#কলকাতা: এই মকটেলটি বানাতে মোট পাঁচটা উপাদান লাগবে। ১.৫ আউন্স ক্লাব সোডা, ৪-৫ টুকরো শসাকুচি, ১ আউন্স লাইম জ্যুস এবং ১ আউন্স সিরাপ।
এই পাঁচটি উপাদানকে নিয়ে প্রথমেই মিশিয়ে ফেলুন একসাথে। এরপর বরফ দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে ঝাঁকান পানীয়টি। ঝাঁকানো সম্পূর্ণ হলে, বরফকুচি ভর্তি একটা গ্লাসে পানীয়টি ঢেলে নিন। এরপর একটি শসার স্লাইস নিয়ে ভালো করে গার্নিশ করে নিন।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diwali 2020, Diwali-food-2020