Abhishek Banerjee: বান্দোয়ানে হঠাৎই ফাস্ট ফুডের স্টলে অভিষেক, স্থানীয়রা তাঁর কাছে কী দাবি জানালেন?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
বৃহস্পতিবার অভিষেক বান্দোয়ানে একটা ফাস্ট ফুডের দোকানে হঠাৎ চলে যান ৷ সেখানেই তাঁর কাছে স্থানীয়রা হাসপাতালের দাবি করেন ৷
আবীর ঘোষাল, বান্দোয়ান: বান্দোয়ানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রাস্তা আর হাসপাতালের দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার অভিষেক বান্দোয়ানে একটা ফাস্ট ফুডের দোকানে হঠাৎ চলে যান ৷ সেখানেই তাঁর কাছে স্থানীয়রা হাসপাতালের দাবি করেন ৷ কাছেই একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থাকলেও, সুচিকিৎসার জন্য বাসিন্দারা হাসপাতালের দাবি করেন ৷ অন্যদিকে, গ্রামবাসীদের বক্তব্য, গ্রামীণ রাস্তা একাধিক স্থানে খারাপ হয়েছে ৷ সেই রাস্তাগুলো যদি করা যায় ৷ বান্দোয়ানের ফাস্ট ফুডের দোকানে এদিন আলুর চপ আর চা খান অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

advertisement
বৃহস্পতিবার বিকেল থেকে একাধিক জায়গায় এসে থমকে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ৷ প্রচণ্ড ঝড় ও বৃষ্টির কারণে বাতিল করে দিতে হয় অধিবেশন ৷
বান্দোয়ান আসার পথে, বিট্টু ফাস্ট ফুড শপ বলে একটা দোকানে নেমে পড়েন অভিষেক৷ চা আর চপ খেতে খেতে তিনি পঞ্চায়েত যথাযথ কাজ করছে কিনা, সেই বিষয়ে জানতে চান। তখনই ফটিক চন্দ্র মাহাতো বলে এক ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাস্তা ও হাসপাতালের বিষয়ে জানান ৷ জঙ্গলমহলের এই সব প্রান্তিক এলাকায় যোগাযোগ একটা চ্যালেঞ্জের বিষয় ৷ সেই অর্থে গ্রামবাসীদের বক্তব্য দূরের পুরুলিয়া হাসপাতালে যেতে অনেক সময় লেগে যায় ৷ তাই যদি স্বাস্থ্য ব্যবস্থার জন্য হাসপাতাল করা যায় ৷ সেই অনুরোধই করেন স্থানীয়রা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 26, 2023 10:59 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: বান্দোয়ানে হঠাৎই ফাস্ট ফুডের স্টলে অভিষেক, স্থানীয়রা তাঁর কাছে কী দাবি জানালেন?