Paediatric Respiratory Care: আক্রান্ত প্রায় ৭.৯%, শিশুদের মধ্যে অ্যাজমার মতো শ্বাসযন্ত্রজনিত ক্রনিক রোগের জন্য সচেতনতা প্রচারে 'টাফিস'
- Published by:Siddhartha Sarkar
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Paediatric Respiratory Care: বিশ্ব অ্যাজমা সচেতনতা মাস চলছে। সেই উপলক্ষেই সাধারণ রোগী এবং জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য এক অভিনব উদ্যোগ চালু করল সিপলা।
কলকাতা: বিশ্ব অ্যাজমা সচেতনতার মাস চলছে। সেই উপলক্ষেই সাধারণ রোগী এবং জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য এক অভিনব উদ্যোগ চালু করল সিপলা। ওই জনসচেতনতামূলক উদ্বেগের নাম দেওয়া হয়েছে ‘টাফিস’। অ্যাজমা বা হাঁপানি আক্রান্ত শিশু-সহ সেই সমস্ত শিশু যারা শ্বাসযন্ত্রের সমস্যায় জেরবার, তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য এই জনসচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।
সাধারণত ব্যাপকভাবে অসংক্রামক এবং ক্রনিক এই রোগ শিশুদের মধ্যেই সবথেকে বেশি দেখা যায়। প্রায় ৭.৯% ভারতীয় শিশু অ্যাজমায় আক্রান্ত। এসব ক্ষেত্রে ৮০% অ্যাজমা রোগীদের জীবনের প্রথম ৬ বছর উপসর্গ প্রকট থাকে। রোগ সম্পর্কে অপর্যাপ্ত জ্ঞান, ভুল ধারণা এবং মিথের কারণে মানুষ ইনহেলেশন থেরাপি-সহ চিকিৎসায় অবহেলা করে ফেলে। যার জেরে অ্যাজমা রোগ সময় ধরা পড়ে না এবং চিকিৎসাও হয় না। ফলে রোগও নিয়ন্ত্রণে আসে না। যার প্রভাব পড়ে জীবনের মানের উপর। ফলে বারবার হাসপাতালে ছুটতে হয় রোগীদের এবং এর জেরে স্কুল মিস হয়ে যায় ছোট্ট ছোট্ট ছেলেমেয়েগুলোর।
advertisement
advertisement
অ্যাজমার মতো শ্বাসযন্ত্রজনিত রোগ এবং এর চিকিৎসার সঙ্গে জড়িয়ে থাকে ভুল ধারণা এবং সামাজিক কলঙ্ক। আর এই ‘টাফিস’ অভিযান মূলত ৫ থেকে ১০ বছরের শিশুদের জন্যই আনা হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, কমিকের বই এবং অ্যানিমেটেড ভিডিও সিরিজের মাধ্যমেই মূলত এই জনসতর্কতামূলক প্রচারাভিযান চালানো হচ্ছে।
advertisement

‘টাফিস’ অভিযানের মাধ্যমে পেডিয়াট্রিক অ্যাজমা সংক্রান্ত বিষয়ে সচেতনতা বাড়ানোর গুরুত্বের উপর জোর দিয়েছেন কলকাতার শিশুরোগ বিশেষজ্ঞ ডা. শুভাশিস রায়। তিনি জানান যে, পেডিয়াট্রিক অ্যাজমা কিন্তু শিশু এবং তার পরিবার – উভয়ের জন্যই অত্যন্ত কষ্টকর অবস্থা হতে পারে। এটা ক্রনিক অবস্থা। যার জন্য উপসর্গ নিয়ন্ত্রণে রাখতে ইন্টেনসিভ ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। দ্রুত রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে রোগের গুরুতর অবস্থা নিয়ন্ত্রণ করা যায়।
advertisement
রোগ সম্পর্কে ভুল ধারণা বিশেষ করে ইনহেলেশন থেরাপি-সহ চিকিৎসা সংক্রান্ত ভুল ধারণা এবং সামাজিক কলঙ্কের ভয়ে মা-বাবারা রোগ গোপন করে যান। ফলে উপসর্গ আরও খারাপ পর্যায়ে পৌঁছে যায়। রোগের অপর্যাপ্ত নিয়ন্ত্রণের জেরে জীবনের মান খারাপ হতে শুরু করে। হামেশাই হাসপাতালে ভর্তি হতে হয় রোগীদের। আর স্কুলও মিস হয়ে যায়। সামাজিক কলঙ্কের সঙ্গে লড়াই করতে এবং অ্যাজমায় আক্রান্ত শিশুদের জন্য ভাল পরিবেশ তৈরি করতে ‘টাফিস’-এর মতো সচেতনতামূলক অভিযানের প্রয়োজন রয়েছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 11:59 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Paediatric Respiratory Care: আক্রান্ত প্রায় ৭.৯%, শিশুদের মধ্যে অ্যাজমার মতো শ্বাসযন্ত্রজনিত ক্রনিক রোগের জন্য সচেতনতা প্রচারে 'টাফিস'