Hooghly News: শীতের রোদে চামড়ায় পোড়া দাগ? ঘরোয়া এই টোটকা দারুণ কাজের, জানুন

Last Updated:

কী ভাবে ঘরোয়া টোটকাতে কালো দাগ থেকে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়ে জানিয়েছেন বিউটি এক্সপার্ট দুর্গা হালদার।

+
শীতের

শীতের রোদে চামড়ায় পোড়া দাগ? (প্রতীকী ছবি)

#হুগলি: গরম পেরিয়ে শীত আসার পালা। শীতের দুপুরে মিঠে রোড উপভোগ করেন সকলেই। রোদ্দুর থেকে শরীরের ত্বকে ভিটামিন ডি উৎপন্ন হয়। তবে সেই রোদ থেকেই কিন্তু পড়তে পারে হাতে-পায়ে ট্যান ও কালো ছোপ দাগ। যা চিন্তায় ফেলে ত্বকের যত্ন নেওয়া মানুষজনদের। তবে কি যারা ত্বকের যত্ন নিতে ভালোবাসেন তারা রোদ পোহাতে পারবেন না ! তবে এখন আর চিন্তা নেই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই হাতে-পায়ে ট্যান পড়া বা কালো ছোপ দাগ থেকে রেহাই পাওয়া যেতে পারে।
কী ভাবে ঘরোয়া টোটকা তে কালো দাগ থেকে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়ে জানিয়েছেন বিউটি এ্সপার্ট দুর্গা হালদার। মাত্র ছয়টি ঘরোয়া উপকরণ। ওই উপকরণ গুলির মিশ্রণ তৈরি করে কালো ছোপ জায়গাতে লাগিয়ে ১৫ মিনিট রাখতে হবে। সব থেকে মজার কথা সমস্ত উপকরণ খুঁজে পাওয়া যাবে গৃহস্থের রান্নাঘরে।
. .
advertisement
advertisement
আরও পড়ুন: ব্লিচিং ছড়িয়ে ডেঙ্গি নিয়ন্ত্রণ? বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষণা কিন্তু আতঙ্ক বাড়াচ্ছে
ঘরোয়া টোটকা তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ গুলি কাঁচা হলুদ, পাতি লেবু, টমেটো, চিনি, চালের গুঁড়ো এবং বেকিং সোডা। প্রত্যেকটি সমানুপাতিক মিশ্রণে মিশিয়ে খুব সহজেই তৈরি করে ফেলা যাবে আর রোদে পোড়া কালো দাগ থেকে মুক্তি পাওয়ার উপায়।
আরও পড়ুন: শিক্ষকও তিনি, ঝাড়ুদারও তিনি! জলপাইগুড়ির স্কুলে অদ্ভুত কাণ্ড
মিশ্রণটি তৈরি করার জন্য সবার আগে প্রয়োজন অল্প এককুচি কাঁচা হলুদ। কাঁচা হলুদ টিকে পেস্ট করে তার মধ্যে দিতে হবে তিন চামচ চিনির গুঁড়ো। তার পরে পালা আর চালের গুড়ি দেবার। দুই চামচ চালের গুড়ি। একটা গোটা টমেটোর রস। আদখানা পাতি লেবুর রস। সবশেষে অর্ধেক চা চামচ বেকিং সোডা। সমস্ত উপাদান গুলিকে একটি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। একসঙ্গে মিশিয়ে তৈরি করে ফেলতে হবে ঘরোয়া টোটকায় বানানো হাতে পায়ের কালো দাগ দূরীকরণের জাদুই মিশ্রণ। মিশ্রণটি তৈরি হয়ে গেলে ট্যান পড়ে যাওয়া সূর্যের তাপের ফলে পুড়ে যাওয়া জায়গা থেকে মুক্তি পাওয়া যাবে।
advertisement
বিউটি এক্সপার্ট দুর্গা হালদার জানান, মিশ্রণটি তৈরি করার জন্য যে সমস্ত উপাদান গুলি ব্যবহার করা হয়েছে সব কটি ন্যাচারাল ব্লিচের কাজ করে। তাই হাত-পায়ের কালো দাগ বা ট্যান পড়ে জায়গাগুলি পরিষ্কার হয়ে যায়। ঘরোয়া উপায়ে যেমন নিজের রূপচর্চা রাখা সম্ভব তেমনি নিজের রূপ বজায় রাখতে গেলে সবার আগে প্রয়োজন স্বাস্থ্য। তাই স্বাস্থ্য ভালো রাখার জন্য পর্যাপ্ত ঘুম সুষম আহার অত্যাবশ্য। এবং এই ঘরোয়া উপায় টোটকা বাড়িতে মাসে অন্তত দুবার করা উচিত। তিনি আরও জানান অবশ্যই রূপচর্চা সংক্রান্ত সমস্যা থাকলে নিকটবর্তী যে কোন বিউটি এক্সপোর্টের পরামর্শ নিতে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Hooghly News: শীতের রোদে চামড়ায় পোড়া দাগ? ঘরোয়া এই টোটকা দারুণ কাজের, জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement