High Price of Ginger: ৩৫০ টাকা! নিত্যপ্রয়োজনীয় আদার দামে চোখে সর্ষেফুল সাধারণ ক্রেতার
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
High Price of Ginger: কেন এই হঠাৎ দাম বৃদ্ধি? তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমজনতা।
Suvojit Ghosh, আরামবাগ: লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আদার দাম। এমনিতেই বেশিরভাগ সবজির দাম গত কয়েক সপ্তাহে অনেকটাই বেড়েছে।কিন্তু আদা যেন একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সারা রাজ্যের সঙ্গে আরামবাগ মহকুমায় বিভিন্ন বাজারে এক কেজি আদার দাম ৩০০ টাকা কেজি পার করে দিয়েছে। একটু ভাল আদা নিতে গেলে দাম নেওয়া হচ্ছে কেজি প্রতি ৩৫০টাকা। পাইকারি দাম ঘোরাফেরা করছে ২৫০ থেকে২৮০ টাকা।এর ফলে আদা কিনতে গিয়ে মধ্যবিত্ত পকেট ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু কেন এই হঠাৎ দাম বৃদ্ধি। তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আমজনতা।
উল্লেখ্য, মূলত দক্ষিণ ভারত থেকে আদা আসে।গত বছর বন্যার কারণে সেখানে অর্ধেক আদায় নষ্ট হয়ে গেছে। ফলে এ রাজ্যের আমদানিও কমে গেছে। আর সেই সুযোগে কিছু ব্যবসাদার কালোবাজারি করার জন্য আদা মজুত করে রেখেছে। অভিযোগ, ভোট নিয়ে ব্যস্ত থাকায় এই মুহূর্তে প্রশাসনের নজরদারি নেই। অন্যদিকে আসাম এবং মণিপুর থেকে যে আদা আসে তার পরিবহন খরচ অনেক বেশি। তার ওপর এই মুহূর্তে মণিপুর অশান্তিতে অগ্নিগর্ভ হয়ে রয়েছে। ফলে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলছে আদার দাম।
advertisement
advertisement
দোকানদাররা এই বিষয়ে জানান, আদা আমদানি আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। যার কারণেই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। পরিবহণ খরচ করে বেশি টাকা দিয়ে বাইরে থেকে আদা আনতে হচ্ছে। আর নতুন আদা না উঠলে দাম এভাবেই বাড়বে বলে জানিয়েছেন।
অন্যদিকে স্থানীয়দের বক্তব্য এভাবে যদি দাম বৃদ্ধি পায় এবং প্রশাসন যদি নজর না দেয় আমজনতার পকেটে টান পড়বে। ধারাবাহিকভাবে আদার ব্যাপক হারে দাম বাড়ছে বলে জানান।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 5:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
High Price of Ginger: ৩৫০ টাকা! নিত্যপ্রয়োজনীয় আদার দামে চোখে সর্ষেফুল সাধারণ ক্রেতার