Wonder Child: মাত্র ২ বছর বয়সেই রেকর্ড, কোন 'মন্ত্রবলে' শিবাংশি হল সেরা, আপনার সন্তানকেও দিন সেই টিপস

Last Updated:

Jalpaiguri News: এত্ত কিছু মনে রাখা কিন্তু আসলেই বছর দুয়েক একরত্তির পক্ষে অসম্ভব। আর এই অসম্ভবকেই সম্ভব করেছে এই খুদে।ছয় মাসে বইয়ের সঙ্গে যাত্রা শুরু, দুই বছরে নানা খেতাব জয়! অবাক শিশু

+
মোবাইল

মোবাইল নয়, বই তার সঙ্গী

জলপাইগুড়ি: একরত্তি শিশুর মুখে গড় গড় করে শুনতে পাবেন যাবতীয় সাধারণ জ্ঞানের তথ্য! এক্কেবারে বিস্ময় শিশু কন্যা! মাত্র মাস ছ’য়েকের শিশুর হাতে মোবাইলের বদলে বই ধরিয়ে দেওয়ার ফল পেলেন বাবা-মা। এখন মাত্র দু’বছর বয়স হতেই ছিনিয়ে নিয়েছে “ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের” তকমা। সারাক্ষণই বই নিয়েই নাড়াচাড়া তার , মোবাইলের দিকে ধ্যানই নেই জলপাইগুড়ির এই কন্যার।
জলপাইগুড়ির পৌরসভার ৯ নং ওয়ার্ডের পিলখানা কলোনী এলাকার বাসিন্দা সোমনাথ পাখিরার মেয়ে শিবাংশি পাখিরা। বাবা পেশায় ইঞ্জিনিয়র। সোমনাথাবাবু আর দশজন বাবার মতো মাস কয়েক আগে বাচ্চাকে খেলনা কিনে দেওয়ার পাশাপাশি কিনে দিয়েছিলেন ফল, ফুল, জন্তু-জানোয়ারের ছবি দেওয়া বই। আর সেটাই যে হবে গর্ব করার মূলমন্ত্র টা কেই বা জানত!
advertisement
advertisement
মাত্র দু’বছরের শিশু কন্যা গড়গড়িয়ে বলতে পারে ২৩টি পশুর নাম,২১টি ফলের নাম,২৪টি সবজি, ১০ ধরনের গাড়ি, ১০টির বেশি পাখির নাম, ১২টি রং, ১২টি অঙ্গ প্রত্যঙ্গের নাম,৩১টি হাউস হোল্ড এর নাম। ডাক শুনে বলে দিতে পারে কোনটি কোন পশুর ডাক। তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সার্টিফিকেট, মেডেল সহ বিভিন্ন উপহার মিলেছে ‘ইন্ডিয়া বুক অব রেকর্ডস’ সংস্থা থেকে।
advertisement
এত্ত কিছু মনে রাখা কিন্তু আসলেই বছর দুয়েক একরত্তির পক্ষে অসম্ভব। আর এই অসম্ভবকেই সম্ভব করেছে এই খুদে। জলপাইগুড়ির গর্ব শিবাংশিরসুন্দর ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে গোটা জলপাইগুড়িবাসী।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Wonder Child: মাত্র ২ বছর বয়সেই রেকর্ড, কোন 'মন্ত্রবলে' শিবাংশি হল সেরা, আপনার সন্তানকেও দিন সেই টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement