Viral Video: ঘোড়ার হাসির ভাইরাল ভিডিও! 'মায়ের' হাতের চিপস খেয়ে মজায় রয়েছে 'ঘোড়াবাবু'
- Published by:Pooja Basu
Last Updated:
যার হাত থেকে চিপস খাচ্ছে ঘোড়া, সেই মহিলাও বলেছেন, এটা খুবই মজার (Funny Video)!
#নয়াদিল্লি: মায়ের হাত থেকে চিপস খাচ্ছে ঘোড়া! তাও আবার সল্ট-ভিনেগার চিপস৷ যা খেয়ে মনের আনন্দে হাসছে সে! আর ঘোড়ার হাসি দেখে নেটিজেনরা হাসছেন (Viral video)! কারণ ঘোরা যে এভাবে দাঁত বের করে হাসতেও পারে, তা জানা ছিল না কারও! ভিডিওটি পোস্ট হয়েছে ট্যুইটারে৷ যা খুবই ভাইরাল হয়েছে (Horse video viral)৷
আরও পড়ুন Model Viral Video:রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন মদ্যপ মডেল, সেনা বাহিনীর গাড়িতে মারছেন লাথি!
১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওটি এখন বেশ চর্চায়৷ দেখা যাচ্ছে একটু খোলা মেলা পরিবেশে কয়েকজন রয়েছেন ফুরফুরে মেজাজে৷ সেখানে তাদের সঙ্গে রয়েছে একটি পোষ্য ঘোড়াও৷ সকলের সঙ্গে সেও বেশ মজায় রয়েছে৷ বোঝাই যাচ্ছে যে, হলিডে মুডে রয়েছেন সকলে৷ সেখানে বসে চলছে গল্প-আড্ডা, আর সঙ্গে মাঝেমাঝে চিপসে কামড়৷ বাদ যাচ্ছে না ঘোড়াও৷ মাঝে মধ্যে ঘোরার মুখেও উঠছে চিপস৷ আর তাতেই সে দারুণ খুশি৷
advertisement
advertisement
বাদামি রঙের ঘোড়া৷ এতটাই পোষ মানা যে সকলের সঙ্গে দেখে তাকে মনে হয় যেন সেও এই বাড়ির সদস্য! বাড়ির মালকিন তার মা! সেই মায়ের হাত থেকেই একের পর এক চিপস উঠছে ঘোড়ার মুখে৷ আর সেই মুখোরচোক চিপস বেশ পছন্দ হয়েছে ঘোড়ার৷ তাই তো সে খাচ্ছে আর আনন্দে হাসছে৷ যা দেখে উপস্থিত সকলে খুব মজা পয়েছেন৷ একজন তো বলেই উঠেছে, মনে হয় মায়ের হাতের এই চিপস ওর দারুণ পছন্দ হচ্ছে! আর এতে উঠেছে হাসির রোল!
advertisement
This happy horse can't stop grinning at salt and vinegar chips #viralhog #horse #yummy #laughter pic.twitter.com/CaxbQoh6K7
— ViralHog (@ViralHog) September 2, 2021
কোন জায়গায় এই ঘটনাটি ঘটেছে, তা সঠিক করে জানা যায়নি৷ তবে বিদেশেই যে এমনভাবে সকলে মিলে মজা করছেন, তা বোঝা গিয়েছে৷ ঘোড়র এমন হাবভাবের ফলে সকলের নজর গিয়েছে ঘোরার দিকেই৷ কারণ তার হালচাল দেখতেই ব্যস্ত সকলে৷ একেবারে মাথা ঝুঁকিয়ে মহিলার প্লেট থেকে চিপস তুলে তুলে মুখে পুরছে ঘোড়া! পাশে একটি কুকুরও রয়েছে৷ তবে সে বেশ চুপচাপ৷ উল্টে ঘোড়া কাণ্ড কারখানা দেখে সেও অবাক! কারণ তার এসব খাবারে মন নেই৷ সকলের হাসি দেখে অবাক চোখে তাকিয়ে পোষ্য কুকুর! সব মিলিয়ে এক মজার পরিবেশ তৈরি হয়েছে৷
advertisement
যার হাত থেকে চিপস খাচ্ছে ঘোড়া, সেই মহিলাও বলেছেন, এটা খুবই মজার!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2021 11:25 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: ঘোড়ার হাসির ভাইরাল ভিডিও! 'মায়ের' হাতের চিপস খেয়ে মজায় রয়েছে 'ঘোড়াবাবু'

