Karan Johar: পোশাক থেকে রোদচশমা, জেনে নিন করণ জোহরের অভিনব 'স্টাইল স্টেটমেন্ট'

Last Updated:

Karan Johar: পোশাকের সাথে সংযুক্ত স্টিরিওটাইপ ভেঙেছেন করণ। সানগ্লাসের ক্ষেত্রে তাঁর ধারে কাছে যেতে পারবে না কেউই৷

Karan Johar
Karan Johar
ভক্তরা ফ্যাশন এবং পোশাকের জন্য বলিউডের যে সব সেলিব্রিটিদের পছন্দ করেন তাঁদের মধ্যে প্রায় শীর্ষে করণ জোহর (Karan Johar)৷ নিজের একেবারে অভিনব স্টাইল স্টেটমেন্টকে (Style Diary) ভক্তদের মধ্যে ইতিমধ্যে জনপ্রিয় করেছেন তিনি৷ এক একবার জনপ্রিয় রূপে ধরা দিয়েছেন৷
পরিচালক কখনই তাঁর জমকালো শৈলীকে (Style Diary) প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। করণ ফ্যাশনের প্রতি তাঁর ভালবাসাকে একাধিকবার স্বীকার করেছেন এবং এমনকি পরিচালক (Film Director) সত্ত্বা বাদ দিলেও নিজেকে একজন স্টাইলিস্ট হিসাবেও প্রকাশ করেছেন৷ নিজের ভিডিওতে তিনি একাধিক উপদেশ দিয়েছেন অনুরাগীদের৷
advertisement
advertisement
বহুবার তিনি রঙিন পোশাক, এমনকি হিল পরিধান করার কথা বলেছেন পুরুষদের৷ সাধারণত পুরুষদের পছন্দ হিসাবে ধরা হয় সাদা-কালো-নীল রংকে৷ আর ছেলেরা হিল পরবেন একথা তো ভাবাই যায় না৷ পোশাকের সাথে সংযুক্ত স্টিরিওটাইপ ভেঙেছেন করণ (Karan Johar)।  সানগ্লাসের ক্ষেত্রে তাঁর ধারে কাছে যেতে পারবে না কেউই৷ বলিউডে তাঁর রোদচশমার সংগ্রহ হার মানিয়ে দেবে যে কোনও  কাউকে। শুধু সানগ্লাস নয়,  নেক পিস এবং আংটির মতো বিষয়েও তিনি সিদ্ধহস্ত৷ পরিচালকের প্রতিটি ছোট বিবরণ মনোযোগ দেওয়ার মতো৷
advertisement
ব্লক প্রিন্ট থেকে লেপার্ড প্রিন্ট, প্রযোজক সবেতেই এক কথায়  অভিনব৷ এক একবার এক একরকম প্রিন্টের শার্টে দেখা যায় তাঁকে৷ তাঁর ওয়ারড্রব যে কোনও মানুষের কাছে ঈর্ষনীয়৷
শুধু পোশাক নয়, তাঁর পোশাকের ব্র্যান্ডও কিন্তু অনণুকরণীয়৷ বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরাও একবাক্যে তাঁর ফ্যাশন ভাবনাকে বাহবা দিয়েছেন৷ সেলিব্রিটিদের কেউ কেউ তো তাঁর পোশাক আলমারির দিকে নজরও দিয়েছেন৷ তাঁর জ্যাকেটের দিকেও চোখ পড়েছে অনেকের৷
advertisement
কে কবে কী পোশাক পরলেন, কার পোশাক কতটা ধরা পড়ল ক্যামেরায়, তা নিয়ে প্রতিযোগিতা নতুন কিছু নয়৷ তবে করণ (Karan Johar) কিন্তু নিজের জন্য সাজেন৷ ক্যামেরা অবশ্য তাঁকে এমনিই টানে৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Karan Johar: পোশাক থেকে রোদচশমা, জেনে নিন করণ জোহরের অভিনব 'স্টাইল স্টেটমেন্ট'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement