Breast Cancer: চুল কেটে ফেলছেন অভিনেত্রী, মেয়ের করুণ পরিণতিতে কান্নায় ভাসলেন মা!

Last Updated:

হিনার বিশ্বাস, চুল, ভ্রু সব ফিরে আসবে। ক্ষতের দাগও মিলিয়ে যাবে একদিন। থেকে যাবে তাঁর লড়াইয়ের দিনগুলো। প্রতিটা দিন তিনি রেকর্ড করে রাখছেন বলে জানান।

জেতার সিদ্ধান্ত নিয়েছেন হিনা।
জেতার সিদ্ধান্ত নিয়েছেন হিনা।
মুম্বই: মেয়েকে চুল কেটে ফেলতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন মা। মর্মান্তিক সেই দৃশ্য কাঁদাল ভক্তদেরও। স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন অভিনেত্রী হিনা খান। একনিষ্ঠ যোদ্ধার মতো সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে চলেছেন। সম্বল মনের জোর। হাসিমুখে নিজের চুল কেটে ফেলার ভিডিয়োও পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী। জানান, কেমোথেরাপি চলছে তাঁর। রেডিয়েশনের দৌলতে একঢাল প্রিয় চুল এমনিই পড়ে যেতে শুরু করেছে। তার আগে নিজেই চুল ছেঁটে ফেলে ভাগ করে নিলেন সেই ভিডিয়ো।
advertisement
advertisement
ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, “ব্যাকগ্রাউন্ডে আমার মায়ের কান্নাকাটি শুনতে পাবেন আপনারা। আসলে সকলেই নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না। মা আমায় আশীর্বাদ করছে। আবার যন্ত্রণাও পাচ্ছে। এমন দিন দেখতে হবে মা আসলে ভাবেনি।” হিনা জানান, চুল মানুষের সৌন্দর্য। গর্বের কারণ। তাও যখন যুদ্ধ করতে হয়, সব কিছুর মায়াই ত্যাগ করতে হয়। ক্যানসার যোদ্ধাদের উদ্দেশে এর পরই তাঁর হৃদয়স্পর্শী বক্তব্য শোনা যায়।
advertisement
হিনার কথায়, “প্রিয় যোদ্ধারা, বিশেষ করে সুন্দরী নারীরা যাঁরা ক্যানসারের সঙ্গে লড়ছেন, তাঁদের জন্য বলছি, আমি জানি এটা খুব শক্ত। আমাদের মাথায় মুকুটের মতো শোভা বর্ধন করে চুল। এই মুকুট আমরা কোনও দিন খুলে ফেলার কথা ভাবতেও পারি না। কিন্তু ক্যানসার এমন এক যুদ্ধ যেখানে এই মুকুট খুলে ফেলতেই হয়। সৌন্দর্য কিংবা গর্বের কথা ভেবে মন খারাপ করবেন না। জিততে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়।”
advertisement
এর পর নিজের উদাহরণ দেন হিনা। জানান, তিনি জেতার সিদ্ধান্ত নিয়েছেন। তাই বাকি সব তুচ্ছ হয়ে গেছে। চুল পড়ে যাওয়ার আগেই চুল কেটে ফেলেছেন নিজে। তাঁর কথায়, “আমার আসল মুকুট হল মনের জোর এবং সাহস। সেই জন্যই নিজেকে ভালবাসি।”
আরও জানান, এর পর যখন মাথা পুরো ফাঁকা হয়ে যাবে, নিজের চুল দিয়ে তৈরি পরচুলাই পরে থাকবেন। তাঁর বিশ্বাস, চুল, ভ্রু সব ফিরে আসবে। ক্ষতের দাগও মিলিয়ে যাবে একদিন। থেকে যাবে তাঁর লড়াইয়ের দিনগুলো। প্রতিটা দিন তিনি রেকর্ড করে রাখছেন বলে জানান। ভক্তদের কাছে আর্জি জানান পাশে থাকার।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Breast Cancer: চুল কেটে ফেলছেন অভিনেত্রী, মেয়ের করুণ পরিণতিতে কান্নায় ভাসলেন মা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement