Small Flat Decor Tips: নীড় ছোট? ক্ষতি নেই, সাজানোর গুণে ছোট ফ্ল্যাটই হবে নজরকাড়া! রইল টিপস

Last Updated:

জেনে নেওয়া যাক কীভাবে সাজানো যায় ছোট ফ্ল্যাটবাড়ি বা স্বল্প পরিসরের বাড়ি। (Small Flat Decor Tips)

Small Flat Decor Tips
Small Flat Decor Tips
#নয়াদিল্লি: আমরা অনেকেই ছোট ফ্ল্যাটবাড়িতে নিজেদের মতো করে সাজিয়ে-গুছিয়ে থাকার চেষ্টা করি। কিন্তু অনেক সময়েই হয় ঘর মনের মতো করে সেজে ওঠে না। জেনে নেওয়া যাক কীভাবে সাজানো যায় ছোট ফ্ল্যাটবাড়ি বা স্বল্প পরিসরের বাড়ি।
ফোল্ডেবল আসবাব (Foldable Furniture)
এখন বাজারে অজস্র ধরনের ফোল্ডেবল ফার্নিচার পাওয়া যায়। যেমন ধরা যাক একটা মিনিমাল ডিজাইনের ভাঁজ করা চেয়ার বা বাগানের জন্য ইস্পাতের চেয়ার বা দেওয়ালে ভাঁজ করে রাখা ছোট টেবিল। এই ধরনের আসবাবের সুবিধা হল খুব সহজেই এগুলিকে বয়ে নিয়ে যাওয়া হয়। এই ধরনের আসবাব ছো ফ্ল্যাটের সঙ্গে খুব ভালো খাপ খায়, জায়গাও বাঁচায়।
advertisement
advertisement
সিঁড়ির নিচের জায়গা
নিজের বাড়ি হলে সিঁড়ির নিচের অংশটিকে সঠিকভাবে ব্যবহার করা উচিত এবং তা করতে পারলে ঘরের চেহারা বদলে যায়। সিঁড়ির নিচে একটা তাক বা কাপবোর্ড বানিয়ে তাতে নিত্যদিনের জিনিসপত্র, বাসনকোসন রাখলে ঘরে আপনা থেকেই অনেকটা জায়গা বেরিয়ে আসবে।
advertisement
শেলফে পর্যাপ্ত আলো
দেওয়ালে আই লেভেলের উপরের অংশটিতে শেলফ বানালে তাতে ছোট ছোট কাচের জিনিসপত্র বা অন্য জিনিসপত্র রাখা যাবে। কিন্তু মনে রাখতে হবে এই জায়গাগুলো আলো দিয়ে ভালো করে সাজাতে হবে।
advertisement
ফাঁকা জায়গার ব্যবহার
ঘরের সামনে বা পাশে কিঞ্চিৎ জায়গা থাকলে সেই অংশে দেওয়াল পিছিয়ে দেওয়া যায়। শুনতে খরচ সাপেক্ষ লাগলেও এই উপায়ে আমরা অনেকটা জায়গা বাঁচাতে পারব। এমনকী একটা ব্যালকনি বা স্টোররুমও বানাতে পারব। সেখানে রঙিন তাক থাকলে ঘরের চেহারা নিঃসন্দেহে বদলে যাবে।
আয়না মোড়া আসবাব
কাপবোর্ডের বাইরের অংশে আয়না লাগানো যায়। তাতে আলাদা করে ড্রেসিং টেবিল রাখার জায়গা বেঁচে যাবে। এর ফলে ঘরের উচ্চতা এবং আয়তন সম্পর্কেও সঠিক ধারণা পাবে না কেউ।
advertisement
ডাইনিং স্পেসের দরকার নেই
অনেকেই ডাইনিং স্পেস নিয়ে দ্বিধায় থাকেন। এখনকার দিনের ট্রেন্ড অনুযায়ী কিচেন ডেককে ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করা যেতে পারে। সঙ্গে অবশ্য লাগবে হাই চেয়ার এবং ঝুলন্ত লো আলো। ব্যস, তাতেই কেল্লা ফতে!
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Small Flat Decor Tips: নীড় ছোট? ক্ষতি নেই, সাজানোর গুণে ছোট ফ্ল্যাটই হবে নজরকাড়া! রইল টিপস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement