Holi 2025 Special: জমে উঠবে হোলির খানাপিনা, আর রঙের উৎসব আরও রঙিন করে তুলতে এলাহি আয়োজন শহরের এই পাঁচতারা হোটেলে

Last Updated:

হোলির দিন রঙ খেলার সঙ্গে সঙ্গে জমিয়ে খানাপিনা করাটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাহলেই তো রঙের উৎসব হয়ে উঠবে আরও রঙিন আর প্রাণোচ্ছল। আর উৎসবে এক আলাদা মাত্রা যোগ করতে বিশেষ ভাবে এলাহি খাবারের ডালি সাজিয়েছে কলকাতার পাঁচতারা হোটেলগুলি ৷

রঙের উৎসব আরও রঙিন করে তুলতে এলাহি আয়োজন শহরের এই পাঁচতারা হোটেলে
রঙের উৎসব আরও রঙিন করে তুলতে এলাহি আয়োজন শহরের এই পাঁচতারা হোটেলে
কলকাতা: আজ, শুক্রবার হোলি। আর এই রঙের উৎসবে হইহই করে মেতে উঠতে চলেছেন গোটা দেশের মানুষ। তবে হোলির দিন রঙ খেলার সঙ্গে সঙ্গে জমিয়ে খানাপিনা করাটাও কিন্তু অত্যন্ত জরুরি। তাহলেই তো রঙের উৎসব হয়ে উঠবে আরও রঙিন আর প্রাণোচ্ছল। আর উৎসবে এক আলাদা মাত্রা যোগ করতে বিশেষ ভাবে এলাহি খাবারের ডালি সাজিয়েছে শহরের পাঁচতারা হোটেল তাজ বেঙ্গল এবং তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা।
তাজ বেঙ্গল
হোলির প্রাণবন্ত রঙের আনন্দ উদযাপন করতে চলেছে তাজ বেঙ্গল, কলকাতা। ফলে নিজের প্রিয়জন এবং ভালবাসার মানুষের সঙ্গে রঙের উৎসবের আনন্দে মেতে উঠতে পারেন অতিথিরা। সেই সঙ্গে হোলির স্মৃতিও হয়ে উঠবে মধুর।
advertisement
advertisement
ক্যাল ২৭ (CAL 27)
হোলি স্পেশ্যাল ব্রাঞ্চ – ১৪ মার্চ, ২০২৫
সময় – দুপুর ১২:৩০ থেকে
কী কী চমক থাকতে চলেছে?
হোলি ব্রাঞ্চে থাকতে চলেছে ফেস্টিভ চাট, স্মোকি তন্দুর গ্রিলস, রিফ্রেশিং ঠান্ডাই, রঙবেরঙের মিষ্টি এবং ইউনিক ফিউশন ড্রিঙ্কস। আর ইউনিক ফিউশন ড্রিঙ্কসের মধ্যে অন্যতম হল হিবিসকাস এবং বেসিল কুলার। যা অতিথি এবং তাঁদের প্রিয়জনের মনে আনবে এক অনাবিল আনন্দ।
advertisement
মূল্য – জনপ্রতি ২৫০০ টাকা* + ট্যাক্স
জনপ্রতি ৩৫০০ টাকা* + ট্যাক্স (বাছাই করা পানীয়ের সঙ্গে)
বিশদে জানার জন্য ফোন করুন এই নম্বরে- নাসির আহমেদ +91-9831579131
*শর্তাবলী প্রযোজ্য
তাজ সিটি সেন্টার নিউ টাউন, কলকাতা
এই হোলি আনতে চলেছে অনাবিল আনন্দ। ভালবাসা এবং উষ্ণতা উদযাপনের জন্য চলে আসতে হবে তাজ সিটি সেন্টার নিউ টাউনে। সেখানে থাকবে উৎসবের বিশেষ খানাপিনার আয়োজন।
advertisement
শামিয়ানা
হোলি স্পেশ্যাল ব্রাঞ্চ – ১৪ মার্চ, ২০২৫
সময় – দুপুর ১২:৩০ থেকে
advertisement
কী কী চমক থাকতে চলেছে?
রঙের উৎসব হতে চলেছে আরও সুন্দর। আর বিশেষ ভাবে তৈরি হোলি ব্রাঞ্চে থাকতে চলেছে নানা রকম নোনতা খাবার। থাকবে নমকিন, ভাল্লা, গুজিয়া। আর হোলির দিন খাবারের সঙ্গে পানীয় না হলে কি চলে! তাই কালা খাট্টা শরবত আর ঠান্ডাই তো থাকবেই। সেই সঙ্গে থাকতে চলেছে একটি লস্যি স্টেশনও।
advertisement
মূল্য – জনপ্রতি ২০০০ টাকা* + ট্যাক্স
জনপ্রতি ২৮০০ টাকা* + ট্যাক্স (বাছাই করা পানীয়ের সঙ্গে)
বিশদে জানার জন্য ফোন করুন এই নম্বরে- + 91-6292288563
*শর্তাবলী প্রযোজ্য
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2025 Special: জমে উঠবে হোলির খানাপিনা, আর রঙের উৎসব আরও রঙিন করে তুলতে এলাহি আয়োজন শহরের এই পাঁচতারা হোটেলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement