Holi 2024: জানেন দোলের দিন কী কী নিয়ম না মানলে ঠাঁই হবে হাজতে? রং খেলার আগে জেনে নিন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:MAINAK DEBNATH
Last Updated:
প্রতিবছর গোপাল পুজো অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায়। মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায়
শান্তিপুর: আসন্ন দোল উপলক্ষে শান্তিপুর থানায় পুজো কমিটি এবং প্রশাসনিক সমন্বয় সভায় কড়া সিদ্ধান্ত, মদ্যপান করে বাইক চালালেই শ্রীঘরে! রং খেলার দিন মদ্যপান করে বাইক চালালে কোনও ছাড় নয়, নেওয়া হবে কঠিন পদক্ষেপ। জানিয়ে দিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার। এদিন নদিয়ার শান্তিপুর থানায় বিভিন্ন গোপাল পুজোর বারোয়ারীদের সঙ্গে একটি সমন্বয় সভা করেন রানাঘাট জেলা পুলিশ। শান্তিপুর থানায় উপস্থিত ছিলেন শান্তিপুরের একাধিক গোপাল পুজোর বারোয়ারী এবং ক্লাবের দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিরা।
মূলত প্রতিবছর গোপাল পুজো অর্থাৎ রং খেলার দিন দেখা যায় একাধিক ব্যক্তিরা মদ্যপান করে উন্মাদ হয়ে যায়। মহিলার সঙ্গে অভব্য আচরণ এবং বেপরোয়া বাইক চালিয়ে নিয়ে যায়। যার কারণে এদিন একাধিক পথ দুর্ঘটনার খবর পাওয়া যায়। মূলত সেই কথা মাথায় রেখে বিভিন্ন বারোযারি এবং ক্লাব কর্তৃপক্ষকে সতর্ক এবং সচেতন করল রানাঘাট জেলা পুলিশ। এদিন শান্তিপুর থানায় একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রানাঘাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার।
advertisement
advertisement
যাতে গোপাল পুজোরদিন বা দোলের দিন কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে একদিকে যেমন পুলিশ মোতায়েন থাকবে অন্যদিকে ক্লাব এবং বারোয়ারী কর্তৃপক্ষকেও সতর্ক থাকার অনুরোধ করলেন। পাশাপাশি তিনি বলেন রাস্তায় যে সমস্ত যুবক মদ্যপান করে বেপরোয়া গতিতে বাইক চালাবেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Mainak Debnath
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 4:20 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2024: জানেন দোলের দিন কী কী নিয়ম না মানলে ঠাঁই হবে হাজতে? রং খেলার আগে জেনে নিন