Karan Johar: পোশাক থেকে রোদচশমা, জেনে নিন করণ জোহরের অভিনব 'স্টাইল স্টেটমেন্ট'

Last Updated:

Karan Johar: পোশাকের সাথে সংযুক্ত স্টিরিওটাইপ ভেঙেছেন করণ। সানগ্লাসের ক্ষেত্রে তাঁর ধারে কাছে যেতে পারবে না কেউই৷

Karan Johar
Karan Johar
ভক্তরা ফ্যাশন এবং পোশাকের জন্য বলিউডের যে সব সেলিব্রিটিদের পছন্দ করেন তাঁদের মধ্যে প্রায় শীর্ষে করণ জোহর (Karan Johar)৷ নিজের একেবারে অভিনব স্টাইল স্টেটমেন্টকে (Style Diary) ভক্তদের মধ্যে ইতিমধ্যে জনপ্রিয় করেছেন তিনি৷ এক একবার জনপ্রিয় রূপে ধরা দিয়েছেন৷
পরিচালক কখনই তাঁর জমকালো শৈলীকে (Style Diary) প্রকাশ করার সুযোগ হাতছাড়া করেন না। করণ ফ্যাশনের প্রতি তাঁর ভালবাসাকে একাধিকবার স্বীকার করেছেন এবং এমনকি পরিচালক (Film Director) সত্ত্বা বাদ দিলেও নিজেকে একজন স্টাইলিস্ট হিসাবেও প্রকাশ করেছেন৷ নিজের ভিডিওতে তিনি একাধিক উপদেশ দিয়েছেন অনুরাগীদের৷
advertisement
advertisement
বহুবার তিনি রঙিন পোশাক, এমনকি হিল পরিধান করার কথা বলেছেন পুরুষদের৷ সাধারণত পুরুষদের পছন্দ হিসাবে ধরা হয় সাদা-কালো-নীল রংকে৷ আর ছেলেরা হিল পরবেন একথা তো ভাবাই যায় না৷ পোশাকের সাথে সংযুক্ত স্টিরিওটাইপ ভেঙেছেন করণ (Karan Johar)।  সানগ্লাসের ক্ষেত্রে তাঁর ধারে কাছে যেতে পারবে না কেউই৷ বলিউডে তাঁর রোদচশমার সংগ্রহ হার মানিয়ে দেবে যে কোনও  কাউকে। শুধু সানগ্লাস নয়,  নেক পিস এবং আংটির মতো বিষয়েও তিনি সিদ্ধহস্ত৷ পরিচালকের প্রতিটি ছোট বিবরণ মনোযোগ দেওয়ার মতো৷
advertisement
ব্লক প্রিন্ট থেকে লেপার্ড প্রিন্ট, প্রযোজক সবেতেই এক কথায়  অভিনব৷ এক একবার এক একরকম প্রিন্টের শার্টে দেখা যায় তাঁকে৷ তাঁর ওয়ারড্রব যে কোনও মানুষের কাছে ঈর্ষনীয়৷
শুধু পোশাক নয়, তাঁর পোশাকের ব্র্যান্ডও কিন্তু অনণুকরণীয়৷ বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিরাও একবাক্যে তাঁর ফ্যাশন ভাবনাকে বাহবা দিয়েছেন৷ সেলিব্রিটিদের কেউ কেউ তো তাঁর পোশাক আলমারির দিকে নজরও দিয়েছেন৷ তাঁর জ্যাকেটের দিকেও চোখ পড়েছে অনেকের৷
advertisement
কে কবে কী পোশাক পরলেন, কার পোশাক কতটা ধরা পড়ল ক্যামেরায়, তা নিয়ে প্রতিযোগিতা নতুন কিছু নয়৷ তবে করণ (Karan Johar) কিন্তু নিজের জন্য সাজেন৷ ক্যামেরা অবশ্য তাঁকে এমনিই টানে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Karan Johar: পোশাক থেকে রোদচশমা, জেনে নিন করণ জোহরের অভিনব 'স্টাইল স্টেটমেন্ট'
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement