Model Viral Video:রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন মদ্যপ মডেল, সেনা বাহিনীর গাড়িতে মারছেন লাথি!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
২২ বছরের যুবতী, যিনি পেশায় মডেল (Drunk Model attacks Army vehicle), তিনি হঠাৎ করেই রাস্তার মাঝে এসে সেনা বাহিনীর গাড়ির উপর হামলা চালান৷
#গ্বালিয়র: মদ্যপ অবস্থায় সেনার গাড়িতে লাথি মারছেন এক যুবতী! মধ্যপ্রদেশের গ্বালিয়র শহরে রাতের বেলায় এই দৃশ্য দেখে অনেকেই হতবম্ব হয়ে যান৷ ২২ বছরের যুবতী, যিনি পেশায় মডেল, তিনি হঠাৎ করেই রাস্তার মাঝে এসে সেনা বাহিনীর গাড়ির (Drunk Model attacks Army vehicle)উপর হামলা চালান৷ কী কারণে তিনি এমন করছেন, তা জানা যায়নি৷ ট্রেফিক পুলিশ জানিয়েছে যে, বুধবার রাতের বেলায় মদ্যপ অবস্থায় এই যুবতী রাস্তার মাঝখানে এসে সেনা বাহিনীর গাড়ি থামিয়ে তাতে লাথি মারতে থাকেন৷ এরফলে রাস্তায় অন্যান্য গাড়িও থেমে যায়৷ ভিড় জমে যায়৷ এই ভিডিওটি দ্রুতগতিতে ভাইরাল হয়েছে (Viral Video Drunk Model Gwalior) ৷
advertisement
এতটাই মদ্যপ যুবতী, যে নিজেকে ঠিক করে সামলাতে পারছেন না তিনি৷ আর তার মধ্যে গ্বালিয়রের রাস্তায় চলতে থাকা একটি সেনা বাহিনীর গাড়ির সামনে এসে, গাড়িটি থামিয়ে দেন তিনি৷ তারপর শুরু হয় গাড়িটির উপর হামলা (Army Vehicle attack Gwalior) ৷ ক্রমাগত লাথি মারতে থাকেন তিনি৷ মারতে মারতে গাড়ির হেডলাইটটিও ভেঙে দেন৷ এক সেনা আধিকারিক তাকে থামাতে এলে, তাকেও ধাক্কা মারেন যুবতী৷ এতে রাস্তায় নিমেষে দাঁড়িয়ে পড়ে অন্য গাড়িগুলি৷ ভিড় জমতে থাকে রাস্তায়৷ যুবতী মডেলের কর্মকাণ্ড দেখে সকলেই অবাক হন৷ পাডাভ থানায় (Padav Police Station, Gwalior) ওই যুবতীর নামে অভিযোগ দায়ের করা হয়৷ সেখানে এক মহিলা পুলিশ কর্মী এসে অভিযুক্তকে থানায় নিয়ে যান৷ যদিও সেনার পক্ষে থেকে এই ঘটনায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷
advertisement
थोड़ी सी जो पी ली है...सेना के जवानों की गाड़ी को रोकने बीच सड़क पर खड़ी हो गयी ये लड़की #ग्वालियर pic.twitter.com/geEXUd5lKC
— Sharad Srivastava (@sharadjmi) September 8, 2021
পাডাভ থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে যুবতী দিল্লির বাসিন্দা (Model from Delhi) ৷ তিনি পেশায় একজন মডেল৷ মদ্যপ অবস্থায় গাড়ি ভাঙচূরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ ইতিমধ্যেই তার মেডিক্যাল টেস্ট করা হয়েছে৷ এবং এই নিয়ে সবরকম ব্যবস্থাও নিচ্ছে পুলিশ৷ স্থানীয়রা জানাচ্ছেন যে তিনজন যুবতী দিল্লি থেকে গ্বালিয়র আসেন, কাজের সূত্রে৷ স্থানীয় এক হোটেলে ক’দিনের জন্য রয়েছেন তারা, এমনই জানা গিয়েছে৷ এদের মধ্যে একজনই এই ঘটনায় যুক্ত৷ অভিযুক্তের জামিনের জন্য অন্য দুই যুবতী থানায় হাজির হন৷ আপাতত জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত৷ তবে তিনি যা কাণ্ড ঘটিয়েছেন, সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2021 11:55 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Model Viral Video:রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছেন মদ্যপ মডেল, সেনা বাহিনীর গাড়িতে মারছেন লাথি!

