Colleague: আপনার প্রশংসা নিতে পারছেন না সহকর্মী! বুঝবেন কীভাবে?

Last Updated:

প্রায় প্রতিটা কর্মক্ষেত্রেই কখনও-না-কখনও আমরা সকলেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি৷

#কলকাতা: কর্মক্ষেত্রে (Work place) হয় তো প্রতিটা দায়িত্বই আপনি সুন্দর ভাবে দক্ষতার সঙ্গে পালন করে চলেছেন৷ তার জন্য আপনার বস থেকে শুরু করে সিনিয়রাও আপনার প্রশংসায় পঞ্চমুখ৷ তবে হয় তো এমন এক জন সহকর্মী (Co-worker) আছেন, যিনি আপনার এই নাম-গান একেবারেই নিতে পারছেন না৷ তা হলে সাবধান থাকতে হবে সেই সহকর্মীর থেকে৷ কারণ ঈর্ষান্বিত হয়ে অনেক সময় এরা আপনার কেরিয়ার চিরতরে নষ্ট করে দিতেও পিছ-পা হয় না৷ এটা খুব একটা বিরল নয়, প্রায় প্রতিটা কর্মক্ষেত্রেই কখনও-না-কখনও আমরা সকলেই এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি৷ কী ভাবে বোঝা যাবে যে, সহকর্মী আপনাকে হিংসে করছে?
ধরা যাক, আপনি একটা টিম হিসেবে কাজ করতে পছন্দ করেন৷ তাই সকলের প্রয়োজনে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন৷ কিন্তু আপনার সহকর্মীর কাছে কোনও সাহায্য চাইলে যদি দেখেন যে, তিনি ব্যস্ততা দেখাচ্ছেন, তা হলে বুঝতে হবে তিনি আসলে সাহায্য করতে চাইছেন না এবং আপনাকে এড়িয়ে যাচ্ছেন৷
advertisement
advertisement
আপনার প্রশংসায় ঠাট্টা করা:
সিনিয়ররা অথবা বস আপনার প্রশংসা করলেন৷ কিন্তু পরে আপনার সহকর্মী ওই প্রশংসা নিয়েই ঠাট্টা-তামাশা করল৷ তা হলে বুঝতে হবে, সহকর্মী আপনার প্রতি ঈর্ষান্বিত৷
একঘরে করার চেষ্টা:
হয় তো আপনার অফিস থেকে বাইরে কোথাও খেতে গিয়েছে সবাই মিলে৷ কিন্তু সেখানে আপনাকে ডাকা তো হলই না, এমনকী জানানোও হল না৷ তা হলে বুঝতে হবে, আপনাকে নিয়ে হিংসে রয়েছে তাঁদের মনে৷ আসলে তাঁরা আপনাকে একঘরে করে দিতে চাইছেন৷ তাই কর্মক্ষেত্রে এমন মানুষের সঙ্গে মেলামেশা করতে হবে, যাঁরা আপনার চারিদিকে পজিটিভ ভাইব ছড়াবে৷
advertisement
পিছনে কথা বলা:
এটা ভীষণ ভাবে সব জায়গাতেই প্রায় হয়৷ এমন অনেকেই রয়েছেন, যাঁরা আপনার সামনে মিষ্টি কথা বলবেন, কিন্তু পিছনে গেলেই আপনার নামে আজেবাজে কথা রটিয়ে বেড়াবেন৷ এমনকী যা নয়, তা-ও খানিক মশলা মাখিয়ে রটিয়ে বেড়ান এই ধরনের মানুষেরা৷ কর্মক্ষেত্রও এর ব্যতিক্রম নয়৷ তাই এই সব পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখতে হবে এবং কাজে দক্ষতা দেখাতে হবে৷ এর পাশাপাশি বসের সঙ্গেও খুব ভালো সম্পর্ক বজায় রাখতে হবে৷
advertisement
আপনাকে পাত্তা না-দেওয়া:
ধরা যাক, আপনি কিছু বলছেন, সেই সময় আপনার কথা না-শুনে নিজের বক্তব্য রাখছেন আপনার সহকর্মী৷ অথবা আপনি কোনও একটা আইডিয়া দিলেন বা কিছু বললেন, সেটা পাত্তা দিচ্ছেন না ওই সহকর্মী কিংবা আপনার আইডিয়া বা পরামর্শের সঙ্গে একমতও হচ্ছেন না তিনি৷ এমন হলে বুঝতে হবে আপনার প্রতি হিংসে রয়েছে ওই সহকর্মীর৷ আবার অনেক সময় মানুষ এত বিষাক্ত হয় যে, তাঁদের ঈর্ষা অত্যন্ত ক্ষতিকর হয়ে ওঠে৷ সে সব ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায়, কাজের ফাইল নষ্ট করে দিচ্ছেন সহকর্মী অথবা খেটেখুটে তৈরি করা প্রেজেন্টেশনও ডিলিট করে দিচ্ছেন তাঁরা৷ তাই নিজের কাজের একটা ব্যাক-আপ সব সময়ই রাখা উচিত৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Colleague: আপনার প্রশংসা নিতে পারছেন না সহকর্মী! বুঝবেন কীভাবে?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement