Eyesight Home Remedies: দরকার হবে না চশমার, এই ৩ ঘরোয়া উপায়ে বাড়বে দৃষ্টিশক্তি! জানতে বিস্তারিত পড়ুন

Last Updated:

Eyesight Home Remedies: ঘরোয়া উপায়ে চোখের চিকিৎসায় শুধু দৃষ্টিশক্তিই যে বাড়ে তা নয়, এতে শরীরও সুস্থ থাকে। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি অনেক রোগকে মূল থেকে নির্মূল করতে সাহায্য করে।

বর্তমান যুগে প্রায় প্রত্যেক ব্যক্তির চোখেই চশমা দেখতে পাওয়া যায়। এর থেকে স্পষ্ট অনুমান করা যায় যে মানুষের গড় দৃষ্টিশক্তি কমে আসছে। দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য অনেকেই অ্যালোপ্যাথিক এবং অন্যান্য চিকিৎসা পদ্ধতির আশ্রয় নেন। যতক্ষণ পর্যন্ত রোগীরা ওষুধ খান ততদিন পর্যন্ত তাঁরা নামমাত্র পার্থক্য অনুভব করেন। কিন্তু ওষুধ ছাড়ার পরই আবার পরিস্থিতি আগের মতো হয়ে যায়। তবে প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে আয়ুর্বেদে অনেক রকমের প্রতিকারের কথা বলা হয়েছে, যা করলে হারানো দৃষ্টিশক্তি ফিরে পাওয়া যায়, ফলে চশমা ব্যবহার না করলেও হয়। ঘরোয়া উপায়ে চোখের চিকিৎসায় শুধু দৃষ্টিশক্তিই যে বাড়ে তা নয়, এতে শরীরও সুস্থ থাকে। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি অনেক রোগকে মূল থেকে নির্মূল করতে সাহায্য করে।
কোন আয়ুর্বেদিক প্রতিকার চোখের দৃষ্টি বাড়ায় তা জানতে আমরা আয়ুর্বেদিক ওষুধ বিশেষজ্ঞ ডা. দীপক বৈদ্যের সঙ্গে কথা বলেছি। প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন যে, প্রথমে আমাদের জানতে হবে যে কোন কারণে রোগীর দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। বর্তমান যুগে মানুষ সারাক্ষণ মোবাইল, ল্যাপটপ, টিভি ইত্যাদি ব্যবহার করেন, এতে সাধারণ ভাবে মানুষের গড় দৃষ্টিশক্তি কমে যায়। তাই প্রথমেই এই সব দ্রব্যের ব্যবহার কমাতে হবে।
advertisement
advertisement
চোখের চাপ কমানোর উপায়
৫০ গ্রাম কালো গোলমরিচ, ৫০ গ্রাম মিছরি ভাল করে পিষে এবং তাতে ২৫০ গ্রাম গাওয়া ঘি মিশিয়ে গরম করে এক চা চামচ করে সকাল এবং সন্ধ্যা দুধের সঙ্গে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায়।
হলুদের গুঁড়ো লেবুর রসে ভিজিয়ে রাখতে হবে এবং তা শুকিয়ে গেলে এতে লেবুর রস মেশাতে হবে ৩০ দিন পর্যন্ত। ৩০ দিন পর, হলুদের সেই মিশ্রণ শুকিয়ে নিয়ে এর থেকে মিহি গুঁড়ো তৈরি করতে হবে। দিনে দু’বার সেই পাউডার আমাদের চোখে লাগাতে হবে। এতে শুধু যে দৃষ্টিশক্তিই ভাল হয় তা নয়, চোখের অন্যান্য রোগ থেকেও উপশম পাওয়া যায়।
advertisement
সকালে ঘুম থেকে ওঠার পর মুখ না ধুয়ে মুখের লালা চোখে লাগালে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়।
দৃষ্টিশক্তি বাড়ানোর আরও নানা পদ্ধতি জানতে রোগীরা আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দীপক বৈদ্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডা. দীপক বৈদ্য হরিদ্বারের কনখলের আদর্শ আয়ুর্বেদিক ফার্মেসিতে আয়ুর্বেদিক ওষুধ দিয়ে প্রতিদিন এভাবেই অজস্র লোকেদের চিকিৎসা করছেন।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eyesight Home Remedies: দরকার হবে না চশমার, এই ৩ ঘরোয়া উপায়ে বাড়বে দৃষ্টিশক্তি! জানতে বিস্তারিত পড়ুন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement