Work Life : কাজের জায়গায় বস খুবই রগচটা আর মেজাজি, কী ভাবে মানিয়ে চলবেন কর্মক্ষেত্রে?
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
কর্মক্ষেত্রে (Office) স্বাস্থ্যকর কর্মজীবন অনেকটাই নির্ভর করে বস-এর (Boss) উপর
#কলকাতা: কর্মক্ষেত্রে (Office) স্বাস্থ্যকর কর্মজীবন অনেকটাই নির্ভর করে বস-এর (Boss) উপর। কারণ অফিসের বসের সঙ্গে সম্পর্ক খারাপ হলে কাজের পরিবেশ থেকে শুরু করে পদোন্নতি- এই সব কিছুর উপরই তার প্রভাব পড়ে। আসলে বস চাইলে কর্মজীবন (Work life) দুর্বিষহ করে তুলতে পারেন। তাই বস-কে কখনও রাগানো চলবে না। তবে বস যদি নিজেই রগচটা (Angry) স্বভাবের হন, তা হলে উপায়? এমন পরিস্থিতিতে পড়লে কী কী করণীয়, সেই বিষয়ে রইল কয়েকটি টিপস।
মন দিয়ে শোনা:
ধরা যাক, বস কোনও কারণে তিরস্কার করছেন । সেই সময় উত্তর না-দিয়ে বসের কথা মন দিয়ে শুনতে হবে ৷ যেন বস বুঝতে পারেন যে, তাঁর কথা মন দিয়ে শোনা হচ্ছে। আর বস বলা শেষ করলে তবেই উত্তর দিতে হবে।
যা যা শুনেছি, তা জানানো:
মনোযোগ দিয়ে শুনলেই শুধু হবে না, সেই সঙ্গে বস যা যা বলেছেন, সেই সব যে শোনা হয়েছে, সেটা বসকে জানাতে হবে। তাঁর আবেগকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটাও বুঝিয়ে দেওয়া উচিত। এতে তাঁরও ভাল লাগবে। ফলে বস রাগ না-করে বরং ফিডব্যাক দেবেন।
advertisement
advertisement
বসের কথার পুনরাবৃত্তি নয়:
এর পরের ধাপে যেটা করতে হবে, সেটা হল- বস যা যা বলেছেন, সেটা হুবহু না-বলে ঠান্ডা ভাবে তার সারবত্তাটা বলতে হবে। এর ফলে তিনি বুঝবেন যে, তাঁর সমস্ত কথাই শোনা হয়েছে। আর এই সময় কোনও নেতিবাচক শব্দ ব্যবহার করা যাবে না।
advertisement
ক্ষমা চাওয়া:
কর্মক্ষেত্রে অনেক সময় কোনও কারণ ছাড়াই বস তিরস্কার করতে পারেন। সে ক্ষেত্রে কিছু মনে করলে চলবে না। বরং সেই সময় বসের মাথা ঠান্ডা করতে এগিয়ে গিয়ে ক্ষমা চাওয়া অথবা ‘সরি’ বলা ভাল। পরে অবশ্য কাজের মাধ্যমে অথবা কোনও উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে, বস ভুল বুঝেছিলেন।
advertisement
সহ্যের সীমা ছাড়ালে সাহায্য প্রার্থনা:
দোষ না-থাকলেও বস যদি প্রচণ্ড তিরস্কার করেন, তা হলে সে ক্ষেত্রে তা সহ্যের মাত্রা ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে সোজা HR-এর কাছে গিয়ে অভিযোগ জানাতে হবে। কারণ নিজে যদি দোষী না-হন, তা হলে নিজের জন্য প্রতিবাদ কখনওই অন্যায় নয়।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 27, 2021 11:38 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Work Life : কাজের জায়গায় বস খুবই রগচটা আর মেজাজি, কী ভাবে মানিয়ে চলবেন কর্মক্ষেত্রে?