Heatstroke: তাপপ্রবাহের দাপটে হাসফাঁস অবস্থা, আপনার পোষ্যেরও হতে পারে হিটস্ট্রোক-মৃত্যু! এই লক্ষণগুলি দেখলে সাবধান
- Published by:Raima Chakraborty
- local18
- Reported by:Trending Desk
Last Updated:
Heatstroke: শুধু মানুষই নন, পশু-পাখিরাও গরমের দাপটে নাজেহাল। আর সেই সঙ্গে মানুষের পাশাপাশি তাদেরও হিটস্ট্রোক হওয়ার আশঙ্কাও পাল্লা দিয়ে বেড়েই চলেছে।
কলকাতা: গ্রীষ্মের মরশুম পড়তে না পড়তে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তাপপ্রবাহের দাপট। এই গরমের জেরে মানুষের প্রাণ ওষ্ঠাগত। শুধু মানুষই নন, এর পাশাপাশি পশু-পাখিরাও গরমের দাপটে নাজেহাল।
আর সেই সঙ্গে মানুষের পাশাপাশি তাদেরও হিট স্ট্রোক হওয়ার আশঙ্কাও পাল্লা দিয়ে বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পশুপালনের কাজে যুক্ত মানুষেরা। তাঁরা ভেবেই পাচ্ছেন না যে, পশুদের যথাযথ যত্ন নেওয়ার জন্য কী কী করণীয়?
এই প্রসঙ্গে আলোচনা করছেন উত্তরপ্রদেশের মাউ-এর ভেটেরিনারি অফিসার বিজেন্দ্র সিং। তিনি বলেন যে, গ্রীষ্মের মরশুমে এক জায়গায় বেশি পশুকে বেঁধে রাখলে তারা অতিরিক্ত তাপের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হতে পারে। এহেন পরিস্থিতি হলে তাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনহানি পর্যন্ত ঘটতে পারে। এমন পরিস্থিতিতে পশুদের সঠিক পরিচর্যা প্রয়োজন।
advertisement
advertisement
আরও পড়ুন: এপ্রিলের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট? লাখ-লাখ পরীক্ষার্থীকে নম্বর দেওয়া নিয়ে বড় নির্দেশ পর্ষদের!
গরমের হাত থেকে পশুদের সুরক্ষিত রাখার জন্য কী কী করণীয়, সেই প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। বিজেন্দ্র সিংয়ের কথায়, গ্রীষ্মকালে টিনের চালায় পশুদের একসঙ্গে রাখার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এর জন্য টিনের চালার উপর খড় বিছিয়ে দিতে হবে। যাতে তাপমাত্রা স্বাভাবিক থাকে। এর পাশাপাশি প্রাণীদের থাকার জায়গায় সঠিক ভাবে বাতাস চলাচল করতে পারছে কি না, সেদিকে নজর দিতে হবে।
advertisement
আরও পড়ুন: SPF দেখে নামী-দামি সানস্ক্রিন কিনছেন? রোদে চামড়ার পোড়া আটকাতে ‘এই’ উপাদান ম্যাজিক করবে! ডাক্তারের পরামর্শ
আর সঠিক ভাবে বায়ু চলাচল না করলে তার ব্যবস্থা করতে হবে এবং সবুজ জাল ব্যবহার করে পশুদের থাকার জায়গাটি ঘিরে দিতে হবে। এছাড়া পশুদের পর্যাপ্ত পরিমাণে পানীয় জল দিতে হবে। আর তাদের গায়ে জল ছিটিয়ে দিতে হবে। কিন্তু হিট স্ট্রোক হলে সেটা কীভাবে বোঝা যাবে। আসলে এর লক্ষণগুলির মধ্যে অন্যতম হল প্রাণীদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি এবং তাদের ত্বকের সংকোচন।
advertisement
তাপপ্রবাহ বা লু-এর থেকে পোষ্যকে বাঁচাতে এই বিষয়গুলো মাথায় রাখা আবশ্যক:
ভেটেরিনারি অফিসার বিজেন্দ্র সিং বলেন, অনেকের বাড়িতেই চারপেয়ে পোষ্য রয়েছে। তাদের যত্ন নেওয়াটাও সমান ভাবে আবশ্যক। প্রচণ্ড গরমে যতটা সম্ভব তাদের ঘরের মধ্যেই রাখা উচিত। আর ঘরের ভিতরে রাখা সম্ভব না হলে তাদের ছায়াময় জায়গায় রাখতে হবে, যেখানে তারা বিশ্রাম নিতে পারে। কোনও বদ্ধ জায়গায় পশুদের রাখা চলবে না।
advertisement
কারণ গরম আবহাওয়ায় তারা দ্রুত গরম অনুভব করে। আর পোষ্য সম্পূর্ণ রূপে পরিষ্কার আছে কি না, সেদিকেও নজর দিতে হবে। সময়ে সময়ে তাদের বিশুদ্ধ পানীয় জল দেওয়া আবশ্যক। আর সূর্যের আলোয় তাদের পানীয় জল রাখা চলবে না না। এমনকী দিনের বেলা পোষ্যের পানীয় জলে কয়েক টুকরো বরফ যোগ করা যেতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 1:57 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Heatstroke: তাপপ্রবাহের দাপটে হাসফাঁস অবস্থা, আপনার পোষ্যেরও হতে পারে হিটস্ট্রোক-মৃত্যু! এই লক্ষণগুলি দেখলে সাবধান