Weekend Tourist Spot: মুকুটমণিপুর দু’জন ঘুরে দেখুন মাত্র ৫০ টাকায়! দোলের ছুটিতে একদিন ঘুরে আসুন! মুগ্ধ হবেন নিশ্চিত
- Reported by:NILANJAN BANERJEE
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Weekend Tourist Spot: মুকুটমণিপুর ঘুরতে গিয়ে অতি স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইকো সাইকেল। চাইলে আপনার মনের মানুষকে চাপিয়ে একান্তে ঝামেলা ছাড়াই ঘুরে দেখুন মুকুটমণিপুর।
বাঁকুড়া: মুকুটমণিপুর ঘুরতে গিয়ে অতি স্বল্প মূল্যে পেয়ে যাবেন ইকো সাইকেল। চাইলে আপনার মনের মানুষকে চাপিয়ে একান্তে ঝামেলা ছাড়াই ঘুরে দেখুন মুকুটমণিপুর। মনোরম প্রকৃতির মধ্যে আনন্দের সঙ্গে চালান সাইকেল। একদম ইকো ফ্রেন্ডলি ভাবে যাতায়াত করার সুযোগ তাও আবার মুকুটমণিপুরের মনোরম পরিবেশে সাইকেলের মাধ্যমে।
আরও পড়ুনঃ বাচ্চা হবে ‘জিনিয়াস’! হারাতে পারবে না কেউ! রোজ খেতে দিন এই ৫ খাবার! স্মৃতিশক্তি হবে তুখোড়! ফলাফল পাবেন হাতেনাতে
অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকরা সবসময়ই চান একটু “অফবিট” জায়গাগুলিতে পৌঁছতে। অনেক সময় দেখা গেছে কিছু কিছু রাস্তা অত্যন্ত শুরু হওয়ার কারণে গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে পারছে না, ফলেই সেই লুকানো জায়গা গুলি লুকানোই থেকে যায় সারা জীবন। খাতড়া মহকুমার তরফে এবং মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের তত্ত্বাবধানে শুরু হয়েছে ইকো সাইকেল পরিষেবা। মাত্র ৫০ টাকা মূল্যে প্রতি ঘন্টায় এবং ৩০০ টাকার বিনিময়ে সারাদিন চালাতে পারবেন এই সাইকেল।
advertisement
মুকুটমনিপুর এসে মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটির টুরিস্ট ইনফর্মেশন সেন্টারে যোগাযোগ করলেই বুক করতে পারবেন সাইকেল। রয়েছে আধুনিক হাইড্রোলিক লাগানো সাইকেল, ডুয়েল প্যাডেল সাইকেল যা যুগলদের বিশেষ পছন্দ। দুই সিটওলা ডাবল প্যাডেল এই সাইকেল দুইজন মিলে চালাতে পারবেন। তাছাড়াও রয়েছে বাচ্চাদের সাপোর্টিং চাকা লাগানো সাইকেলের ব্যাবস্থা। অনলাইনে বুক করা যাবে ইকো সাইকেল।
advertisement
advertisement
মুকুটমণিপুরের মূল সৌন্দর্য তার কংসাবতী ড্যাম এবং সেই সংলগ্ন এলাকায় থাকলেও মুকুটমণিপুরে লুকিয়ে রয়েছে বহু লুকানো জায়গা। সেই লুকানো জায়গাগুলোতে যাতে খুব সহজেই যাওয়া যায় তার জন্যই এই সাইকেলের ব্যবস্থা। বাইরে থেকে আগত পর্যটকেরা এই সাইকেলের পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি। এবং কেউ কেউ মনে করছেন প্রতিবার মুকুটমণিপুর এসে ইকো সাইকেল ব্যবহার করেই ঘুরে বেড়াবেন। ইকো সাইকেল শুধু নামেই ইকো নয় কাজেও পরিবেশবান্ধব। প্রাকৃতিক সৌন্দর্যে মোরা মুকুটমণিপুর পরিবেশ স্বচ্ছ রাখতে ইকো সাইকেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 06, 2024 4:19 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Tourist Spot: মুকুটমণিপুর দু’জন ঘুরে দেখুন মাত্র ৫০ টাকায়! দোলের ছুটিতে একদিন ঘুরে আসুন! মুগ্ধ হবেন নিশ্চিত









