুবই সামান্য উপকরণ দিয়ে এবার আপনিও বাড়িতেই বানিয়ে ফেলুন কড়াইশুটির লুচি।

+
কড়াইশুঁটির

কড়াইশুঁটির লুচি

শিলিগুড়ি: বৃষ্টি চলছে। বৃষ্টির সময় ঘরের বারান্দায় বসে গরম গরম কড়াইশুটির লুচি-মাংস যদি খাওয়া হয়, তবে তার মজাই আলাদা। আর সত্যি বলতে বাঙালির অন্যতম প্রতীক বলা যেতে পারে এই কড়াইশুঁটির লুচিকে।
কড়াইশুঁটির কচুরি নয়, লুচি খেয়েছেন কখনও? ভাবছেন কড়াইশুটির লুচি আবার এমন কি ব্যাপার। খুবই সামান্য উপকরণ দিয়ে এই কড়াইশুঁটির লুচি আপনিও বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। উপকরণ বলতে একেবারে অল্প জিনিস প্রয়োজন। কড়াইশুঁটি, দুটো কাঁচা লঙ্কা, চার পাঁচ কোয়া রসুন, অল্প আদা।
advertisement
advertisement
পদ্ধতি: প্রথমে পাত্রে ময়দা, তেল, সামান্য নুন এবং বেকিং সোডা একসঙ্গে মিশিয়ে জল দিয়ে ভাল করে মেখে নিন। ময়দা খুব নরম করে মাখবেন না। মাখার পর অন্তত পক্ষে আধ ঘণ্টা পরিষ্কার, শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখুন। এবার মিক্সিতে কড়াইশুঁটি এবং আদা ভাল করে বেটে নিন। মিহি করে বাটতে হবে। শিলে বাটতে পারলে আরও ভাল। এর মধ্যে কিন্তু জল দেওয়া যাবে না। এবার কড়াইতে সামান্য তেল দিন। এবার কড়াইশুঁটি বাটা দিয়ে ভাল করে নাড়তে থাকুন।
advertisement
নুন এবং চিনি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। কড়াইশুঁটি একেবারে ঝুরঝুরে হয়ে এলে নামিয়ে নিন।এবার মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে তার মধ্যে কড়াইশুঁটির পুর ভরে নিন। এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে। কড়াইশুঁটি লুচির লেচি কিন্তু আকারে বেশ খানিকটা বড় হবে। তা হলেই পুর লেচির মধ্যে থেকে বেরিয়ে আসবে না। পুর ভরার পর লেচির মুখ বন্ধ করার সময়েও সতর্ক থাকতে হবে। ময়দা ছড়িয়ে একটু মোটা করে বেলে নিতে হবে লুচি। তেল গরম হলে গ্যাসের আঁচ কমিয়ে গরম গরম কড়াইশুঁটির কচুরি ভেজে তুলে নিতে হবে। নিরামিষ আলুর দম কিংবা কষা মাংসর সঙ্গে পরিবেশন করুন কড়াইশুঁটির লুচি।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Green Peas Luchi Recipe: কড়াইশুঁটির কচুরি নয়, লুচি খেয়েছেন কখনও? একবার খেলেই মুখে লেগে থাকবে, রইল রেসিপি
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement