Model Viral Video:রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন মদ্যপ মডেল, সেনা বাহিনীর গাড়িতে মারছেন লাথি!

Last Updated:

২২ বছরের যুবতী, যিনি পেশায় মডেল (Drunk Model attacks Army vehicle), তিনি হঠাৎ করেই রাস্তার মাঝে এসে সেনা বাহিনীর গাড়ির উপর হামলা চালান৷

#গ্বালিয়র: মদ্যপ অবস্থায় সেনার গাড়িতে লাথি মারছেন এক যুবতী! মধ্যপ্রদেশের গ্বালিয়র শহরে রাতের বেলায় এই দৃশ্য দেখে অনেকেই হতবম্ব হয়ে যান৷ ২২ বছরের যুবতী, যিনি পেশায় মডেল, তিনি হঠাৎ করেই রাস্তার মাঝে এসে সেনা বাহিনীর গাড়ির (Drunk Model attacks Army vehicle)উপর হামলা চালান৷ কী কারণে তিনি এমন করছেন, তা জানা যায়নি৷ ট্রেফিক পুলিশ জানিয়েছে যে, বুধবার রাতের বেলায় মদ্যপ অবস্থায় এই যুবতী রাস্তার মাঝখানে এসে সেনা বাহিনীর গাড়ি থামিয়ে তাতে লাথি মারতে থাকেন৷ এরফলে রাস্তায় অন্যান্য গাড়িও থেমে যায়৷ ভিড় জমে যায়৷ এই ভিডিওটি দ্রুতগতিতে ভাইরাল হয়েছে (Viral Video Drunk Model Gwalior) ৷
advertisement
এতটাই মদ্যপ যুবতী, যে নিজেকে ঠিক করে সামলাতে পারছেন না তিনি৷ আর তার মধ্যে গ্বালিয়রের রাস্তায় চলতে থাকা একটি সেনা বাহিনীর গাড়ির সামনে এসে, গাড়িটি থামিয়ে দেন তিনি৷ তারপর শুরু হয় গাড়িটির উপর হামলা (Army Vehicle attack Gwalior) ৷ ক্রমাগত লাথি মারতে থাকেন তিনি৷ মারতে মারতে গাড়ির হেডলাইটটিও ভেঙে দেন৷ এক সেনা আধিকারিক তাকে থামাতে এলে, তাকেও ধাক্কা মারেন যুবতী৷ এতে রাস্তায় নিমেষে দাঁড়িয়ে পড়ে অন্য গাড়িগুলি৷ ভিড় জমতে থাকে রাস্তায়৷ যুবতী মডেলের কর্মকাণ্ড দেখে সকলেই অবাক হন৷ পাডাভ থানায় (Padav Police Station, Gwalior) ওই যুবতীর নামে অভিযোগ দায়ের করা হয়৷ সেখানে এক মহিলা পুলিশ কর্মী এসে অভিযুক্তকে থানায় নিয়ে যান৷ যদিও সেনার পক্ষে থেকে এই ঘটনায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷
advertisement
পাডাভ থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে যুবতী দিল্লির বাসিন্দা (Model from Delhi) ৷ তিনি পেশায় একজন মডেল৷ মদ্যপ অবস্থায় গাড়ি ভাঙচূরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ ইতিমধ্যেই তার মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ এবং এই নিয়ে সবরকম ব্যবস্থাও নিচ্ছে পুলিশ৷ স্থানীয়রা জানাচ্ছেন যে তিনজন যুবতী দিল্লি থেকে গ্বালিয়র আসেন, কাজের সূত্রে৷ স্থানীয় এক হোটেলে ক’দিনের জন্য রয়েছেন তারা, এমনই জানা গিয়েছে৷ এদের মধ্যে একজনই এই ঘটনায় যুক্ত৷ অভিযুক্তের জামিনের জন্য অন্য দুই যুবতী থানায় হাজির হন৷ আপাতত জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত৷ তবে তিনি যা কাণ্ড ঘটিয়েছেন, সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Model Viral Video:রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন মদ্যপ মডেল, সেনা বাহিনীর গাড়িতে মারছেন লাথি!
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement