The Secret to Live a Happy Life: হাসিতেই কেটে যাক না জীবন! আপনিই পারেন সেরা যাপনচিত্র আঁকতে...

Last Updated:

The Secret to Live a Happy Life: গ্যারি বুঝতে শেখেন সুখী জীবন বেছে নেওয়া খুব একটা জটিল কিছু নয়৷ চাইলেই পাওয়া যায়৷

How to live a Happy Life
How to live a Happy Life
"তোর আপরনজনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না..."
বেঁচে থাকা আর টিকে থাকা, এই দুয়ের পার্থক্য তো রয়েছে৷ একটা কাটিয়ে দেওয়া, আরেকটা জীবনকে জীবনের মতো করে বাঁচা৷ যেই বাঁচার চাবিকাঠি(The Secret to Live a Happy Life) কিন্তু আমাদের মধ্যেই আছে৷ আমরা চাইলেই পারি৷ ওই  যে রবীন্দ্রনাথ যাকে বলেছেন, "আলোর মতো, হাসির মতো, কুসুম গন্ধ রাশির মতো"... সেভাবেই ভাসিয়ে নিয়ে যেতে পারি জীবনকে৷
advertisement
advertisement
জীবন পরিচালনা করার সেরা উপায় কী? (The Secret to Live a Happy Life) প্রতিটা প্রশ্বাস নেওয়ার মুহূর্তে সুখের সূচনা করার চাবিকাঠি কী? কীভাবেই বা এড়াবো মৃত্যুভয়? এ প্রশ্ন নতুন কিছু নয়৷  কবি যতই বলুন, "পরপারে দেখি আঁকা, তরছায়া মসিমাখা", পরপারের ভয় আমাদের আছেই৷ আমরা, কান্দিয়া আকুল হইলাম ভবনদীর পারে৷
advertisement
এই ধরনের প্রশ্ন সাধারণ মানুষ এবং চিন্তাবিদদের মনে একইভাবে তাড়িত করেছে। জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্নগুলো কি আপনার মনে আসেনি? আর সেটা হওয়াটাই তো স্বাভাবিক। সত্যিই তো জানি না কী লেখা আছে শেষে৷ এ নিয়েই নিজের কথা শোনালেন গ্যারি টার্ক (Gary Turk)৷
advertisement
একজন কবি, গল্পকার এবং চলচ্চিত্র নির্মাতা (Poet, storyteller, and filmmaker) গ্যারি যখন বেড়ে ওঠেন, তখন তাঁর আশেপাশের অনেক জীবন শেষ হতে চলেছে৷ কিন্তু সেই বেড়ে ওঠার মধ্যেই গ্যারি বুঝতে শেখেন সুখী জীবন বেছে নেওয়া খুব একটা জটিল কিছু নয়৷ চাইলেই পাওয়া যায়৷ জীবনে বহু বাঁক আছে৷ চড়াই-উৎরাই আছে৷  বয়স্ক মানুষের জীবনের বাঁকগুলো যেন কিছুটা মানচিত্রের মতো, কিছুটা শাখাপ্রশাখা বিস্তার করা ডালপালার মতো৷ জীবন একটা ঘুরতে থাকা নাগরদোলা, বয়স্ক মানুষের জীবন পর্যবেক্ষণ করলে সেটা আরও ভালভাবে বুঝতে পারা যায়৷
advertisement
স্পয়লার! জীবনের গল্পের স্পয়লার কী জানেন? আমরা শেষ পর্যন্ত মারাই যাব৷ এটা বুঝতে পারলেই বেঁচে থাকা, যাপন, যাপনচিত্র সবটাই খুব স্পষ্ট হয়ে যায়৷ উদযাপনই পারে আমাদের বাঁচিয়ে রাখতে৷ অতএব, খুব স্পষ্ট বিষয়- ভয় নয়৷ আর দু বেলা মরার আগে মরবা না ভাই মরব না৷ আমরা কেউই তো জানি না কোনপারে ভিড়বে আমাদের সোনার তরী! তাই যেমন চলছে চলুক না! ক্ষতি কী?
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
The Secret to Live a Happy Life: হাসিতেই কেটে যাক না জীবন! আপনিই পারেন সেরা যাপনচিত্র আঁকতে...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement