পুরুষরা সাবধান ! ছেড়ে দিন চিউং গাম খাওয়া...
Last Updated:
নোটের পর এবার চুইয়িং গামেও হতে পারে সর্জিক্যাল স্ট্রাইক ৷ আর এই স্ট্রাইক প্রধানমন্ত্রী মোদি নয়, করতে হবে আপনাকেই৷ একেবারে
#কলকাতা: নোটের পর এবার চিউং গামেও হতে পারে সর্জিক্যাল স্ট্রাইক ৷ আর এই স্ট্রাইক প্রধানমন্ত্রী মোদি নয়, করতে হবে আপনাকেই৷ একেবারে ছেড়ে দিতে হবে চুইয়িং গাম খাওয়া ৷ কারণ, পুরুষদের যৌন জীবনে হতাশা এনে দিতে পারে এই চুইয়িং গাম !
মার্কিন এক বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চিউং গাম নিয়মিত খেলে পুরুষেরা হারাতে পারেন তাদের যৌন ক্ষমতা৷ কারণ, চিউং গামে থাকা মিন্ট, শিথিল করতে পারে যৌন ক্ষমতাকে ! তবে যে শুধু চিউং গামই এই ক্ষতি করে তা একেবারেই নয় ৷ যে কোনও মাইথ ফ্রেশনার থেকেই আসতে পারে এই বিপদ ৷
advertisement
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, কিছু একটা খাবার খাওয়ার পর পুরুষেরা মুখে পুরে নেন চিউং গাম ৷ এমনকী, ধূমপান করেও চিউং গাম খেয়ে নেন তারা ৷ চিকিৎসকদের কথায় এরকম অভ্যাসই ডেকে আনে বিপদ ৷
advertisement
তবে শুধু পুরুষরাই নয়, প্রেগন্যান্ট মহিলাদেরও ক্ষতি হতে পারে চিউং গাম খেলে ৷
যাদের লিভারে সমস্যা রয়েছে, তারা ভুলেও মুখে তুলবেন না চিউং গাম ৷
advertisement
নিয়মিত চিউং গাম খেলে মুখের পেশির ক্ষতি হয় ৷
অনেকেই বলেন চিউং গাম খেলে রোগা হওয়া যায় ৷ কিন্তু চিকিৎসকরা বলছেন উল্টোটাই ৷ চিউং গাম খেলে মোটা হওয়ার সম্ভাবনা থাকে বেশি ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2016 2:51 PM IST