Holi 2024: প্রকৃতির কোলে অন্যরকম বসন্ত উৎসব, পুরুলিয়া গেলে অবশ্যই ঘুরে আসুন এখানে, মুগ্ধতা ঘিরে ধরবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Holi 2024: অন্যরকম বসন্ত উৎসব স্বাদ নিতে, পর্যটকদের পছন্দের তালিকায় এই জায়গা, দেখে মন ভরে যাবে আপনার!
পুরুলিয়া: বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বনের অন্যতম হল দোল উৎসব। দোল ও হোলি পরপর এই দু-দিনের ছুটিতে তাই অনেকেই কাছে পিঠে বেড়াতে যাওয়ার জায়গা খোঁজেন। বসন্ত উৎসব পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই হয়ে থাকে। কিন্তু জেলা পুরুলিয়া বসন্তের চেহারাটা অনেকটাই অন্যরকম। কারণএই জেলায় বসন্ত উৎসবের সঙ্গে উপরি পাওনা থাকে লাল পলাশ। শুধু বসন্ত উৎসব নয়। পলাশের টানেও বহু পর্যটন এই সময়টাতে পুরুলিয়া ট্যুর প্ল্যান করে থাকেন। আরে এই বসন্তের টুর প্ল্যানে অন্যতম মাঠা ফরেস্ট রিসোর্ট।
অযোধ্যা পাহাড়তলীর মাঠাবুরুর নিচে অবস্থিত এই রিসোর্ট। প্রকৃতিকে কাছ থেকে দেখতে অনেকেই এই রিসোর্টে আসেন। কিন্তু বসন্তকালের রূপ একেবারেই মনমুগ্ধকর হয়ে ওঠে। মাঠাবুরু পাহাড়ের গায়ে চারিদিকে ভরে থাকে লাল পলাশ। তাই বসন্ত উৎসবে পর্যটকদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন এই রিসর্ট।এ বিষয়ে ওই রিসর্টের ডিরেক্টর রাহুল আগরওয়াল বলেন, পুরুলিয়ার পলাশের টানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ছুটে আসেন। তার মধ্যে অন্যতম এই রিসোর্ট।
advertisement
আরও পড়ুনঃ মাসের ঠিক কোন দিন মেয়েদের শারীরিক চাহিদা তুঙ্গে থাকে জানেন? বিশেষজ্ঞের মত জেনে নিন
এখানে প্রকৃতিকে খুব ভালভাবে উপভোগ করা যায়। এ বছর তাদের রিসর্টে হোলি ইভেন্টের আয়োজন করা হয়েছে। পুরুলিয়ার শিল্প সংস্কৃতিকে তুলে ধরা হবে এই উৎসবে। ভেষজ আবীর থাকবে বসন্ত উৎসবে। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য অনেকেরই পছন্দের তালিকায় থাকে এই রিসর্ট। সুইস টেন্ট , লাক্সারি টেন্ট-সহ লাক্সারি রুম রয়েছে। রয়েছে সুইমিং পুলেরও ব্যবস্থা।
advertisement
advertisement
এই রিসর্টের অন্যতম আকর্ষণ একেবারেই পাহাড়ের কোলে রাত্রি যাপন করা যায় এখানে। আর পলাশের এই সময় গোটা রিসোর্ট লাল পলাশে ঘেরা থাকে। যা দেখে মুগ্ধ হয়ে যান পর্যটকেরা। তাই অনেকেরই পুরুলিয়ার বসন্তের ট্যুর প্ল্যানে পছন্দের তালিকায় থাকে এই রিসোর্ট।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 7:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024: প্রকৃতির কোলে অন্যরকম বসন্ত উৎসব, পুরুলিয়া গেলে অবশ্যই ঘুরে আসুন এখানে, মুগ্ধতা ঘিরে ধরবে